RICE Residential; সরকারি চাকরির প্রস্তুতির জন্য এক শান্ত ও স্বস্তিদায়ক পরিবেশ

সরকারি চাকরির পরীক্ষার পড়াশোনা গতানুগতিক পড়াশোনা নয়, এখানে প্রয়োজন সাধারণের থেকে অনেক গুণ বেশি মনোযোগ, পরিশ্রম এবং নিবিষ্টতা। RICE Residential এমন একটি আবাসিক প্রোগ্রাম যেখানে ছাত্রছাত্রীরাই আছে মনোযোগের কেন্দ্রে। কয়েকবছরের মধ্যেই অর্ধশতবর্ষ ছুঁতে চলা এই RICE Education-এর আদর্শকে আরও কয়েকধাপ এগিয়ে নিয়ে যেতে তৈরি হয়েছে যে RICE Residential, RICE-এর কর্ণধার প্রফেসর (ড.) সমিত রায়ের স্বপ্ন আগামী দশ বছরের মধ্যে সেখানে প্রায় ৫০০০ ছাত্রছাত্রী থাকবে যারা  UPSC, IAS-র মত সর্বভারতীয় পরীক্ষাকে ধ্যান জ্ঞান করে জীবনের মূল্যবান ২টো বছর এখানে কাটাবে। সর্বভারতীয় ক্ষেত্রে সফলতার জন্য প্রয়োজনীয় একটা কালচার তৈরি করে দিতে সক্ষম হবে RICE Residential । তাই তাদের নিরবিচ্ছিন্ন পড়াশোনার জন্য প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা এখানে করা হয়েছে অতীব যত্নে।

  • RICE Residential; পড়াশোনার জন্য সহায়ক পরিবেশ
  1. সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতির এই আবাসিক ব্যবস্থায় ছাত্রছাত্রীরা আসে তাদের পরিবার পরিজনকে ছেড়ে তাই তাদের জীবনধারণের সুব্যবস্থা এখানে সবার আগে প্রয়োজন। RICE Residential-এ ছাত্রছাত্রীদের জন্য আছে নিজস্ব রান্নাঘর যেখান থেকে শিক্ষার্থীদের স্বাস্থ্যকর ও সুষম খাদ্য পরিবেশন করা হয়।
  2. RICE Residential-এ আছে ডাক্তারের ব্যবস্থা, যাতে শিক্ষার্থীর শারীরিক অসুস্থতায় কোন ঝুঁকি নিতে না হয়, সে সঙ্গে সঙ্গে সঠিক চিকিৎসা পায়। তাই সন্তানকে RICE Residential-এ রেখে অভিভাবকরাও নিশ্চিন্তে থাকতে পারেন।    
  3. পড়াশোনার জন্য সবরকম সহায়তা করতে RICE Residential-এর শিক্ষকেরাও আবাসিক। তাই পড়াশোনার সময় কোন সমস্যা হলে শিক্ষার্থীরা সবসময় শিক্ষকদের কাছ থেকে পরামর্শ পেতে পারবে।
  4. RICE Residential গ্রুপ স্টাডিকে উৎসাহিত করে। আবাসিক শিক্ষক এবং সহপাঠীদের সাথে গঠনমূলক যোগাযোগ, পড়ালেখা নিয়ে আলোচনা ছাত্রছাত্রীদের প্রতিনিয়ত উৎসাহিত করে ও গড়ে তোলে সুস্থ প্রতিযোগিতামূলক পরিবেশ।
  5. RICE Residential-এ ছাত্র এবং ছাত্রীদের জন্য আলাদা থাকার তাদের নিরাপত্তা ও প্রাইভেসিকে সুরক্ষিত করে। সম্পূর্ণ মহিলা পরিচালিত মেয়েদের হোস্টেল মেয়েদের জন্য বাড়ির মত নিশ্চিন্ত ঐকান্তিক পরিবেশ তৈরি করে দেয়।

 

  • RICE Residential; শিক্ষার্থীর মানসিক উজ্জীবনমূলক পরিবেশ

একনাগাড়ে শুধু পড়াশোনা করতে করতে ক্লান্তি আসা স্বাভাবিক। নগরকেন্দ্রিক এই জীবনে বিনোদনের একাধিক হাতছানি, সেসব দূরে সরিয়ে রেখে বইখাতায় ডুবে থাকা সহজ কথা নয়। এই শুষ্ক জীবনে সরসতা আনতে পারে একমাত্র প্রকৃতির সরস সান্নিধ্য। রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ‘তপোবন’ প্রবন্ধে বলেছিলেনঃ

“ভারতবর্ষে এই একটি আশ্চর্য ব্যাপার দেখা গেছে, এখানকার সভ্যতার মূল প্রস্রবন শহরে নয়, বনে। ভারতবর্ষের প্রথমতম আশ্চর্য বিকাশ যেখানে দেখতে পাই সেখানে মানুষের সঙ্গে মানুষ অত্যন্ত ঘেঁষাঘেঁষি করে একেবারে পিন্ড পাকিয়ে ওঠে নি। সেখানে গাছপালা নদী সরোবর মানুষের সঙ্গে মিলে থাকবার যথেষ্ট অবকাশ পেয়েছিল। সেখানে মানুষও ছিল, ফাঁকাও ছিল, ঠেলাঠেলি ছিল না। অথচ এই ফাঁকায় ভারতবর্ষের চিত্তকে জড়প্রায় করে দেয় নি, বরঞ্চ তার চেতনাকে আরো উজ্জ্বল করে দিয়েছিল।”

দেশের ভবিষ্যৎ যারা গঠন করবে তাদের চেতনা কেবল কর্মের একঘেয়েমিতে যেন মুষড়ে না পড়ে, বরং প্রকৃতির উদারতায় তারাও হয়ে ওঠে উজ্জ্বল ও প্রাণচঞ্চল তবেই তারা পারবে কর্মজীবনে তাদের সেরাটা দিতে।

  • RICE Residential; মনোরম প্রাকৃতিক পরিবেশ

RICE Residential প্রোগ্রামটি শহরের কোলাহল থেকে একটু দূরে বারাসাতের অ্যাডামাস নলেজ সিটি ক্যাম্পাসে অবস্থিত। ১২০ একর জুড়ে বিস্তৃত অ্যাডামাস নলেজ সিটি রাবীন্দ্রিক ভাবনার প্রাচীন তপোবন এবং আধুনিক শিক্ষার এক অনন্য মেলবন্ধন ঘটিয়েছে। অনেক রকম পাখির আশ্রয় আম, জারুল, সফেদা গাছের ছায়াঘেরা এই অঞ্চল ধূসর শহরের বুকে একটুকরো সবুজ হৃৎপিণ্ডের মতন। বড় বড় মাঠ ছাত্রছাত্রীদের খেলাধূলার মুক্তি এনে দেয়। এই পরিবেশ শিক্ষার্থীর মনের উপরেও একটা সদর্থক প্রভাব বিস্তার করে, তাদের অনুপ্রাণিত করে লক্ষ্যে পৌঁছোবার জন্য। 

 

 

Published on April 29, 2024.