অতি সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল RICE Talent Scholarship Test (RTST 2024)। RICE–এর এই বাৎসরিক মেধা অনুসন্ধানে রাজ্যের অসংখ্য ছাত্রছাত্রী অংশগ্রহণ করে এবং সাফল্য পেয়ে জীবনের আরও বড় সাফল্যের জন্য প্রস্তুতি নিতে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়। এ বছর নভেম্বর মাসেই ১৬, ১৭ এবং ১৯ তারিখ অনলাইনে বিভিন্ন জেলা এবং কলকাতা থেকে ছাত্রছাত্রীরা RTST পরীক্ষায় বসেছিল। তাদের সংখ্যাগরিষ্ঠই এবার সাফল্যের সঙ্গে মেধা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে RICE Education- এর বিভিন্ন শাখায় ভর্তি হয়ে চলেছে।
RICE–এর কর্ণধার প্রফেসর (ড.) সমিত রায়ের মূল দর্শন হল ভারতীয় আমলাতন্ত্রে আরও বেশি বাঙালি ছেলেমেয়েদের যোগদান, যাতে কেবলমাত্র রাজ্য নয় জাতীয় স্তরেও পশ্চিমবঙ্গের স্বর জোরালো হয়। আমাদের রাজ্যে মেধাবী ছাত্রছাত্রীরা আছে কিন্তু তাদের পথপ্রদর্শক নেই, ফলে মেধা মাঠে মারা যায়। জীবনের সুপ্রতিষ্ঠা, দেশের জন্য কাজ করার গৌরব ও অর্থনৈতিক নিশ্চয়তার পথভ্রষ্ট হয়ে তারা দিশেহারার মত বেসরকারি চাকরির অনিশ্চিত দুয়ারে মাথা ঠোকে। তরুণ প্রজন্মকে বেকারত্বের এই গোলকধাঁধা থেকে সঠিক পথ দেখাতে (ড.) রায়ের তাই প্রচেষ্টা আরও বেশি ছাত্রছাত্রীকে প্রশিক্ষণ দিয়ে, নির্দিষ্ট মেথডোলজির মাধ্যমে রাজ্য ও কেন্দ্রীয় সরকারি চাকরির পরীক্ষা পাশ করার উপযুক্ত করে তোলা।
RICE Education–এর মত প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হওয়ার অর্থ সম্ভাবনার দ্বার খুলে যাওয়া। RTST- 2024- এ যারা উত্তীর্ণ হয়েছে চোখেমুখে একরাশ আলো মেখে তারা স্কলারশিপ নিয়ে ভর্তি হচ্ছে RICE Education–এর বিভিন্ন শাখায়। একমাসের ইন্ট্রোডাক্টারি ক্লাস হওয়ার পর RICE–এর অভিজ্ঞ মেন্টরেরা তাদের মেধা ও ক্ষমতা অনুযায়ী বিভিন্ন পরীক্ষার জন্য স্পেশালাইজড্ ক্লাসে ভাগ করে দেবেন, শুরু হবে শূন্য থেকে দক্ষতার চরম সীমায় পৌঁছাবার ছাত্র- শিক্ষকের সম্মিলিত তপস্যা।
আগামী বছর অর্থাৎ 2025 সালে রাজ্য ও কেন্দ্র সরকারি পদে ১ লক্ষেরও বেশি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে। বর্তমান পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের মধ্যে চরকারি চাকরি নিয়ে এক ব্যাপক অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে, এর অনেকখানি কারণ কিন্তু সুপরিকল্পিত প্রস্তুতির অভাব, ১০০ শতাংশ দক্ষতা নিয়ে পরীক্ষা দিতে না পারা অথবা পার্সোনালিটি টেস্টে গিয়ে আটকে যাওয়া। যেমন তেমনভাবে পড়ে সরকারি চাকরির পরীক্ষার প্রতিযোগিতায় টিঁকে থাকাই সম্ভব নয়, অথচ প্রস্তুতি নিখাদ হলে যে এক নয় একাধিক সরকারি চাকরির পরীক্ষায় পাশ করে চাকরির প্রস্তাব পাওয়া যায় RICE Education–এর সমাবর্তনে এসে অধিকাংশ সফল প্রাক্তনীই সেই অভিজ্ঞতার কথা বলেছে।
কথা হচ্ছিল RICE Education-এর বেলঘরিয়ার দিশারী ভবনে ভর্তি হতে আসা কয়েকজন ছেলেমেয়ের সাথে। এরা RTST-তে সফল হয়ে কেউ ৪০ শতাংশ কেউ বা তার চেয়েও বেশি স্কলারশিপ পেয়েছে। তাদের মুখে উপচে পড়ছিল আশার ঔজ্বল্য। তারা অনেকেই পাড়ার দাদা-দিদিদের বা আত্মীয়স্বজনদের মধ্যে RICE Education থেকে প্রস্তুতি নিয়ে সফল কর্মজীবনে প্রতিষ্ঠিত হতে দেখেছে। তারা একটাই কথা বারবার বলছে যে তারা শুনেছে RICE Education চাকরির পরীক্ষার ট্রেন্ড রিসার্চ করে এমন স্টাডি মেটিরিয়াল দেয় যা পড়লে অন্য কোন বাজারি বই পড়ার প্রয়োজন হয় না, এখানে শিক্ষকরা অত্যন্ত অভিজ্ঞ ও ছাত্রদরদী এবং প্রচুর ক্লাসটেস্ট, মকটেস্ট নিয়ে নিয়ে কড়া অনুশাসনের মধ্যে দিয়ে ছাত্রছাত্রীদের তৈরি করে দেন। তাই এখানে ভর্তি হতে পেরে তারা নিশ্চিন্ত। তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে যে সরকারি চাকরির পরীক্ষার কঠিনতম পর্যায়- পার্সোনালিটি টেস্ট তথা ইন্টারভিউর জন্য RICE তাদের গ্রুমিং করে দেবে!
অনেক আশা ও উৎসাহ নিয়ে এই RTST 2024 উত্তীর্ণরা তাদের যাত্রা শুরু করল। আমরা আত্মবিশ্বাসী এই মেধাবীদের আমরা আমাদের প্রশিক্ষণ দিয়ে উৎকর্ষের শীর্ষে পৌঁছে দিতে পারব। একদিন এরাই এসে দাঁড়াবে RICE-এর সমাবর্তনে সাফল্যের মঞ্চে এবং প্রমাণ করবে সরকারি চাকরি অলীক নয় বরং স্বপ্নের সুপরিকল্পিত বাস্তবায়ন!
Published on Dec 03, 2024