RICE Education আয়োজন করতে চলেছে তার ১৫তম সমাবর্তন অনুষ্ঠান। সাম্প্রতিক বছরগুলিতে সফল ছাত্রছাত্রীদের সংবর্ধিত করতে, প্রাক্তনীদের সঙ্গে পুনর্মিলন এবং বর্তমান ছাত্রছাত্রীদের উৎসাহিত করতে এই সমাবর্তন হতে চলেছে এক মহাসমাবেশ। দীর্ঘ ৩৮ বছরের পরম্পরায় RICE Education-এর ১.৫ লক্ষাধিক ছাত্রছাত্রী কেন্দ্রীয় ও রাজ্য সরকারি ক্ষেত্রে সফল কর্মজীবন অর্জন করেছে। সমাবর্তনে তাদের সকলের সমাগম প্রতিষ্ঠানে একটি ইতিবাচক পরিবেশ রচনা করবে বলে আশা করা যায়। সেইসঙ্গে বর্তমানে সরকারি চাকরির পরীক্ষায় সফল হয়ে যারা পদাধিকারী হয়েছেন বা পদে যোগদানের জন্য অপেক্ষারত অবস্থায় আছেন তাদের কাছেও শোনা যাবে সরকারি চাকরির প্রতিযোগিতামূলক ক্ষেত্রে তাদের লড়াই, অটুট মনোবল এবং সাফল্যের একান্ত নিজস্ব কাহিনী।
বারাসাতের অ্যাডামাস নলেজ সিটিতে এখন সাজো সাজো রব। ১১ফেব্রুয়ারী, ২০২৪ এখানেই অনুষ্ঠিত হতে চলেছে এই বিরাট অনুষ্ঠান। সমাবর্তনে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছে সফল ছাত্রছাত্রীদের। তাদের সংবর্ধনা জানাতেই তো এই আয়োজন! আমন্ত্রণ করা হয়েছে সরকারি কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত RICE Education-এর প্রাক্তনীদের, তারা নতুনদের সামনে এক দৃষ্টান্তস্বরূপ। তাদের কর্মজীবনের অভিজ্ঞতা, ব্যক্তিজীবন ও কর্মজীবনের মধ্যে সামঞ্জস্য বজায় রেখে চলা, কর্মক্ষেত্রে জনসংযোগের নানা ছোটখাটো গল্প কর্মজীবনের প্রবেশের পথে নতুনদের পথপ্রদর্শন করবে। আমন্ত্রিত অতিথিদের তালিকায় আছেন বিভিন্ন কলেজের অধ্যাপক, ব্লক স্তরের সকল আধিকারিক, বিডিও ও প্রশাসকেরা। এছাড়াও RICE Education-এর সমস্ত অনুষ্ঠানে যাদের পূর্ণ অধিকার সেই ছাত্রছাত্রীরা তো আছেই।
প্রতিষ্ঠানে বর্তমানে পাঠরত ছাত্রছাত্রীদের জন্য এ এক সুবর্ণ সুযোগ নিজেকে পুনরুজ্জীবিত করার, লক্ষ্যের প্রতি আরও অবিচল হওয়ার। কারণ তারা চোখের সামনে দেখবে সফল ব্যক্তিত্বদের, তাদের নিজমুখে শুনবে সফলতার আগে কঠোর পরিশ্রমের কাহিনী। বিভিন্ন ক্ষেত্রের প্রতিষ্ঠিত ব্যক্তিরা তাঁদের সুচিন্তিত বক্তব্যের মাধ্যমে হয়তো ছাত্রছাত্রীদের দেখাতে পারবেন কোন নতুন দিশা। তবে এর পাশাপাশি রয়েছে কিছু আনন্দের উপকরণও! শেষপর্বে বিশিষ্ট একটি সংগীতানুষ্ঠান আনন্দ দেবে সবাইকে। রয়েছে মধ্যাহ্নভোজনের ব্যবস্থাও।
সমাবর্তন একইসঙ্গে একটি পুনর্মিলন উৎসব, প্রতিষ্ঠানের সকলের সঙ্গে দেখাসাক্ষাৎ ও হৃদ্যতা গড়ে ওঠার উপায়। সকলেই যে উদ্দেশ্যকে সামনে রেখে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে তার সার্থকতাকে এভাবে উদ্যাপনের মধ্যে দিয়ে কর্মপন্থা আরও সুদৃঢ় হয়। জ্ঞানীগুনীজনের এই চাঁদের হাটে কত পরিচিত মানুষের সঙ্গে দেখা হয়ে যায়। কিছু বছর অন্তর অন্তর এইরকম সমাবর্তন উৎসব ছাত্র- শিক্ষক সকলকেই উদ্দীপিত করে তোলে। ২০২৪ সালের সমাবর্তনও এমনই আনন্দের মুহূর্ত নিয়ে হাজির হবে- অনেকদিন পর্যন্ত হয়তো সেই উৎসবের রেশ রয়ে যাবে সকলের মনে!
Published on May 21, 2024