IBPS-এ নিয়োগ প্রক্রিয়া শুরু ১১টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক সরকার সমর্থিত এবং ব্যাপক সুযোগ-সুবিধাসহ একটি স্থিতিশীল ও সম্মানজনক কর্মক্ষেত্র। বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের একাধিক পদে চাকরি পেতে হলে বসতেই হবে IBPS পরীক্ষায়। শুরু হতে চলেছে দেশের ১১টি ব্যাঙ্কে ২০২৪-২৫ অর্থবর্ষের জন্য ৩০৪৯টি শূন্যপদে প্রোবেশনারি অফিসার তথা ম্যানেজমেন্ট ট্রেনি নিয়োগ প্রক্রিয়া তথা IBPS CRP PO/ MT- 13।

এতে অংশগ্রহণকারী ১১টি ব্যাঙ্ক হল – ব্যাঙ্ক অফ বরোদা, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, কানাড়া ব্যাঙ্ক, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যাঙ্ক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক, ইউকো ব্যাঙ্ক এবং ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

প্রোবেশনারি অফিসার বা ম্যানেজমেন্ট ট্রেনি ছাড়াও IBPS-এর মাধ্যমেই উল্লিখিত ১১টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ২০২৪- ২৫ অর্থবর্ষে বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞ আধিকারিক তথা স্পেশালিস্ট অফিসার নিয়োগে ১৪০টি শূন্যপদে প্রার্থীবাছাইয়ের জন্য অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়েছে। পরীক্ষার নাম IBPS CRP SPL-13। যে সমস্ত ক্ষেত্রে স্পেশালিস্ট স্কেল ১ অফিসার নিয়োগ হবে, সেগুলি হল— আইটি অফিসার, এগ্রিকালচারাল ফিল্ড অফিসার, রাজভাষা অধিকারী, ল অফিসার, এইচ.আর/ পার্সেনেল অফিসার এবং মার্কেটিং অফিসার।

  • যোগ্যতা

IBPS CRP PO/ MT- 13 পরীক্ষায় বসার জন্য আবেদন করতে হলে প্রার্থীকে যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের থেকে গ্র্যাজুয়েট হতে হবে। পিসিকালচার, এগ্রিকালচারাল মার্কেটিং অ্যান্ড কোঅপারেশন, ইনফরমেশন টেকনোলজি, ম্যানেজমেন্ট, আইন, অর্থনীতি, বা অ্যাকাউন্ট্যান্সিতে ডিগ্রিধারী প্রার্থীদের IBPS CRP SPL-13 পরীক্ষা দিয়ে স্পেশালিস্ট স্কেল ১ অফিসার নিয়োগের ক্ষেত্রে (ম্যানেজমেন্টের প্রযোজ্য ক্ষেত্রে এমবিএ কিংবা পিজিডিবিএম) অগ্রাধিকার দেওয়া হবে। বিশদ শিক্ষাগত যোগ্যতা  IBPS-এর ওয়েবসাইটে দেওয়া আছে।

  • বয়সসীমা

১ অগস্ট, ২০২৩ তারিখের নিরিখে প্রার্থীর বয়স হতে হবে ২০ বছরের উপরে কিংবা ৩০ বছরের নিচে। সেক্ষেত্রে আবেদনকারীর জন্মতারিখ হওয়া উচিত ০২.০৮.১৯৯৩ থেকে ০১.০৮.২০০৩-এর মধ্যে। বয়সের ঊর্ধ্বসীমায় সরকারি নিয়মানুসারে তফসিলি জাতি ৫ বছর, ওবিসি ৩ বছর এবং প্রতিবন্ধীরা ১০ বছরের ছাড় পাবেন।

IBPS CRP SPL-13 পরীক্ষা দিয়ে স্পেশালিস্ট স্কেল ১ অফিসার বাছাইয়ে ক্ষেত্রেও বয়সসীমা ১ আগস্ট, ২০২৩-এর নিরিখে ২০ থেকে ৩০ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণিভুক্তরা সরকারি নিয়মানুসার বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

  • বাছাই প্রক্রিয়া

IBPS CRP PO/ MT- 13 পরীক্ষাটির তিনটি পর্যায়। প্রথম পর্যায় প্রিলিমিনারি, যা আসলে কেবলমাত্র যোগ্যতা নির্ধারক। তার পর মেইন এবং একদম চূড়ান্ত পর্বে ইন্টারভিউ। দুটি লিখিত পরীক্ষাই সর্বভারতীয় স্তরে অনলাইন পদ্ধতিতে নেওয়া হবে। চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরে প্রিলিমিনারি হতে পারে বলে আশা করা যায়। মেইন পরীক্ষা হওয়ার সম্ভাবনা নভেম্বর মাসে। সেক্ষেত্রে, ইন্টারভিউ ২০২৪ সালের জানুয়ারি- ফেব্রুয়ারিতে হওয়ার সম্ভাবনা আছে।

স্পেশালিস্ট স্কেল ১ অফিসার প্রার্থী বাছাইয়েও তিনটি পর্যায়— প্রিলিমস, মেইন এবং ইন্টারভিউ। চলতি বছরের ৩০ ও ৩১ ডিসেম্বর প্রিলিমস, 28 জানুয়ারি, ২০২৪ মেইন এবং আগামী বছরের ফেব্রুয়ারি- মার্চ মাসে ইন্টারভিউ আয়োজিত হওয়ার সম্ভাবনা আছে।

