WBCS প্রিলিমিনারি পরীক্ষার আগে ভাঙতে হবে মনের গোলকধাঁধা

  • WBCS প্রিলি পরীক্ষার আগে ভাঙতে হবে মনের গোলকধাঁধা

পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস তথা WBCS প্রিলিমিনারি পরীক্ষা যত ঘনিয়ে আসছে, প্রার্থীদের মধ্যে ততই বাড়ছে প্রত্যাশা এবং উদ্বেগ। একজন সিভিল সার্ভেন্ট হওয়ার যাত্রাপথটি খুব সহজ নয়। তা প্রতি পদে চ্যালেঞ্জে ভরা এবং এই চ্যালেঞ্জ একটা গভীর প্রভাব ফেলতে পারে WBCS প্রার্থীদের মানসিক স্বাস্থ্যের উপরেও।

  • WBCS প্রিলির আগের মুহূর্ত যেন মানসিক প্রেসার কুকার

WBCS পরীক্ষার প্রতিযোগিতামূলক প্রকৃতি প্রেসার কুকারের মতো একটি দমবন্ধ পরিবেশ তৈরি করে। প্রস্তুতি, মক টেস্ট এবং মূল্যায়নের নিরলস চক্রে পাক খেতে খেতে একটা সময়ের পর প্রার্থীরা হয়তো ক্লান্ত হয়ে যায়। একদিকে প্রত্যাশার ভার অন্যদিকে ব্যর্থতার ভয় তাদের মানসিক সুস্থতার উপর বড় রকম প্রভাব ফেলে।

  • WBCS প্রিলির আগে সময়ের টানাটানি

উচ্চাকাঙ্ক্ষী ছাত্রছাত্রীদের পক্ষে জীবনের বিভিন্ন প্রয়োজনীয়তার সাথে পরীক্ষার প্রস্তুতির ভারসাম্য বজায় রাখা খুব সমস্যার। পারিবারিক দায়বদ্ধতা, অন্যান্য কাজের সময় এবং পড়াশোনার জন্য বরাদ্দ সময়ের মধ্যে টানাটানি একটি অতিরিক্ত চাপের পরিবেশ তৈরি করে। পড়ার গুরুত্বপূর্ণ সময় হারিয়ে যাওয়ার ভয় এমনই  পেয়ে বসে যে রাতের ঘুম হয় না এবং মানসিক চাপ বেড়ে যায়।

  • WBCS প্রিলির আগে সামাজিক বিচ্ছিন্নতা

একজন WBCS অফিসার হিসাবে কর্মজীবন শুরু করার জন্য যে প্রস্তুতি তা পরীক্ষার্থীর কাছে সামাজিক বিচ্ছিন্নতা দাবি করে। উচ্চাশা তাদের পড়াশোনায় সেই একাগ্রতা এনে দেয়  যে সে  সামাজিক সম্পর্কগুলোর দাবিদাওয়া থেকে তারা দূরে সরে যায়। এই বিচ্ছিন্নতা একাকীত্ববোধ এবং জীবন থেকে সব আনন্দ উচ্ছ্বাস হারিয়ে ফেলার অনুভূতির দিকে নিয়ে যেতে পারে। এমন সময় পরিবার, বন্ধুবান্ধবই ভরসা। তারাই সবচেয়ে শক্তিশালী সমর্থন যোগাতে পারে, হয়ে উঠতে পারে নির্ভরতার জায়গা।

  • WBCS প্রিলির আগে অজানা ভয়

পরীক্ষার প্রক্রিয়ার একটা অনির্দেশ্যতা অনিশ্চয়তা থাকবেই। রাত জেগে জেগে পড়াশোনা করলেও সবসময়ই এটা মনে হতে থাকে কি জানি পরীক্ষা দিতে বসে এটা মনে পড়বে তো? বা, এই প্রস্তুতিই যথেষ্ট কিনা, কিম্বা, প্রস্তুতিতে কোথাও কোন কমতি থেকে গেল না তো, কিছু পড়া বাদ রয়ে গেল না তো ইত্যাদি। এই ভয়গুলো খুবই স্বাভাবিক। কিন্তু অজানা এই ভয় যদি অনিয়ন্ত্রিত হয়ে ওঠে তবে তা পরীক্ষার্থীর মানসিক স্বাস্থের জন্য খুবই ক্ষতিকর।

  • WBCS প্রিলির আগে মানসিক উদ্বেগের মোকাবিলার প্রক্রিয়া:

WBCS প্রিলির আগে এই অশান্ত মনকে নিয়ন্ত্রণ করতেই হবে, নইলে কিন্তু একটা পরীক্ষাই শুধু ভেস্তে যাবে না, পরবর্তী পরীক্ষাগুলির জন্যও ভেঙে যাবে আত্মবিশ্বাসের ভিত্তি। তাই মানসিক চাপ কমাতে দরকার নিয়মিত বিরতি, শারীরিক ব্যায়াম এবং মনকে মাঝে মধ্যে বিরতি দেওয়া। এই অবকাশটুকুতে পড়াশোনার বাইরে একটু ঘুম হতে পারে, হতে পারে একটু ঘরের বাইরে বেরোনো, কোন কিছুর শখ থাকলে সেই বিষয়টা নিয়ে নাড়াচাড়া করা বা প্রিয়জনেদের সঙ্গে একটু সময় কাটানো।  এই বিরাম নিতান্তই আবশ্যক, এর ফলে যা পড়া হয়েছে তা ভুলে যাবে না বরং মন- মস্তিষ্ক হাল্কা হওয়ায় পড়া সহজে আত্মস্থ হবে।

  • WBCS প্রিলির আগে সমর্থন খোঁজে মন

WBCS প্রস্তুতির যাত্রা কখনো একাকী নয়। রাজ্যের হাজার হাজার প্রার্থী এই পরীক্ষায় সামিল। সক্রিয়ভাবে পরিবার, বন্ধুবান্ধব বা শিক্ষকদের সমর্থন তাদের ঘিরে আছে একথা ভোলা চলবে না। নিজের উদ্বেগ এবং সুবিধা অসুবিধার কথা নিয়ে তাদের সঙ্গে খোলাখুলি আলোচনা করা মানসিক স্বস্তি দিতে পারে। শিক্ষক এবং সহপাঠিদের পারস্পরিক উত্সাহদান এবং নির্দেশনা একজন পরীক্ষার্থীর জন্য খুবই মূল্যবান স্বস্থিদায়ক উপায় হিসাবে কাজ করতে পারে।

