RICE মেদিনীপুর সেন্টার এখন নতুন ঠিকানায়

RICE মেদিনীপুর সেন্টার এখন নতুন ঠিকানায়

RICE মেদিনীপুর বর্তমান শাখা

 

পুরনো ঠিকানা বদলে RICE Education এখন চলে এসেছে কেরানিতলায়। মেদিনীপুরের ষ্টেশন রোডে কেরানিতলায় হোটেল হিন্দুস্থানের পাশে RICE Education-এর বর্তমান শাখা এখন নতুনভাবে সেজে উঠেছে। ষ্টেশন থেকে একদম সামনে শাখাটি স্থানান্তরিত হওয়ায় আশেপাশের শিক্ষার্থীদের আসতে অনেক সুবিধা হবে, তাছাড়া বাসস্ট্যান্ড থেকেও এর দূরত্ব বেশি নয়। বর্তমান শাখাটিতে রয়েছে, আধুনিক প্রযুক্তি সহ ক্লাসরুম, টেকনোলজি নির্ভর পড়াশোনা, ডিজিটাল ডিসপ্লে স্ক্রীন ও বড় একটি লাইব্রেরি – এ সবকিছুই ছাত্র-ছাত্রীদের উপযুক্তভাবে তৈরি হতে সাহায্য করবে।  তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, মেদিনীপুরে RICE Education-এর বর্তমান শাখাটিতে অনেকখানি জায়গা থাকায় এখানে আরও বেশি ছাত্রছাত্রী স্বচ্ছন্দে পড়াশোনা করতে পারবে।

 

RICE মেদিনীপুর উদ্বোধনী অনুষ্ঠান

 

২১ আগস্ট মেদিনীপুরের নতুন শাখাটির উদ্বোধন হয়ে গেল RICE গ্রুপের কর্ণধার প্রফেসর (ড.) সমিত রায় মহাশয়ের উপস্থিতিতে। নতুন শাখার ফিতে কেটে শুভ সূচনা করলেন স্যার স্বয়ং। প্রতিষ্ঠানের পদস্থরা সমবেত ভাবে প্রদীপ প্রজ্বলন করলেন- এই প্রদীপ জ্ঞানের, সাফল্যের। এক আলোকিত ভবিষ্যৎ-এর আরম্ভ হল এইভাবেই! উপস্থিত ছিলেন মেদিনীপুরের কে.ডি কলেজ কমার্স অ্যান্ড জেনারেল স্টাডিজের অধ্যক্ষ ড. দুলাল চন্দ্র দাস, ঝাড়গ্রামের সেবায়তন শিক্ষণ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. আশিস কুমার গুপ্ত, ৬নং ওয়ার্ডের কাউন্সিলার ড. গোলক কুমার মাঝি, অ্যাসিস্টেন্ট প্রফেসর ড. উত্তম কুমার জানা, কে. ডি কলেজের লাইব্রেরিয়ান ড. মিলন সরকার, ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের অ্যাসিস্টেন্ট প্রফেসর শ্রী দিব্যেন্দু গিরি, সাঁওতাল বিদ্রোহ সারদা শতবার্ষিকী মহাবিদ্যালয়ের লাইব্রেরিয়ান শ্রী গোপীনাথ দাস, রাজা নরেন্দ্রলাল খান ওমেনস কলেজের অধ্যক্ষ ড. জয়শ্রী লাহা, রাজা নরেন্দ্রলাল খান ওমেনস কলেজের IQAC কনভেনার এবং অ্যাসিস্টেন্ট প্রফেসর ও HOD ড. রেশমি মুখার্জি প্রমুখ গণ্যমান্য ব্যক্তিরা। উপস্থিত ছিলেন RICE Education-এর সফল প্রাক্তনীরা যাঁরা বর্তমানে গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত, যেমন ইন্ডিয়ান অডিট অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে কর্মরত শ্রী সুদীপ রাণা, WBCS Gr.A 2021-এর সফল ছাত্রী অনন্তিকা মেট্যা প্রমুখ। প্রফেসর (ড.) সমিত রায় স্যার এইদিন ক্লাসরুমে ছাত্রছাত্রীদের অঙ্কের ক্লাসও নেন, যা ছিল এই দিনের বিশেষ আকর্ষণ।

 

RICE মেদিনীপুর সেন্টার নতুন আশার পথ চলা

 

এই নতুন ঠিকানায় নতুন করে পথ চলা আবশ্যই সদর্থকতা বয়ে আনবে, আবার তৈরি হবে সফলতার নতুন ইতিহাস। এই আশা নিয়েই RICE Education মেদিনীপুর সেন্টার ছাত্রছাত্রীদের সাদর আহ্বান জানায়, তোমাদের সাফল্যই আমাদের সার্থকতা। মেদিনীপুর এবং সংলগ্ন অঞ্চলের ছাত্রছাত্রীদের আরও বেশি সংখ্যায় সরকারি চাকরিক্ষেত্রে প্রতিষ্ঠিত করাই RICE Education মেদিনীপুর শাখার অঙ্গীকার!

 

Published on Aug 22, 2024