  • পরীক্ষার প্যাটার্ন

সর্বপ্রথম প্রিলিনস পরীক্ষা ৬০ মিনিটের যেখানে ১০০টি মাল্টিপল চয়েস প্রশ্নের উত্তর করতে হবে। এখানে ইংলিশ ল্যাঙ্গোয়েজ থেকে ৩০টি প্রশ্ন, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড থেকে  ৩৫টি প্রশ্ন এবং রিজনিং এবিলিটি থেকে ৩৫টি প্রশ্নের বিষয়ভিত্তিক বিভাজন থাকে। প্রতিটি প্রশ্নের মান ১ এবং প্রতিটি ভুল উত্তরে ০.২৫ নম্বর নেগেটিভ মার্কিং আছে। প্রিলিমসে একজন পরীক্ষার্থীকে প্রতিটি বিষয়ে আলাদাভাবে কাট অফ মার্ক স্কোর করতে হবে, তবেই মেন পরীক্ষায় বসার ছাড়পত্র মিলবে। প্রিলিমস পরীক্ষার সর্বভারতীয় পরীক্ষাকেন্দ্রগুলির মধ্যে পশ্চিমবঙ্গের কেন্দ্রগুলি হল—হুগলি, হাওড়া, কল্যাণী, বৃহত্তর কলকাতা, আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, পশ্চিম মেদিনীপুর এবং শিলিগুড়ি।

যেসব প্রার্থীরা প্রিলিমসে পাস করবে কেবল তারাই বসতে পারবে মেইন পরীক্ষায়, যার পূর্ণমান ২০০ এবং মেয়াদ ৩ ঘণ্টা ৩০ মিনিট। মেইনসের বিষয় বিভাজন এরকম: রিজনিং অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউড থেকে ৪৫টি প্রশ্ন-  ৬০ মিনিট, ইংলিশ ল্যাঙ্গোয়েজ ৩৫টি প্রশ্ন- ৪০ মিনিট, জেনারেল ইকনমি / ব্যাঙ্কিং অ্যাওয়ারনেস ৪০টি প্রশ্ন- ৩৫ মিনিট, ডেটা অ্যানালিসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন ৩৫টি প্রশ্ন- ৪৫ মিনিট। প্রতিটি প্রশ্নের মান ১ এবং এখানেও প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর নেগেটিভ মার্কিং আছে। এর সঙ্গেই থাকবে আরও ২৫ নম্বরের ইংলিশ ল্যাঙ্গোয়েজে লেটার এবং এসে রাইটিং যার জন্য বরাদ্দ সময় ৩০ মিনিট। আগের মত এই মেইন সেকশনেও উত্তীর্ণ হিসেবে বিবেচিত হতে গেলে একজন পরীক্ষার্থীকে প্রতিটি বিষয়ে আলাদাভাবে কাট অব মার্ক বা তার বেশি নম্বর পেতে হবে।

উপরিউক্ত শর্তগুলি পূরণ করে উত্তীর্ণ হিসেবে বিবেচিত প্রার্থীদের মেধাতালিকা তৈরি করা হবে কেবলমাত্র মেন পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে। মেধাতালিকাভুক্ত প্রার্থীদের ক্যাটেগরি অনুযায়ী ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। ইন্টারভিউর পূর্ণমান ১০০ নম্বর। এখানে একজন প্রার্থীকে কমপক্ষে ৪০% (সংরক্ষিত ক্যাটেগরিভুক্তদের ক্ষেত্রে কমপক্ষে ৩৫%) নম্বর পেতে হবে। মেইন পরীক্ষায় পাওয়া নম্বর এবং ইন্টারভিউতে পাওয়া নম্বর ৮০: ২০ অনুপাতে বিচার করে চূড়ান্ত মেধাতালিকা তৈরি করা হবে। CRP PO/ MT- 13-র স্কোর কার্ড বৈধ থাকবে ৩১ মার্চ, ২০২৫ পর্যন্ত।

  • আবেদন প্রক্রিয়া

আবেদন করতে হবে www.ibps.in ওয়েবসাইটের মাধ্যমে। প্রার্থীর সাম্প্রতিক পাসপোর্ট মাপের রঙিন ছবি এবং অক্ষর নির্ধারিত ফরম্যাট ও সাইজে (ছবি: ২,০০×২৩০ পিক্সেল, ২০-৫০ কেবি; স্বাক্ষর: ১৪×৬০ পিক্সেল, ১০-২০ কেবি; বাম হাতের বুড়ো আঙুলের ছাপ: ২৪০×২৪০ পিক্সেল, ২০-৫০ কেবি, নিজের হাতে লেখা নির্ধারিত বয়ানে ঘোষণাপত্র বা ডিক্লারেশন: ৮০০×৪০০ পিক্সেল, ৫০-১০০ কেবি) স্ক্যান করে রাখতে হবে। প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি এবং চালু মোবাইল নম্বর থাকা আবশ্যক।

রেজিস্ট্রেশনের শেষ তারিখ ২১ আগস্ট। পরীক্ষার ফি ৮৫০ টাকা। সংরক্ষিত তালিকাভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে পরীক্ষার ফি ১৭৫ টাকা। বিশদে জানতে IBPS-এর ওয়েবসাইটে লগ ইন করতে হবে।