  • WBCS প্রিলির আগে মনযোগী প্রস্তুতি

যদিও প্রস্তুতিতে কঠোর পরিশ্রম অপরিহার্য, তবুও তার পাশাপাশি একটি মননশীল পদ্ধতি অবলম্বন করাও সমান গুরুত্বপূর্ণ। কত ঘন্টা পড়লাম এই হিসেবের চেয়েও জরুরী নিখাদ মনোযোগের সঙ্গে পড়াশোনার উপর জোর দেওয়া। যতটুকু সময় একাগ্রতা ধরে রাখা যাচ্ছে সেই সময়টুকুর পরে বিরতি নিতে হবে। এই পদ্ধতি ক্লান্তি প্রতিরোধ করতে পারে। বাস্তবসম্মত লক্ষ্য স্থির করা এবং সেই পথে ছোট ছোট জয়গুলিকে স্বীকার করা পরীক্ষার আগে আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে। এই পদ্ধতি পরীক্ষার্থীর মধ্যে একটি ইতিবাচক মানসিকতার জন্ম দেয় যা তার পরীক্ষার সফলতার পথের প্রথম সোপান বলে চিহ্নিত করা যায়।

  • WBCS প্রিলির আগে মানসিক স্বাস্থ্যের গুরুত্ব

সিভিল সার্ভিসের প্রস্তুতিপর্বে মানসিক স্বাস্থ্যের তাত্পর্যকে কোনভাবেই অবহেলা করা যায় না। একটি সুস্থ মনই পারে কঠিনতম  চ্যালেঞ্জের মুখোমুখি হতে; তাকে জয় করতে। পরীক্ষার্থীদের উচিত তাদের মানসিক সুস্থতাকে অগ্রাধিকার দেওয়া, বুঝতে হবে যে একটি সুস্থ মনই জ্ঞান আত্মস্থ করার ক্ষমতা এবং সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা বাড়ায়।

  • WBCS প্রিলির আগে মানসিক স্থিতিশীলতা

WBCS শুধু পুঁথিগত জ্ঞানের পরীক্ষা নয়— প্রিলি থেকে মেইন পরীক্ষার পথ পার করে ইন্টারভিউ পর্যন্ত তা মানসিক চাপ নেওয়ার ক্ষমতা এবং স্থিতিশীলতাকেও পরীক্ষা করে। পরীক্ষার্থীদের অবশ্যই আত্মবিশ্বাস এবং ধৈর্যের সঙ্গে এই যাত্রাটি সম্পূর্ণ করতে হবে। বিষয়ের প্রস্তুতি এবং মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য বজায় রাখা শুধুমাত্র পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য নয় বরং সিভিল সার্ভিসে একটি সফল এবং সুদীর্ঘ ক্যারিয়ার নিশ্চিত করার জন্য গুরুত্বপূর্ণ।

WBCS-এর আকর্ষণ অমোঘ, কিন্তু একথাও মনে রাখতে হবে যে মানসিক সুস্থতা একটি বিলাসিতা নয় বরং একটি প্রয়োজনীয়তা। একটি সুস্থ মন হল কম্পাসের মত যা উচ্চাকাঙ্ক্ষী পরীক্ষার্থীদের বড় বড় চ্যালেঞ্জের গোলকধাঁধায়ও পথ দেখায়, তাদের চিন্তার পরিপূর্ণতা এবং পরিস্থিতির মধ্যে ভারসাম্য তৈরি করে সাফল্যের দিকে নিয়ে যায়।

WBCS প্রিলিমিনারি ২০২৩; শেষ পর্যায়ের প্রস্তুতি

WBCS প্রিলিমিনারি ২০২৩; কিছু জরুরী কথা    

বলা যায় WBCS প্রিলিমিনারি পরীক্ষা হল নতুন জীবনের প্রবেশপথ। যারা এই পরীক্ষার তোরণ পার করে প্রবেশ করতে পারবে তারাই পারবে মেইন পরীক্ষায় বসতে। তারপর চূড়ান্ত পর্যায়ের ইন্টারভিউ অনেক দীর্ঘ যাত্রাপথ! সেই যাত্রাপথ কিন্তু দুর্গম হলেও দুঃসাধ্য নয়। প্রতিবছর একঝাঁক উজ্জ্বল তরুণ-তরুণী এই কঠিন পথ পার করে ওই সম্ভ্রমপূর্ণ উচ্চপদে বসে! সুতরাং, প্রাথমিক কঠিন পরিস্থিতিকে জয় করতে পারলেই সামনে জীবন নিশ্চিত ও সুন্দর। তাই ‘কষ্টকে মনে কর কষ্ট নয়’! 

তোমরা যারা WBCS প্রিলিমিনারি পরীক্ষা দিতে চলেছো প্রথমে তাদের অভিনন্দন জানানো দরকার যে তোমরা রাজ্যের প্রশাসনিক দায়িত্ব এবং আরও অন্যান্য গুরুভার তুলে নিতে প্রস্তুত হয়েছো। তারপর বলার বিষয় এই যে প্রিলিমিনারি পরীক্ষা দেওয়ার প্রস্তুতি যতই নিখুঁত হোক না কেন পরীক্ষার হলে বসে কখনোই দুটো ভুল করা যাবে না –এক. অতিরিক্ত আত্মপ্রসাদ এবং দুই. উদ্বেগ। এই দুই-ই পরীক্ষায় উত্তর ভুল করার জন্য দায়ী। সাধারণত, WBCS প্রিলিমস পরীক্ষায় একটি পেপার থাকে। প্রশ্নপত্রে 8টি বিভাগ এবং প্রতিটি বিভাগে ২৫ টি করে প্রশ্ন থাকে। মাল্টিপল চয়েসের এই প্রতিটি প্রশ্নের মান ১। ২০০ মার্কের এই প্রিলি পরীক্ষার সময়কাল ২ঘন্টা ৩০ মিনিট। কিন্তু সবচেয়ে প্রণিধানযোগ্য বিষয় হল প্রতিটি ভুল উত্তরের জন্য নেগেটিভ মার্কিং আছে। 

