RICE Residential (আবাসিক)

“ছাত্রানাং অধ্যয়নং তপ” এই মূলমন্ত্র নিয়ে যদি কোন শিক্ষার্থী জীবনপণ করতে পারে তবে RICE Residential program তারই জন্য। এটি তাকে সাফল্যের চৌকাঠ পার করে দেবেই—সেই বিশ্বাস থেকেই RICE Education-এর এই সর্বোচ্চ কার্যক্রম। RICE Education-এর কাছে শিক্ষার্থীরাই অগ্রগণ্য। তাদের উজ্জ্বল এবং সফল ভবিষ্যতের জন্য অত্যন্ত সযত্ন ও সর্বোচ্চ মানের প্রশিক্ষণ প্রয়োজন। আর সেই শিক্ষাকে একাগ্রভাবে গ্রহণ করার জন্য প্রয়োজন নিরবিচ্ছিন্ন পড়াশোনার পরিবেশ- যা গুরুগৃহে থেকে বিদ্যার্জনের প্রাচীন ভারতীয় ঐতিহ্যকে স্মরণ করায়, RICE Residential তেমনই উচ্চপরিকল্পনার ফসল।

RICE Residential- এ বিভিন্ন Competitive পরীক্ষার প্রস্তুতি PSC এবং WBCS-এর মতো রাজ্য সরকারি চাকরির পরীক্ষা যেমন কঠিন তেমনি তাতে প্রভূত সুযোগ- সুবিধা আছে। একইভাবে কেন্দ্রীয় সরকার পরিচালিত CGL এবং CHSL-এর মতো চাকরিতেও সুযোগসুবিধা অনেক বেশি। সুতরাং প্রস্তুতির জন্য চাই একাধারে মেধা ও নিষ্ঠা। RICE-এর প্রতিশ্রুতি এই যে RICE Residential program-এ কেবল দুটি মাত্র বছরের সংযম, একাগ্রতা যদি শিক্ষাব্রতের মত পালন করতে পারে কোন শিক্ষার্থী তবে তাকে সাফল্যের সন্তুষ্টি এনে দেবেই দেবে RICE Education।

RICE-এর সূক্ষ্ম নির্বাচন প্রক্রিয়া শুধুমাত্র মেধা ও শ্রেষ্ঠত্বকে তুলে ধরে না, বরং আগামীকালের সবচেয়ে উজ্জ্বল, উচ্চাকাঙ্ক্ষী তরুণ নক্ষত্রকে খুঁজে নিয়ে তাকে কঠোর পরিশ্রম ও প্রশিক্ষণ দ্বারা রাজ্য Civil Service-এর পাশাপাশি Banking, Rail, Staff Selection Commission, PSC, ইতাদির মত আরও অনেক প্রতিযোগিতামূলক পরীক্ষার চ্যালেঞ্জের মোকাবিলা করতে শেখায়।
RICE Residential- এর সুযোগসুবিধা RICE এডুকেশনের সাফল্যের মুকুটে অন্যতম একটি পালক হল RICE Residential – এটি এমন একটি প্রিমিয়াম প্রোগ্রাম যা শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য সামগ্রিক প্রশিক্ষণ দ্বারা সর্বোত্তম লক্ষ্যমাত্রা বেঁধে দেয়। অগ্রগণ্য শিক্ষকদের দ্বারা সযত্নে সাজানো একটি চূড়ান্ত প্রশিক্ষণক্রম যা শিক্ষার্থীদের প্রত্যেককে এক একটি অনন্য ক্ষেত্রে প্রতিষ্ঠিত করে। RICE Residential আর সবার থেকে স্বতন্ত্র যেভাবে—

1. বারাসাতের অ্যাডামাস নলেজ সিটি ক্যাম্পাসে RICE আবাসিক প্রোগ্রাম শিক্ষার্থীর সামগ্রিক বিকাশ ও সুরক্ষাকে নিশ্চিত করে নির্বিঘ্নে পড়াশোনার পরিবেশ তৈরি করে দেয়। উচ্চাভিলাষী তরুণ প্রজন্মের স্বপ্ন বাস্তবায়িত করবার জন্য তাদের জীবনকে একটি সুশৃঙ্খল নিয়মানুবর্তীতায় বেঁধে দেয়। পাঠকেন্দ্রিক জীবনের উপযুক্ত সমস্ত রকম পরিকাঠামো নিয়ে তৈরি এই পাঠকেন্দ্র - RICE Residential।

2. ক্যাম্পাসের ভিতরেই আছে বইয়ের সম্ভারে সুসজ্জিত লাইব্রেরি যেখানে সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত শিক্ষার্থীদের অবাধ প্রবেশাধিকার।

3. RICE আবাসিক-এ শিক্ষক এবং সহপাঠীদের সাথে নিয়মিত গঠনমূলক যোগাযোগকে অত্যন্ত উৎসাহিত করা হয়। group study, পড়ালেখা নিয়ে আলোচনা, সুস্থ প্রতিযোগিতামূলক এই পরিবেশ।

