সরকারি চাকরির প্রস্তুতিতে RICE Education পুরো পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের কাছে একমাত্র ভরসাযোগ্য নাম। দীর্ঘদিন ধরে ধারাবাহিক সাফল্যের ইতিহাসের জন্য অভিভাবকেরাও তাঁদের সন্তানদের RICE Education-এই প্রশিক্ষণ নিতে পাঠিয়ে নিশ্চিন্ত হন। ফলত যেসব ছাত্রছাত্রীদের ক্যারিয়ার ভাবনা সরকারি চাকরিকে ঘিরে আবর্তিত হয় তারা প্রস্তুতির জন্য প্রথমে RICE-এর কথাই ভাবে।
সরকারি চাকরি অবশ্যই বেশিরভাগ ছাত্রছাত্রীর লক্ষ্য, তাই তাদের প্রস্তুতিতে সেরা গাইডেন্স দিতে বিভিন্ন জেলায় পৌঁছে গিয়েছে RICE Education। যেসব ছাত্রছাত্রীরা সম্পূর্ণ নিষ্ঠা, ধৈর্য ও অপ্রতিরোধ্য মনোভাব নিয়ে RICE Education-এর নির্দেশনায় প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসে তাদের সাফল্যের উদাহরণ এতো বেশি যে প্রতিবছর আরও বেশি সংখ্যক ছাত্রছাত্রী এখানে প্রশিক্ষণ নিতে আসে। এই কারণেই RICE Education বর্তমানে কোন কোন শাখার ঠিকানা বদল করছে – আরও বড় পরিসরে আরও বেশি সংখ্যক ছাত্রছাত্রীদের জায়গা করে দিতে।
সম্প্রতি ঠিকানা বদল করল RICE-এর কোচবিহার শাখাও। RICE Education কোচবিহার শাখা স্থানান্তরিত হয়ে এবার এলো কোচবিহার শহরের একেবারে মুখ্য ঠিকানায়। কেশব রোডে রাজবাড়ী স্টেডিয়ামের উল্টো দিকে ইউনিয়ন ব্যাংকের পাশে এক দুর্দান্ত জায়গায় RICE Education-এর কোচবিহার শাখাটি স্থাপিত হল। দোতলায় যথেষ্ট বড়সড় পরিসরে এই শাখায় এখন আরও বেশি সংখ্যক ছাত্রছাত্রী স্বচ্ছন্দে পড়াশোনা করতে পারবে, আর তাদের যাতায়াতেও সুবিধা হবে। সম্প্রতি শাখাটি উদ্বোধন করলেন RICE Adamas গ্রুপের চেয়ারম্যান প্রফেসর (ড.) সমিত রায় মহাশয়। উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল ট্রান্সপোর্টের চেয়ারপার্সন শ্রী পার্থপ্রতিম রায়, কোচবিহারের IC শ্রী তপন পাল প্রমুখ গণ্যমান্য ব্যক্তি। ফিতে কেটে প্রদীপ প্রজ্বলন করে অভ্যাগতদের উপযুক্ত সম্মান জ্ঞাপনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল RICE Education-এর কোচবিহার শাখার নতুন যাত্রা!
ছাত্রছাত্রীদের স্বার্থ RICE-এর কাছে অগ্রাধিকার পায়, তাই তাদের সুবিধার্থে ঠিকানা বদল একটা সদর্থক ব্যাপার! তবে ভিতরে ভিতরে RICE Education আছে সেই একই। সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে আমাদের জেলার ছাত্রছাত্রীরা এগিয়ে রয়েছে, তাদের সঠিক প্রশিক্ষণ দিলে সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষায় তারা যথেষ্ট কৃতিত্বের পরিচয় দিয়ে থাকে। তাই আরও বেশি সংখ্যক ছাত্রছাত্রীকে সেরা প্রশিক্ষণ দিয়ে সরকারি চাকরির দোরগোড়ায় পৌঁছে দেওয়া RICE Education-এর লক্ষ্য। এই লক্ষ্যে পৌঁছাতেই RICE Education-এর কোচবিহার শাখা এবার হল আরও বড়!
Published on Jul 27, 2024