সাফল্য কোন আকস্মিক ঘটনা নয়। পরিশ্রম মনসংযোগ এবং মেধার সমন্বয়ে তাকে লাভ করতে হয়। পরীক্ষার হলে বসে মনসংযোগ করতে হবে প্রশ্নপত্রের প্রতি। এখানে MCQ ধরণের প্রশ্ন থাকে এবং আমরা সবাই জানি এর উত্তর দিতে হয় আলাদা OMR শিটে। প্রত্যেকটি প্রশ্নের জন্য চারটি করে অপশন থাকে। OMR শিটে প্রশ্নের নাম্বার দিয়ে পাশে চারটি অপশন গোল গোল করে দেওয়া থাকে। উত্তর করার সময় সঠিক উত্তরটিকে কালো বলপয়েন্ট পেন দিয়ে ভরাট করতে হয়। সুতরাং যদি এমন হয় কোয়েশ্চেন পেপার হাতে পেয়ে এক ঝলক দেখেই মনে হয়, আরে এ তো খুব সহজ প্রশ্ন এসেছে, বা সব কমন এবং প্রচন্ড আত্মবিশ্বাসে উত্তর করতে আরম্ভ করে দেওয়া হয় তাহলে ভুল হতে পারে। OMR শিটে আছে শুধু নাম্বার আর অপশন, বেখেয়াল হয়ে ভুল নাম্বারের কোয়েশ্চেনে উত্তর করে দিলেই সর্বনাশ! ওই প্রশ্নের উত্তর তো ভুল হলই, সঠিক জানার জন্য ১ নাম্বার পাওয়া গেল না। উপরন্তু ভুল উত্তরের জন্য এক নম্বর কাটা গেল। 

সুতরাং, OMR শিট ভরার সময় সাধু সাবধান! অনেক সময় প্রশ্নের খুব কাছাকাছি উত্তরের অপশনগুলো এমনভাবে দেয় যা খুব ঠান্ডা মাথায় না দেখলে তফাৎ করা যাবে না। আবার একই উত্তরের হয়তো দুটো অপশন দিয়ে দিল, সেক্ষেত্রে প্রথম যেটি ঠিক অপশন সেটিকে চিহ্নিত করতে হবে।  প্রশ্নটি যেমনভাবে পড়ে আমরা অভ্যস্ত ঠিক তার বিপরীত ক্রমেও দিতে পারে। যেমন ধরা যাক আমরা এরকম প্রশ্ন পড়ে থাকি ‘কাজিরাঙা অভয়ারণ্যে এর মধ্যে কোন প্রাণীটি সংরক্ষণ করা হয়?’ কিন্তু প্রশ্ন এরকম হতেই পারে ‘কাজিরাঙা অভয়ারণ্যে এর মধ্যে কোন প্রাণীটি সংরক্ষণ করা হয় না? এই ‘না’-টুকুকে খেয়াল না করলেই ভুল হয়ে যাবে— কমে যাবে প্রাপ্ত নাম্বারের অঙ্ক। 

বোঝাই যাচ্ছে, প্রশ্ন যেমনই আসুক মাথা ঠান্ডা রাখতে হবে, প্রথমে প্রশ্ন হাতে পেয়ে বেশ কয়েকবার প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোকরে দেখে নিতে হবে। MCQ টাইপ পরীক্ষা খুব বেশি সময়সাপেক্ষ নয়। কিন্তু সময় নিতে হবে ভাবতে, বুঝতে এবং সঠিকভাবে OMR শিট ভরতে। WBCS প্রিলি পরীক্ষায় নাম্বার খুব জরুরী, যেন একটা নাম্বারও ভুলবশত কাটা না যায় সেই খেয়াল রাখতে হবে। কেননা বোর্ড যখন কাটঅফ মার্ক ঘোষণা করবে তখনই কম নাম্বারের প্রার্থীরা বাদ পড়ে যাবে। তাই নাম্বারটা যেন উপরের দিকে থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। সফলতার পথে বাধা তো আসবেই, সেই বাধা অতিক্রমণেই সাফল্যের আনন্দ। আশা করা যায় ২০২৩-এও প্রচুর ছাত্রছাত্রী WBCS প্রিলি পরীক্ষায় সফল হবে এবং পরবর্তী পর্যায়ে তাদের আমরা দেখতে পাব।     

Optional Subject Selection for West Bengal Civil Services (WBCS)

How to choose the best scoring optional subject in the WBCS exam?

To increase your selection chances the important part of the West Bengal Civil Services (WBCS) Exam is choosing the best scoring optional subject wisely.

There are a few points that you should consider while choosing the optional subject for WBCS Exam.

  1. Understand the Syllabus: Before choosing the optional subject, once go through the syllabus of each optional subject. Identify the topics that you are comfortable with and have a good understanding of.
  2. Interest and Strengths: Consider your interest, strengths, background knowledge, and the availability of study materials.
  3. Time Management: Consider the time you have for preparation and choose a subject that you can manage effectively within the available time.
  4. Previous Year Papers: Research the past years' question papers and analyze the scoring trends for each optional subject.
  5. Coaching and Guidance: Assess whether you need coaching or guidance for the optional subject. Some subjects might require expert help to understand concepts and scoring strategies.

 

The Mains examination will comprise eight papers, out of which candidates will need to select two papers from a list of 37 subjects for the last two papers. As part of this selection, candidates will be able to choose one optional subject, and both optional papers will contain questions from the subject they have opted for.