4. পাঠ্য সংক্রান্ত কোনও সংশয় থাকলে তখনই সংশ্লিষ্ট শিক্ষকের সঙ্গে যোগাযোগ করে তার সমাধান করা এখানে সম্ভব, কেননা শিক্ষকেরাও এখানে আবাসিক। শিক্ষক-শিক্ষার্থীর সরাসরি যোগাযোগ এই তো সাফল্যের গোড়ার কথা।

5. একনাগাড়ে শুধু পড়াশোনা করলে ক্লান্তি আসবেই, এই ক্লান্তি অপনোদনের জন্য দরকার বিরতি। বিরতিতে ছাত্রছাত্রীরা খেলাধূলা, শরীর চর্চার মাধ্যমে অবসাদ দূর করলে তা তাদের মানসিক একাগ্রতার দিকে কয়েক ধাপ এগিয়ে দেয়। এই উপলক্ষ্যেই এখানে আছে জিম পরিষেবা, খেলার মাঠ।

6. ক্যাম্পাসে আছে থাকার সুব্যবস্থা।

7. উচ্চ-গতিসম্পন্ন ওয়াইফাই।

8. খাওয়াদাওয়ার জন্য ক্যান্টিনের সুবিধা। এবং

9. শারীরিক কোন অসুস্থতায় স্বাস্থ্য পরিষেবা।

RICE Residential- এ সারাদিনের কর্মসূচি সকাল 6.00 টা থেকে মধ্যরাত 12টা পর্যন্ত যে কোন সময় লাইব্রেরী ব্যবহারযোগ্য প্রতিদিন সকাল ৮.৩০ থেকে বিকেল ৫টা পর্যন্ত ক্লাস দুপুর ২টো থেকে বিকেল ৩টে পর্যন্ত ডাউট ক্লিয়ারিং ক্লাস সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত অনুশীলন ও টেস্ট রাত ৮.৩০ থেকে স্ব-অধ্যয়ন এবং হোমওয়ার্ক গত ৩৮ বছরে দেড় লক্ষের বেশি সাফল্য ইতিমধ্যেই RICE-এর শিক্ষণ পদ্ধতিকে প্রমাণিত করেছে। তার থেকেও একধাপ এগিয়ে উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্যে RICE-এর একটি আন্তরিক প্রচেষ্টা- RICE Residential, সারা বাংলার সেরা ছাত্রদলকে সাফল্যের দিকে নিয়ে যাওয়ার একটি আত্যন্তিক প্রয়াস। স্বপ্ন দেখবে তুমি পথ দেখাবে RICE। 

RICE স্বপ্নকে সত্যি করতে সাহায্য করে। RICE- এর স্টাডি মেটেরিয়াল সাফল্যকে নিশ্চিত করে। সরকারি চাকরির পরীক্ষার প্রতিযোগিতায় সফল হতে প্রায় ২০টি বিষয়ে পুঙ্খানুপুঙ্খ জ্ঞান প্রয়োজন। এই ২০টি বিষয় RICE-এ কেবল পড়ানো হয় না বরং "ক্যাপাসিটি বিল্ড-আপ" প্রক্রিয়ার মাধ্যমে RICE শিক্ষার্থীর দুর্বলতাকে দক্ষতায় পরিণত করে। RICE- এর সাফল্যের রহস্য নিহিত রয়েছেঃ-

1. ক্লাসে ছাত্র-শিক্ষকের সরাসরি সংযোগ

2. সযত্ন গবেষণায় তৈরি পাঠ্যবস্তু বা Content

3. শিক্ষার্থীদের দেওয়া উচ্চমানের পাঠ্য- উপকরণ বা Study Material

4. অভিজ্ঞ শিক্ষকমণ্ডলীর পাঠদান

5. হোমওয়ার্ক

6. ক্লাস টেস্ট

7. মিশন 100

8. সাপ্তাহিক বর্ণনামূলক লেখার পরীক্ষা

9. মাসিক পরীক্ষা এবং মক টেস্ট ইত্যাদির মধ্যে।

RICE-এর নিয়মিত মূল্যায়ন ও সুপরিকল্পিত পাঠ্যক্রম ছাত্রদের স্বপ্ন পূরণে সহায়তা করে। RICE Residential- এর মূল কথা হল পড়াশোনার প্রতি একনিষ্ঠতা। যে কোনও প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের জন্য এটাই একমাত্র ও সর্বোত্তম উপায় বলে প্রমাণিত। RICE Residential-এর ক্যাম্পাসের সামগ্রিক অধ্যয়নের উপযোগী পরিবেশ শিক্ষার্থীদের কেবলমাত্র পড়াশোনার প্রতি দৃষ্টি নিবদ্ধ করে তাদের সাফল্যকে সুনিশ্চিত করে।