RICE Talent Scholarship Test : স্বপ্নপূরণের লক্ষ্যে প্রথম পদক্ষেপ

RTST হল RICE Talent scholarship Test। এই টেস্টটির মাধ্যমে ছাত্রছাত্রীরা পেয়ে যেতে পারে RICE-এর যে কোন কোর্স ফিসের উপরে ৫০% পর্যন্ত ছাড়। RICE RTST হল একটি মাধ্যম যার দ্বারা কোন শিক্ষার্থী তার সরকারি চাকরি পাওয়ার স্বপ্নপূরণের লক্ষ্যে দুই পা এগিয়ে যেতে পারে। কিভাবে? প্রথমত সরকারি চাকরি পেতে গেলে যে বিষয়গুলো পড়তে হয়, সেই মাধ্যমিক স্তরের অঙ্ক, জেনারেল নলেজের উপর ভিত্তি করেই এই পরীক্ষা হবে খুবই সহজ কিছু প্রশ্নের মধ্যে দিয়ে। সুতরাং এই পরীক্ষাটির প্রস্তুতি নিতে নিতেই প্রাথমিকভাবে পড়াশুনাগুলো একবার ঝালিয়ে নেওয়া হবে চাকরির পরীক্ষার লক্ষ্যে। দ্বিতীয়ত, এই পরীক্ষায় রেজাল্ট অনুযায়ী পাওয়া যাবে RICE Education-এর বিভিন্ন কোর্সে ভর্তির উপর ছাড়। অর্থাৎ, সরকারি চাকরির প্রস্তুতি নিশ্চিত হবে সেরা প্রতিষ্ঠানের সেরা শিক্ষকদের কাছে। 

  1. RICE RTST;  পরীক্ষার খুঁটিনাটি 

RICE RTST সম্পূর্ণ একটি অনলাইন টেস্ট, এখানে ১ ঘন্টা সময়সীমায় ৫০টি প্রশ্নের উত্তর করতে হয়। MCQ ধরণের এই প্রশ্নগুলোর প্রত্যেকটির মান ১। এখানে একদম মাধ্যমিক স্তরের অঙ্ক, ইংরেজি, জেনারেল ইন্টেলিজেন্স এবং জেনারেল নলেজ ও কারেন্ট অ্যাফেয়ার্সের উপর পরীক্ষা নেওয়া হয়। ইংরেজি থেকে ১০টি, অঙ্ক থেকে ১৫টি, জেনারেল ইন্টেলিজেন্স ও রিজনিং থেকে ৫টি, এবং জেনারেল নলেজ ও কারেন্ট অ্যাফেয়ার্সের থেকে ২০টি করে মোট ৫০ নম্বরের ৫০টি প্রশ্নের উত্তর দিতে হয়। এ বছরের RICE RTST অনুষ্ঠিত হতে চলেছে ২৬ নভেম্বর ২০২৩ সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত বিভিন্ন স্লটে। রেজাল্ট ঘোষিত হবে ২৮ নভেম্বর ২০২৩। যারা উচ্চমাধ্যমিক পাশ করার পর কলেজে পড়ছে বা যে কোন শাখা থেকে গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেছে তারা প্রত্যেকে RICE RTST দেওয়ার জন্য যোগ্য। এই পরীক্ষা দেওয়ার জন্য কোন রেজিস্ট্রেশন ফি নেই- শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে এই মেধা পরীক্ষা আর্থসামাজিক দিক থেকে পিছিয়ে থাকা ছাত্রছাত্রীদেরও যোগ্য জীবিকার ক্ষেত্রে পৌঁছে দিতে অঙ্গীকারবদ্ধ। টেস্টটি দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করতে হবে www.ricesmart.in/rtst এই লিঙ্কে গিয়ে,  বিশদে জানতে ফোন করতে হবে  62921 90230 নম্বরে।  