 

Here is the list of WBCS Optional Subjects:

S. No. List of WBCS Optional Subjects
1 Bengali
2 Hindi
3 Sanskrit
4 English
5 Pali
6 Arabic
7 Persian
8 French
9 Urdu
10 Santali
11 Comparative Literature
12 Agriculture
13 Animal Husbandry and Veterinary Science
14 Anthropology
15 Botany
16 Chemistry
17 Civil - Engineering
18 Commerce and Accountancy
19 Computer Science
20 Economics
21 Electrical Engineering
22 Geography
23 Geology
24 History
25 Law
26 Mathematics
27 Management
28 Mechanical Engineering
29 Medical Science
30 Philosophy
31 Physiology
32 Physics
33 Political Science
34 Psychology
35 Sociology
36 Statistics
37 Zoology

 

WBCS Examination – Preparation Tips and Strategy

A structured and systematic approach is required for better preparation of the (WBCS) Prelims and Mains. WBCS preparation requires an organized study plan and understanding of the exam format, syllabus and type of questions asked in previous year examinations. Here in this blog we have covered the effective tips and strategy which will help you crack WBCS Examination in the first attempt. 

Step 1: Understand the WBCS Exam Pattern

First familiarise yourself with the WBCS exam pattern for both Prelims and Mains. 

Note: The exam pattern may change over time, so make sure to check the latest official notification.

WBCS Prelims Exam Preparation

  • For the Preliminary exam, focus on General Studies, including subjects like Current Affairs, Geography, Indian Polity, Science and Technology, and History.
  • Practice questions or MCQs from previous year's papers and give online mock tests to improve your time management and accuracy.

Total MCQs: 200 MCQs worth 200 marks

WBCS Mains Exam Preparation

  • Mains syllabus consists of 6 compulsory papers and 2 papers on one optional subject for only WBCS Group A and B posts.
    • Mains exam includes descriptive questions, so enhance your writing skills. Start practicing writing essays in order to improve. 
  • Concentrate on the optional subjects and General Studies papers, including various subjects like History, Geography, Political Science, etc. 

WBCS Personality Test

  • Candidate will be called for the personality test after clearing the WBCS mains exam
  • This test is conducted to know about candidates' personal qualities like alertness of mind, power of clear and logical exposition, intellectual and moral integrity, leadership, etc

 

Total marks for groups A and B post is 200.

Total marks for groups C and D post is 150.

 

Step 2: Make a Study Plan

Create a study plan that covers all the subjects and topics included in the WBCS syllabus. Allocate specific time slots for each subject and ensure a balanced approach.

 

Step 3: Revision

Regularly revise all the subjects and topics. Create short notes and flashcards to aid in quick revision.

 

Step 4: Stay Informed About Current Affairs

Stay updated on current affairs by reading newspapers, and magazines, and following reliable online sources. Focus on national and international events, government policies, and schemes.

 

Step 5: Previous Year Papers (PYQs) and Mock Tests

Make sure to give regular mock tests and solve previous year's question papers to get a feel of the actual exam. Aspirants can also join the test series for more practice. Analyse your performance in mock tests to identify weak areas and work on them.

 

Always keep in mind that it is important to start preparing early, revise your learnings according to a set schedule, and maintain good health so your brain works at its best. You need to be consistent in order to succeed.

RICE Talent Scholarship Test: এক নতুন সূচনার প্রতিশ্রুতি

২৬ নভেম্বর- দিনটা মনে আছে তো? পড়াশুনার এক নতুন আঙিনায় প্রবেশ করতে চলেছো তোমরা RICE Talent scholarship Test তথা RTST- র মাধ্যমে।  

আশা করা যায় তোমরা সবাই-ই RTST- র অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পূর্ণ করেছো। এবার অপেক্ষা মাত্র আর কয়েক ঘন্টার। RTST শিক্ষার্থীদের কাছে এক সুবর্ণ সুযোগ স্বরূপ। কারণ এই টেস্ট দেয় ৫০% পর্যন্ত স্কলারশিপ নিয়ে সরকারি চাকরি পাওয়ার অব্যর্থ লক্ষ্যে RICE থেকে প্রস্তুতি নেওয়ার দুর্দান্ত সুযোগ! 

পরীক্ষা হবে অনলাইনে, একাধিক শিফটে। লগ ইন করে ১ ঘন্টার মধ্যে ৫০টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেকটি প্রশ্নের মান ১। কিন্তু চিন্তার কোন কারণ নেই- প্রশ্ন একদমই মাধ্যমিক স্তরের এবং মাল্টিপল চয়েসের এই প্রশ্নগুলিতে কোন নেগেটিভ মার্কিং নেই। সকলের সুবিধার জন্য আরও একবার জানিয়ে রাখা হল এখানে নাম্বার ডিভিশনটা এরকম- ইংরেজিতে ১০, অঙ্কে  ১৫, জেনারেল ইন্টেলিজেন্স ও রিজনিং-এ ৫, এবং জেনারেল নলেজ ও কারেন্ট অ্যাফেয়ার্সে ২০। সর্বমোট ৫০ নম্বরের ৫০টি প্রশ্ন থাকবে। 

একা একা পড়ে বারংবার ব্যর্থতার মুখ দেখে লাভ নেই বরং নিখুঁত প্রস্তুতি নিয়ে একাধিক সরকারি চাকরির সুযোগ পেয়ে সেরা সুযোগটাকে কেড়ে নিতে হবে- প্রতিযোগিতামূলক ক্ষেত্রের এটাই নিয়ম। তাই সরকারি চাকরির লক্ষ্যে অবিচল থেকে প্রস্তুতি নিতে হবে সেরার সেরা প্রতিষ্ঠান RICE Education থেকে। এখানে পড়ার এবং স্বপ্ন সফল করার প্রথম পদক্ষেপটি হল এই RTST পরীক্ষা। এটা সকল শিক্ষার্থীকে সুযোগ দেয় নিজের সাধ্য অনুযায়ী স্কলারশিপ জিতে নেওয়ার।  

সুতরাং ছাত্রছাত্রীরা ২৬ নভেম্বরের সূর্য উঠবে তোমাদের জন্য এক নতুন প্রতিশ্রুতির আলো নিয়ে। মাথা ঠান্ডা রাখবে, উত্তর করার আগে মন দিয়ে প্রশ্ন পড়বে, এবং একটা প্রশ্নও ছাড়বে না। বারবার নয়- একবার, কে বলতে পারে এই একবারেই হয়তো তোমার উজ্জ্বল ভবিষ্যতের দরজাটা খুলে যেতে পারে!      

