WBPSC Food SI 2024 -পরীক্ষার সর্বশেষ বিজ্ঞপ্তি প্রকাশ

WBPSC Food SI 2024 -পরীক্ষার সর্বশেষ বিজ্ঞপ্তি প্রকাশ

Food SI-পরীক্ষার সর্বশেষ বিজ্ঞপ্তি প্রকাশ

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে WBPSC Food SI পরীক্ষার দিন তারিখ ঘোষণা করল পশ্চিমবঙ্গ লোকসেবা আয়োগ তথা West Bengal Public Service Commission। 21শে ফেব্রুয়ারি 2024 WBPSC-র তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে Food SI পরীক্ষার খুঁটিনাটির বিবরণ দিয়ে। এবার বিশদে দেখে নেওয়া যাক Food SI-পরীক্ষার সর্বশেষ বিজ্ঞপ্তিতে কি কি নির্দেশ জারি করা হয়েছে!

Food SI-পরীক্ষার সর্বশেষ বিজ্ঞপ্তিঃ তারিখ ও স্লট

WBPSC Food SI পরীক্ষার তারিখ পড়েছে 16 ও 17 মার্চ 2024, শনি ও রবিবার। দুদিনই তিনটে করে টাইম স্লটে পরীক্ষা হবে- সকাল 9.00- 11.30, দুপুর 12.30- 2.00 এবং বিকেল 3.30- 5.00। কোন পরীক্ষার্থীর কোনদিন এবং কোন টাইমস্লটে পরীক্ষা নির্ধারিত হয়েছে সেটা অ্যাডমিট কার্ডে লেখা থাকবে।

Food SI-পরীক্ষার সর্বশেষ বিজ্ঞপ্তিঃ অ্যাডমিট কার্ড

পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ডটি খুব জরুরী। এটি পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট https://psc.wb.gov.in থেকে ডাউনলোড করে নিতে হবে। 2 মার্চ 2024 থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাচ্ছে। বিশেষভাবে মনে রাখতে হবে অ্যাডমিট কার্ড ছাড়া কোনভাবেই পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করা যাবে না।

Food SI-পরীক্ষার সর্বশেষ বিজ্ঞপ্তিঃ নিয়মাবলী

Food SI-পরীক্ষার সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী এর নিয়মাবলীতে কিছু পরিবর্তন সাধিত হয়েছে। একে একে দেখে নেওয়া যাক Food SI-পরীক্ষাকেন্দ্রে কি কি নিয়ম নির্দিষ্ট করা হয়েছেঃ-

  1. কোন পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ডে পরীক্ষার জন্য যে নির্দিষ্ট স্থান, তারিখ এবং সময় বরাদ্দ হয়েছে কোন অবস্থাতেই তার পরিবর্তন করা যাবে না। অর্থাৎ নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে পৌঁছাতে না পারলে তার পরীক্ষা বাতিল হয়ে যাবে।
  2. পরীক্ষা শুরু হওয়ার 10 মিনিট আগে পরীক্ষা কেন্দ্রের দরজা বন্ধ হয়ে যাবে, তারপরে আর কোনভাবেই পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা যাবে না।
  3. পরীক্ষায় OMR শিটে উত্তর দিতে হবে এবং পরীক্ষা শেষে এই OMR শিটের সঙ্গে প্রশ্নপত্রটিও জমা দিয়ে দিতে হবে। কমিশন এই নিয়মেই একটু পরিবর্তন এনেছে, প্রতিবার পরীক্ষার পর পরীক্ষার্থীরা প্রশ্নপত্রটি সঙ্গে নিয়ে যেতে পারে কিন্তু এবার তা জমা করে দিতে হবে বাড়ি নিয়ে যাওয়া যাবে না।
  4. পরীক্ষা চলাকালে ওয়াশরুমে যাওয়া যাবে না। খুব জরুরী অবস্থা ছাড়া এর অনুমতি নেই।
  5. পরীক্ষাকেন্দ্রের জন্য গুরুত্বপূর্ণ নথি যেমন অ্যাডমিট কার্ড, ID Card, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ ছাড়া আর কোনকিছু নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করা যাবে না। এই বিষয়ে কমিশনের কড়া নির্দেশ আছে, মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ, ক্যালকুলেটর, স্ক্যানার, ব্লু-টুথ ডিভাইসসহ যেকোনরকম স্মার্ট গ্যাজেট পরীক্ষাকেন্দ্রে নিষিদ্ধ। এর অন্যথা হলে তা অপরাধ গণ্য করে পরীক্ষা তো বাতিল হবেই সেইসঙ্গে ভবিষ্যতে পরীক্ষা দেওয়াও বাজেয়াপ্ত হবে।
  6. কোন মূল্যবান বস্তু সঙ্গে থাকলে তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব কমিশনের নয়, তাই মূল্যবান বস্তু সঙ্গে না থাকাই ভাল।
  7. পরীক্ষার্থীদের মাস্ক, স্যানেটাইজারের মত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছে কমিশন।

 

West Bengal Public Service Commission-এর Food SI-পরীক্ষা সংক্রান্ত এই সকল নিয়ম মানতে পরীক্ষার্থীরা বাধ্য থকবে এই ঘোষণা বিজ্ঞপ্তিতে করা হয়েছে। আর মাত্র কয়েকদিন পরেই এই পরীক্ষা সকল পরীক্ষার্থীর জন্য ভালো হোক এখন কেবল এই অপেক্ষা।

 

Published on May 17, 2024