RICE Talent Scholarship Test: এক নতুন সূচনার প্রতিশ্রুতি

২৬ নভেম্বর- দিনটা মনে আছে তো? পড়াশুনার এক নতুন আঙিনায় প্রবেশ করতে চলেছো তোমরা RICE Talent scholarship Test তথা RTST- র মাধ্যমে।  

আশা করা যায় তোমরা সবাই-ই RTST- র অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পূর্ণ করেছো। এবার অপেক্ষা মাত্র আর কয়েক ঘন্টার। RTST শিক্ষার্থীদের কাছে এক সুবর্ণ সুযোগ স্বরূপ। কারণ এই টেস্ট দেয় ৫০% পর্যন্ত স্কলারশিপ নিয়ে সরকারি চাকরি পাওয়ার অব্যর্থ লক্ষ্যে RICE থেকে প্রস্তুতি নেওয়ার দুর্দান্ত সুযোগ! 

পরীক্ষা হবে অনলাইনে, একাধিক শিফটে। লগ ইন করে ১ ঘন্টার মধ্যে ৫০টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেকটি প্রশ্নের মান ১। কিন্তু চিন্তার কোন কারণ নেই- প্রশ্ন একদমই মাধ্যমিক স্তরের এবং মাল্টিপল চয়েসের এই প্রশ্নগুলিতে কোন নেগেটিভ মার্কিং নেই। সকলের সুবিধার জন্য আরও একবার জানিয়ে রাখা হল এখানে নাম্বার ডিভিশনটা এরকম- ইংরেজিতে ১০, অঙ্কে  ১৫, জেনারেল ইন্টেলিজেন্স ও রিজনিং-এ ৫, এবং জেনারেল নলেজ ও কারেন্ট অ্যাফেয়ার্সে ২০। সর্বমোট ৫০ নম্বরের ৫০টি প্রশ্ন থাকবে। 

একা একা পড়ে বারংবার ব্যর্থতার মুখ দেখে লাভ নেই বরং নিখুঁত প্রস্তুতি নিয়ে একাধিক সরকারি চাকরির সুযোগ পেয়ে সেরা সুযোগটাকে কেড়ে নিতে হবে- প্রতিযোগিতামূলক ক্ষেত্রের এটাই নিয়ম। তাই সরকারি চাকরির লক্ষ্যে অবিচল থেকে প্রস্তুতি নিতে হবে সেরার সেরা প্রতিষ্ঠান RICE Education থেকে। এখানে পড়ার এবং স্বপ্ন সফল করার প্রথম পদক্ষেপটি হল এই RTST পরীক্ষা। এটা সকল শিক্ষার্থীকে সুযোগ দেয় নিজের সাধ্য অনুযায়ী স্কলারশিপ জিতে নেওয়ার।  

সুতরাং ছাত্রছাত্রীরা ২৬ নভেম্বরের সূর্য উঠবে তোমাদের জন্য এক নতুন প্রতিশ্রুতির আলো নিয়ে। মাথা ঠান্ডা রাখবে, উত্তর করার আগে মন দিয়ে প্রশ্ন পড়বে, এবং একটা প্রশ্নও ছাড়বে না। বারবার নয়- একবার, কে বলতে পারে এই একবারেই হয়তো তোমার উজ্জ্বল ভবিষ্যতের দরজাটা খুলে যেতে পারে!