 

RICE Talent Scholarship Test : স্বপ্নপূরণের লক্ষ্যে প্রথম পদক্ষেপ

RTST হল RICE Talent scholarship Test। এই টেস্টটির মাধ্যমে ছাত্রছাত্রীরা পেয়ে যেতে পারে RICE-এর যে কোন কোর্স ফিসের উপরে ৫০% পর্যন্ত ছাড়। RICE RTST হল একটি মাধ্যম যার দ্বারা কোন শিক্ষার্থী তার সরকারি চাকরি পাওয়ার স্বপ্নপূরণের লক্ষ্যে দুই পা এগিয়ে যেতে পারে। কিভাবে? প্রথমত সরকারি চাকরি পেতে গেলে যে বিষয়গুলো পড়তে হয়, সেই মাধ্যমিক স্তরের অঙ্ক, জেনারেল নলেজের উপর ভিত্তি করেই এই পরীক্ষা হবে খুবই সহজ কিছু প্রশ্নের মধ্যে দিয়ে। সুতরাং এই পরীক্ষাটির প্রস্তুতি নিতে নিতেই প্রাথমিকভাবে পড়াশুনাগুলো একবার ঝালিয়ে নেওয়া হবে চাকরির পরীক্ষার লক্ষ্যে। দ্বিতীয়ত, এই পরীক্ষায় রেজাল্ট অনুযায়ী পাওয়া যাবে RICE Education-এর বিভিন্ন কোর্সে ভর্তির উপর ছাড়। অর্থাৎ, সরকারি চাকরির প্রস্তুতি নিশ্চিত হবে সেরা প্রতিষ্ঠানের সেরা শিক্ষকদের কাছে। 

  1. RICE RTST;  পরীক্ষার খুঁটিনাটি 

RICE RTST সম্পূর্ণ একটি অনলাইন টেস্ট, এখানে ১ ঘন্টা সময়সীমায় ৫০টি প্রশ্নের উত্তর করতে হয়। MCQ ধরণের এই প্রশ্নগুলোর প্রত্যেকটির মান ১। এখানে একদম মাধ্যমিক স্তরের অঙ্ক, ইংরেজি, জেনারেল ইন্টেলিজেন্স এবং জেনারেল নলেজ ও কারেন্ট অ্যাফেয়ার্সের উপর পরীক্ষা নেওয়া হয়। ইংরেজি থেকে ১০টি, অঙ্ক থেকে ১৫টি, জেনারেল ইন্টেলিজেন্স ও রিজনিং থেকে ৫টি, এবং জেনারেল নলেজ ও কারেন্ট অ্যাফেয়ার্সের থেকে ২০টি করে মোট ৫০ নম্বরের ৫০টি প্রশ্নের উত্তর দিতে হয়। এ বছরের RICE RTST অনুষ্ঠিত হতে চলেছে ২৬ নভেম্বর ২০২৩ সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত বিভিন্ন স্লটে। রেজাল্ট ঘোষিত হবে ২৮ নভেম্বর ২০২৩। যারা উচ্চমাধ্যমিক পাশ করার পর কলেজে পড়ছে বা যে কোন শাখা থেকে গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেছে তারা প্রত্যেকে RICE RTST দেওয়ার জন্য যোগ্য। এই পরীক্ষা দেওয়ার জন্য কোন রেজিস্ট্রেশন ফি নেই- শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে এই মেধা পরীক্ষা আর্থসামাজিক দিক থেকে পিছিয়ে থাকা ছাত্রছাত্রীদেরও যোগ্য জীবিকার ক্ষেত্রে পৌঁছে দিতে অঙ্গীকারবদ্ধ। টেস্টটি দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করতে হবে www.ricesmart.in/rtst এই লিঙ্কে গিয়ে,  বিশদে জানতে ফোন করতে হবে  62921 90230 নম্বরে।  

  1. RICE RTST;  ছাত্রছাত্রীদের উৎসাহিত করে  

RICE RTST ছাত্রছাত্রীদের উৎসাহিত করে সরকারি চাকরির প্রস্তুতি নিতে, কারণ এই টেস্টের রেজাল্টের ভিত্তিতে পাওয়া যেতে পারে RICE -এর অফলাইন, অনলাইন, ইন্টিগ্রেটেড কোর্স যেকোন ধরণের কোর্স ফির উপর ৫০% পর্যন্ত মেগা ছাড়। স্বপ্নপূরণের এই তো শুরু, অসংখ্য শিক্ষার্থীর কাছে RICE -এ পড়তে পারা এবং এখান থেকে প্রস্তুতি নিয়ে সরকারি চাকরির পরীক্ষা দেওয়া এক স্বপ্নস্বরূপ। এবং RICE Education-ও দায়িত্ব নিয়ে সাফল্যের দোরগোড়ায় তাদের পৌঁছে দিয়েছে—১.৫ লক্ষের বেশী ছাত্রছাত্রীর বিভিন্ন কেন্দ্রীয় ও রাজ্য সরকারি পদে বহাল থাকা এই সাফল্যকে প্রমাণ করে। এরপর তো আছেই ৩৮ বছরের ঐতিহ্যসম্পন্ন প্রতিষ্ঠানটির অভিজ্ঞ শিক্ষকদের কাছে পড়ার সুফল, RICE -এর স্টাডি মেটেরিয়ালের সুদৃঢ় সমর্থন। ২০২২ সালে একাধিক শিক্ষার্থী এই পরীক্ষায় ভালো রেজাল্ট করে সম্পূর্ণ ৫০% স্কলারশিপ জিতে নিয়েছিল, এবং আজ তারা RICE –এর বিভিন্ন শাখায় সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। এমন উদাহরণও আছে যে, স্কলারশিপ পেয়েই RICE Education-এ ভর্তি হয়েছিল এবং সম্মানজনক সরকারি পদে অধিষ্ঠিত হওয়ার পর RICE-এ শুরু করার কথা সেই ছাত্র তার নিজ মুখে বলেছে। সুতরাং RICE RTST তে বসে একবার নিজেকে যাচাই করেও নেওয়া যেতে পারে যে কোথায় কোথায় কমতি বা খামতি থেকে যাচ্ছে। 