  1. RICE RTST;  ছাত্রছাত্রীদের উৎসাহিত করে  

RICE RTST ছাত্রছাত্রীদের উৎসাহিত করে সরকারি চাকরির প্রস্তুতি নিতে, কারণ এই টেস্টের রেজাল্টের ভিত্তিতে পাওয়া যেতে পারে RICE -এর অফলাইন, অনলাইন, ইন্টিগ্রেটেড কোর্স যেকোন ধরণের কোর্স ফির উপর ৫০% পর্যন্ত মেগা ছাড়। স্বপ্নপূরণের এই তো শুরু, অসংখ্য শিক্ষার্থীর কাছে RICE -এ পড়তে পারা এবং এখান থেকে প্রস্তুতি নিয়ে সরকারি চাকরির পরীক্ষা দেওয়া এক স্বপ্নস্বরূপ। এবং RICE Education-ও দায়িত্ব নিয়ে সাফল্যের দোরগোড়ায় তাদের পৌঁছে দিয়েছে—১.৫ লক্ষের বেশী ছাত্রছাত্রীর বিভিন্ন কেন্দ্রীয় ও রাজ্য সরকারি পদে বহাল থাকা এই সাফল্যকে প্রমাণ করে। এরপর তো আছেই ৩৮ বছরের ঐতিহ্যসম্পন্ন প্রতিষ্ঠানটির অভিজ্ঞ শিক্ষকদের কাছে পড়ার সুফল, RICE -এর স্টাডি মেটেরিয়ালের সুদৃঢ় সমর্থন। ২০২২ সালে একাধিক শিক্ষার্থী এই পরীক্ষায় ভালো রেজাল্ট করে সম্পূর্ণ ৫০% স্কলারশিপ জিতে নিয়েছিল, এবং আজ তারা RICE –এর বিভিন্ন শাখায় সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। এমন উদাহরণও আছে যে, স্কলারশিপ পেয়েই RICE Education-এ ভর্তি হয়েছিল এবং সম্মানজনক সরকারি পদে অধিষ্ঠিত হওয়ার পর RICE-এ শুরু করার কথা সেই ছাত্র তার নিজ মুখে বলেছে। সুতরাং RICE RTST তে বসে একবার নিজেকে যাচাই করেও নেওয়া যেতে পারে যে কোথায় কোথায় কমতি বা খামতি থেকে যাচ্ছে। 

  1. RICE RTST; এবার পরীক্ষায় বসতেই হবে 

সামনেই আসছে একাধিক সরকারি চাকরির পরীক্ষা, স্টাফ সিলেকশন কমিশন ইতিমধ্যেই ২০২৪-২০২৫ আর্থিক বর্ষে CGL CHSL সহ ১২টি পরীক্ষার রেজিস্ট্রেশন, পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করে দিয়েছে। পাশাপাশি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনও Clerkship, Miscellaneous, Food SI ইত্যাদি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তাছাড়াও পশ্চিমবঙ্গ পুলিশ এবং কোলকাতা পুলিশে বিপুল পরিমান নিয়োগ হতে চলেছে। তাহলে আর হাত গুটিয়ে বসে থাকা কেন? জীবনে যদি মর্যাদার সঙ্গে সুপ্রতিষ্ঠিত হতে হয় তাহলে আজই সিদ্ধান্ত নেওয়ার দিন। RICE RTST-তে ভালো রেজাল্ট দিয়ে শুরু হোক এই অভিযান। যদি কোন শিক্ষার্থীর মনে দ্বিধা থাকে যে, কোন  বিষয়ে হয়তো সে দুর্বল আর এই দুর্বলতার কারণে সে সরকারী চাকরির পরীক্ষায় বসতে ভয় পায়! তাহলে তার এক্ষুনি RICE RTST-তে বসা উচিত, কারণ একমাত্র RICE Methodology –ই পারে তার দুর্বলতাকে দক্ষতায় বদলে দিতে। কাজেই, বোঝা যাচ্ছে উদীয়মান তরুণ প্রজন্মের জন্য RICE RTST একটি সুযোগ নিজেকে প্রমাণ করবার, একটি সুবিধা RICE Education-এ ভর্তি হওয়ার এবং একটি উপায় তার স্বপ্নকে সার্থক করবার।