  1. RICE RTST; এবার পরীক্ষায় বসতেই হবে 

সামনেই আসছে একাধিক সরকারি চাকরির পরীক্ষা, স্টাফ সিলেকশন কমিশন ইতিমধ্যেই ২০২৪-২০২৫ আর্থিক বর্ষে CGL CHSL সহ ১২টি পরীক্ষার রেজিস্ট্রেশন, পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করে দিয়েছে। পাশাপাশি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনও Clerkship, Miscellaneous, Food SI ইত্যাদি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তাছাড়াও পশ্চিমবঙ্গ পুলিশ এবং কোলকাতা পুলিশে বিপুল পরিমান নিয়োগ হতে চলেছে। তাহলে আর হাত গুটিয়ে বসে থাকা কেন? জীবনে যদি মর্যাদার সঙ্গে সুপ্রতিষ্ঠিত হতে হয় তাহলে আজই সিদ্ধান্ত নেওয়ার দিন। RICE RTST-তে ভালো রেজাল্ট দিয়ে শুরু হোক এই অভিযান। যদি কোন শিক্ষার্থীর মনে দ্বিধা থাকে যে, কোন  বিষয়ে হয়তো সে দুর্বল আর এই দুর্বলতার কারণে সে সরকারী চাকরির পরীক্ষায় বসতে ভয় পায়! তাহলে তার এক্ষুনি RICE RTST-তে বসা উচিত, কারণ একমাত্র RICE Methodology –ই পারে তার দুর্বলতাকে দক্ষতায় বদলে দিতে। কাজেই, বোঝা যাচ্ছে উদীয়মান তরুণ প্রজন্মের জন্য RICE RTST একটি সুযোগ নিজেকে প্রমাণ করবার, একটি সুবিধা RICE Education-এ ভর্তি হওয়ার এবং একটি উপায় তার স্বপ্নকে সার্থক করবার।   

Things to know before enrolling for a WBCS Coaching

Clearing the West Bengal Civil Service (WBCS) examination requires undivided focus and thorough preparation. Many aspirants enroll for WBCS coaching programmes in order to enhance their success probability. However, before taking this decision, it is essential to consider some factors. Here's a straightforward guide to help you decide whether a WBCS coaching program is right for you: 

  1. Institute's Credibility: The initial point of your WBCS journey is very crucial. Make sure to investigate the credibility of your chosen coaching institute. Check the number of successful WBCS candidates who have qualified the exam with the help of their guidance. This will help you understand the reputation of the coaching Institute that you have chosen. 
  2. Comprehensive Courses: Ensure that the coaching you are opting for covers all subjects and topics. It should be a comprehensive package designed to prepare you thoroughly.
  3. Expert Teachers: Teachers play a crucial role in the preparation of competitive examinations like WBCS. Teachers with experience have the capacity to make students understand complex topics in a very simple manner. This is why before joining a coaching program for your WBCS preparation, it is essential to review the educational qualifications and teaching credentials of the faculty members of the coaching. 
  4. Quality Study Material: Top quality study material is essential for the preparation of WBCS. Make sure the coaching provides up-to-date and organized study materials to prepare you better for the exam. 
  5. Mock Tests and Practice: Practice sharpens skills and it helps to access your performance level. This is why before enrolling for the coaching, check if they include regular mock tests and practice questions or not.  
  6. Personalised Learning: One size does not fit all. This is why one should  seek coaching that offers small batches or one-to-one doubt-clearing sessions. Remember that personalised attention can make a big difference.
  7. Learning Environment: A conducive environment can boost your concentration and productivity. Hence visit the coaching center before enrolling and check if the they have the suitable environment or not.
  8. Flexible Schedule: Students always prefer coaching that offers flexible timings. This is because it helps them attend classes as per their preferred time and allows them to invest more time for self study. Therefore, it is better to opt for coaching that has a flexible schedule. 
  9. Success Stories: Numbers speak. Inquire about their recent successes. A high success rate indicates that it is a reputed coaching and have helped in building the career of many students in the Govt. Sector. So it will be a wise decision to choose such an institute. 
  10. Extra Support: Learning is not confined to classes. Explore if the coaching offers additional support, like doubt-solving sessions, mentoring, or online resources. These plays a major role in enhancing the preparation of a candidate for the WBCS Exam. 
  11. Easy Access: Location is practicality. Therefore choose a coaching centre that is easy to reach. Remember that minimizing your travel hassles will also help you in concentrating on your studies more. 

Enrolling in a WBCS coaching program is like having a supportive partner on your WBCS journey. Though your determination and effort are the steering wheel, still coaching can light up the path, guide you toward success. Make a wise choice. Join the WBCS institute that can guide you in the best possible manner and set you forth on your voyage to WBCS victory. Remember, your success story is waiting to be written!

Starting Your WBCS Exam Preparation: The Road to Success

Dreaming of a career in the civil service is a noble goal. However, a common question arises as you gear up for this prestigious challenge, "When is the best time to start preparing for the WBCS exam?" This blog will offer you a practical insight about the right time to start the preparation and the key factors that will lead you to success.

The Benefits of an Early Start: Starting your WBCS exam preparation early is a smart strategy. The vast syllabus and tough competition demand a solid grasp over the topics and plenty of practice. You can give yourself the luxury of delving deeply into each subject, understanding intricate details, and revisiting the material multiple times, by starting the preparation ahead of time. 

Mastering the Syllabus: Familiarise yourself with the WBCS exam syllabus, go through the topics and exam pattern. Understanding the syllabus properly will help you allocate time to each subject and topic efficiently. A clear understanding of the syllabus empowers you to set achievable goals and milestones for your preparation.

Assessing Your Starting Point: Self-assessment is a crucial step before starting your exam preparation. Make sure to evaluate your current knowledge and skills related to the WBCS exam subjects. Always keep in mind that identifying your strengths and weaknesses will allow you to make a proper study plan.  This will help you concentrate more on areas that require improvement while leveraging your existing strengths.

Time Management: Managing WBCS exam preparation along with other responsibilities, such as work or college can be really challenging. Examining your daily schedule and managing time will help you to allocate a particular set of hours for your WBCS preparation every day. Remember that Consistency is Key, even dedicating a few hours each day can lead to significant progress over time.

Consistency: Maintaining consistency is paramount for efficient exam preparation. Initiating your study schedule early gives you the benefit of distributing your study time, thereby lessening the necessity for last-minute cram sessions. Consistent studying contributes positively to your understanding of topics and uplifts your capacity to retain knowledge.

Mock Tests and Practice: Incorporating mock tests and practice sessions into your routine is a smart move. These provide valuable insights into the types of questions, time management, and overall difficulty level of the exam. 

The Art of Revision: Strengthening Your Knowledge: Dedicated revision becomes essential as the WBCS exam date approaches. Starting the preparation early will provide you time for multiple revision cycles. Each revision cycle reinforces your grasp over key concepts, boosts your confidence, and ensures that you are well-prepared to face the exam with confidence.

Guidance Matters: Guidance matters a lot in the preparation of Examination like WBCS. The right WBCS Coaching with their experienced faculties will help you prepare with the right strategies. In addition to this, their study material will also help you prepare better for the examination. Starting early with these resources is a great idea.

 In conclusion, the right time to start preparing for the WBCS exam is a personal decision. However, starting your preparation early offer certain advantages – it gives you ample time for comprehensive learning, consistent practice, and thorough revision. 

You can create a well-structured preparation plan that propels you towards success evaluating your skills.  Remember, success is not just about when you are starting; it's about dedication, consistency, and determination. Therefore, start early, stay committed, and witness your WBCS dream transform into a triumphant reality.

What are the changes required in the approach with the Evolving UPSC exam pattern? -PART 2

Hello UPSC aspirants…!!!!!!!! 

I hope as the exams are getting closer with every passing day your preparation has been on track simultaneously. 

In the first blog we were looked into certain myths created around UPSC preparation and we redefined the truth around it. 

 

The question regarding the increasing toughness of the CSAT paper still needs to be addressed…!!How we can approach it? Do we need to start preparing for CAT level math now? Is UPSC being unfair to the humanities students? How do one with a humanities background approach CSAT? 

  

This were certain questions which were lefty unanswered in our previous blog which I would like to unfold along the course of this blog and focus on some other changing aspects of the examination. 

 

One of the most horrifying changes for aspirants those who appeared in preliminary exam of 2023 was the increasing toughness of the qualifying paper yes..!! the CSAT. There were many statements from the aspirant community defining paper on lines of CAT exam…!! In fact students went to the highest judiciary our Supreme court and filed petition against toughness level of the CSAT paper. However, UPSC claimed the questions were solvable by any one with good basic numeracy of class 10th level. 

As aspirants one things should be clear to you that you have to prepare now as per the changing trends. You can’t keep complaining. Adapt to the change because your end goal is to become an OFFICER…!!Right? 

 

 

Now how do we do that? So, lets come up with a plan for this and proceed in a step by step manner. 

  • Now you can no more prepare CSAT within a time span of 2-3 months. It has to be a yearlong process. 
  • Practice ..Practice and Practice..!!! That’s the only way to increase your efficiency. 
  • For comprehension the only source is to practice is previous year question paper of UPSC. Nothing else can measure its standard. Reading habit inculcation is very important aspect to solve comprehension. (As insisted earlier you can start newspaper reading religiously for this purpose). 
  • The questions of quantitative aptitude were something that came as a shock. Now you need to analyze the changing pattern the questions were mostly from statement based (data sufficiency), number system(look at picture below) and lastly increasing questions from intermixing of topics together. We also notice less question from profit & loss, percentage, Time & work etc. But remember you never know when UPSC can turn back to these topics so they have to be prepared. 
  • For increasing speed you can remember some key tables (2-25), squares (2-25), cubes (1-15), prime number (1-100) etc.. on your tips and revisit them daily. 
  • There is no need to prepare from CAT materials. Both exams are of different levels DON’T LISTEN THE HUE AND CRY. 
  • For Humanities student you can do some questions on a regular basis that will make it easier for you later on and also get your basics correct before you get into complex questions. 

I hope this blog was useful. Thank you.

You can read the previous blog from the link attached below: - 

https://www.ricesmart.in/what-are-the-changes-required-in-the-approach-with-the-evolving-upsc-exam-pattern-part-1/

 

 

 

 

 

 

উৎসবের আনন্দের পাশাপাশি চলুক পরীক্ষার প্রস্তুতি

“আশ্বিনে নব আনন্দ, উৎসব নব।” এই উৎসব বাঙালীর প্রাণের উৎসব, উজ্জ্বলতার উৎসব! সারা বছর যে আনন্দমুখরতার জন্য উন্মুখ হয়ে থাকে বাংলার মানুষ সেই দুর্গাপূজা আজ আমাদের দুয়ারে। পুজোর কেনাকাটা, অষ্টমীর অঞ্জলি, নতুন জামাকাপড়ের গন্ধ, বন্ধুদের সঙ্গে আড্ডা, প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে ঠাকুর দেখা সেইসঙ্গে পেটপুজো… পুজোর আনন্দের কথা বলে শেষ করা যাবে না। তবে এই আনন্দের স্রোতে গা ভাসিয়ে পরীক্ষার কথা কিন্তু সম্পূর্ণ বিস্মৃত হওয়া চলবে না। কারণ, স্কুল-কলেজের দিনগুলো কাটিয়ে এসে এখন জীবনে প্রতিষ্ঠা পাওয়ার লড়াই- এই সময়টাই জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত!    

  • কঠিন কেন? 

প্রথমত, চাকরির পরীক্ষার পড়াশুনা প্রথাগত পড়াশুনার চেয়ে অনেক বেশি মনযোগ দাবি করে। কারণ চাকরির পরীক্ষার পড়াশুনা অনেক বেশি গভীর- অনেক বেশি বিষয়ে পারদর্শীতা অর্জন করতে হয়। নিজেকে দক্ষ করে তুলতে হয় নির্দিষ্ট সময়ের মধ্যে সঠিক উত্তর দেওয়ায়। ভুল করে শেখার কোন জায়গা নেই এখানে। প্রস্তুতিতে ঢিলে দেওয়ার বা এড়িয়ে চলার অর্থ নিজের লক্ষ্যকেই অগ্রাহ্য করা। এখন জীবনের সেই পর্ব যখন কেউ তোমাকে ধরেবেঁধে পড়াতে বসাবে না, নেই কোন চোখরাঙানির ভয়। আসলে এই হল সময় নিজেকে কঠিন অনুশাসনে বাঁধার, আত্মনিয়ন্ত্রণের। ‘তপস্যা’র অন্য অর্থ যদি হয় কৃচ্ছসাধন তবে একনিষ্ঠ পড়াশুনাই হচ্ছে ছাত্রদের তপস্যা— ‘ছাত্রানাং অধ্যয়নং তপঃ’!  

  • সামনে আছে যেসব পরীক্ষাঃ 

সবার প্রথমে উল্লেখ করতে হয় সেইসব পরীক্ষার কথা যেগুলোর ফর্মফিলাপ ইতিমধ্যে হয়ে গেছে! যেমন, West Bengal Public Service Commission-এর অধীনে Food SI পদে ২০২৩ সালের নিয়োগের জন্য ফর্ম ফিল আপ হয়ে গেছে সেপ্টেম্বর মাসেই। সুতরাং যারা এই পরীক্ষাটির জন্য আবেদন করেছো তাদের শিয়রে সংক্রান্তি, প্রস্তুতিতে এতটুকু ঢিলে দেওয়ার যো নেই। আবার ডিসেম্বর মাসেই অনুষ্ঠিত হতে চলেছে WBTET পরীক্ষা। রাজ্যের বহু শিক্ষার্থী এই পরীক্ষাটির জন্য অপেক্ষা করে থাকে। পরীক্ষাটি যথেষ্ট কঠিন এবং এর প্রস্তুতিও হওয়া উচিত ততটাই নিখুঁত। আছে WBPSC Miscellaneous-এর প্রিলিমিনারি পরীক্ষা, যার আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে ৫ অক্টোবর ২০২৩ থেকে।  PSC Clerkship পরীক্ষার নোটিফিকেশন প্রকাশিত হয়েছে, আবার স্টাফ সিলেকশন কমিশনের GD Constable–এর শূন্যপদের বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়েছে। ৪৫২৮৪টি শূন্যপদে নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হবে ২৪ নভেম্বর ২০২৩ থেকে। সচরাচর আমাদের কানে আসে ‘সরকারি চাকরি আর কোথায়’ এই ধরণের হতাশাব্যঞ্জক কথা। অথচ বিজ্ঞপ্তি তো নিয়মিত প্রকাশিত হয়! পরীক্ষা মানেই একটা সুযোগ। আর নিশ্চিন্ত জীবনের হাতছানি দেওয়া এমন সুযোগকে কোনভাবেই হেলায় হারানো চলে না। 

  1. তবে কি পুজো কাটবে একাকীত্বে? 

পুজোর মুখে পরীক্ষার বিজ্ঞপ্তি আশার আলো- মনখারাপের কারণ নয়! সবার প্রথমে মনকে বোঝাতে হবে ‘আমি একা নই, আমার মত আমার বয়সী কয়েক লক্ষ যুবক-যুবতী প্রস্তুত হচ্ছে পরীক্ষা দেওয়ার জন্য’। এ তো আরও এক মহোৎসব! কেবলমাত্র যোগ্য ও উচ্চাকাঙ্ক্ষীরাই এই মহোৎসবে শামিল হতে পারে! সুতরাং মনখারাপ নয় বরং এই বিচ্ছিন্নতাকে গ্রহণ করতে হবে দেবী সরস্বতীর প্রসাদ রূপে। পড়াশুনায় ছেদ পড়তে দেওয়া যাবে না। ঠাকুর দেখা তো থাকছেই, না হয় দিনের বেলা পড়াটা করে নিয়ে রাত্রে প্যান্ডেলে ঘোরা হল। নাহয় এবছর বন্ধুদের সঙ্গে আড্ডাটা বিজয়া দশমীর দিনে বাড়িতেই সারা গেল। পড়াশোনা একটানা নাহয় নাই বা হল, বিরতিও মাঝে মধ্যে মনযোগকে একাগ্র করে তোলে। কিন্তু আনন্দের জোয়ারে বয়ে যাওয়া চলবে না, বইখাতা শিকেয় তুলে রাখা চলবে না। প্রত্যেক দিনের প্রস্তুতির রুটিন বজায় রাখতে হবে, নইলে পুজো চলে গেলেও আলস্যের রেশ কাটবে না বহুদিন।  

                    এসবই ছোট ছোট টীপস্‌ উৎসবের দিনগুলিতে পড়াশুনার সংস্পর্শ বজায় রাখার জন্য। এবছরের প্রার্থনা হোক নিজের যোগ্যতাকে যেন সঠিক মর্যাদা দিতে পারি আমরা। পুজোর অর্থই বা কি কাজী নজরুলের ভাষায়- ‘এই পূজাবিলাস সংহার করো যদি পুত্র শক্তি নাহি পায়’। শুধু ‘পুত্র’ই নয়- মায়ের কাছে আমাদের প্রার্থনা তোমার পুত্র-কন্যা সকলেই হোক আত্মশক্তিতে শক্তিশালী, নিজ যোগ্যতায় জীবনে সুপ্রতিষ্ঠিত- ‘মাগো, চিন্ময়ী রূপ ধরে আয়…’