SSC CGL 2022-এ RICE Education-এর বিরাট সাফল্য

ভারতবর্ষের অন্যতম বৃহৎ নিয়োগকারি বোর্ড স্টাফ সিলেকশন কমিশন (SSC)। তারা প্রতি বছর CGL পরীক্ষা পরিচালনা করে এবং লক্ষ লক্ষ পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করেন। ভারত সরকারের শীর্ষ মন্ত্রণালয়, সরকারি দপ্তর এবং সরকারি সংস্থার বিভিন্ন পদে গ্রুপ B এবং C অফিসারদের নিয়োগ সংঘটিত হয় এই CGL পরীক্ষার মাধ্যমে। যারা একটি সুনিশ্চিত এবং স্থায়ী ভবিষ্যতের জন্য সরকারি চাকরির লক্ষ্যে এগোতে চান এমন প্রার্থীদের জন্য SSC CGL একটি চমৎকার সুযোগ। এর আকর্ষণীয় বেতন এবং সুযোগ-সুবিধা প্রার্থীদের SSC CGL পদের জন্য আবেদন করতে প্রাণিত করে। SSC CGL-এর অধীনে অসংখ্য পদ এবং তাতে প্রতি বছর হাজার হাজার কর্মী নিয়োগ করা হয়। SSC CGL একটি National level- এর পরীক্ষা। ১৮ থেকে ৩০ বছর বয়স পর্যন্ত এই পরীক্ষা দেওয়ার সুযোগ পাওয়া যায়।

  • Staff Selection Commission, SSC CGL-পরীক্ষার মাধ্যমে বিভিন্ন বিভাগে যে সব পদে নিয়োগ করে সেগুলো হলঃ
  1. Assistant in Ministries/Department, Attached and Subordinate office of the Government of India
  2. Postal Assistant/Sorting Assistant
  3. Inspector of Income Tax Research Assistant
  4. Preventive Officers in Customs10. Compiler in Registrar General of India
  5. Inspectors of Central Excise & Customs
  6. Tax Assistant in CBDT and CBEC
  7. Examiner in Customs12. Accountant/Junior Accountant
  8. Assistant Enforcement Officer in the Directorate of Enforcement, Department of Revenue
  9. Auditor Offices under C&AG, CGDA, CGA & Others
  10. Sub-Inspectors in Central Bureau of Narcotics & CBI
  11. Divisional Accountant, Jr. Accountant, Auditor & UDCs in various offices of the Government of India.
  • SSC CGL পরীক্ষার স্তরবিভাগ

CGL পরীক্ষা দুটি স্তর বা ধাপে সম্পাদিত হয়—প্রিলিম এবং মেইন। SSC CGL এ বিভিন্ন পদের জন্য যোগ্যতার মানদন্ড আলাদা, তার একটা তালিকা করা যেতে পারে—

জন্য যোগ্যতার মানদন্ড আলাদা, তার একটা তালিকা করা যেতে পারে—

SSC CGL 2023 শিক্ষাগত যোগ্যতা

পোস্ট

শিক্ষাগত যোগ্যতা

Assistant Audit Officer অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার    

কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অপরিহার্য। 

CS/CA/MBA/Cost Management Accountant/commerce-এ স্নাতকোত্তর এবং বিজনেস স্টাডিজে স্নাতকোত্তর কাঙ্ক্ষিত

Junior Statistical Officer (JSO)

জুনিয়ার স্ট্যাটিস্টিকাল অফিসার

একটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রী (ক্লাস ১২এ গণিতে ন্যূনতম 60%)

বা

যেকোন শাখায় স্নাতকের সঙ্গে একটি বিষয় হিসাবে স্ট্যাটিস্টিক থাকতে হবে। 

কম্পাইলার পোস্ট

কোন একটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রীতে অর্থনীতি বা

গণিত অথবা পরিসংখ্যান একটি কম্পালসারি বা ঐচ্ছিক বিষয় হিসাবে থাকতে হবে।

অন্যান্য সব পোস্ট

কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি।

 

  • SSC CGL নির্বাচন প্রক্রিয়া

SSC CGL পরীক্ষা দুটি স্তরে পরিচালিত হয়। ১ম স্তরে একটি অনলাইন এবং কম্পিউটার-ভিত্তিক পরীক্ষা হয়। এই ১ম স্তরটি যারা উত্তীর্ণ হয় শুধুমাত্র সেই সমস্ত প্রার্থীরাই SSC CGL টায়ার 2 বা ২য় স্তরের পরীক্ষায় বসতে পারে।

  • SSC CGL সিলেবাস

SSC CGL টায়ার 2-তে তিনটি পেপার থাকে— পেপার I, পেপার II এবং পেপার III।

পেপার I সকল পোস্টের জন্য বাধ্যতামূলক। পরিসংখ্যান এবং প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (Programme Implementation) মন্ত্রকের জুনিয়ার স্ট্যাটিস্টিকাল অফিসার (Junior Statistical Officer) পদের জন্য পেপার II এবং যারা সহকারী অডিট অফিসার বা সহকারী অ্যাকাউন্ট অফিসার পদের জন্য আবেদন করবেন তাদের জন্য পেপার III-র পরীক্ষা ধার্য।

SSC CGL-এ টিয়ার 2 পরীক্ষার পেপার I, পেপার II এবং পেপার III এর জন্য আলাদাভাবে কাট-অফ প্রকাশ করা হয়।

  • SSC CGL পরীক্ষা প্যাটার্নের সামগ্রিক বিবরণ সারণী

স্তর

পরীক্ষার প্রকারভেদ

পরীক্ষার মোড

টিয়ার I

মাল্টিপল চয়েস

কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (CBT)

(অনলাইন)

টিয়ার II

পেপার I: সমস্ত পদের জন্য বাধ্যতামূলক।

কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (CBT)

(অনলাইন)

প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন মন্ত্রকের জুনিয়ার স্ট্যাটিস্টিকাল অফিসার

কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (CBT)

(অনলাইন)

পেপার III: সহকারী অডিট অফিসার/সহকারী অ্যাকাউন্টস অফিসারের পদের জন্য আবেদনকারী প্রার্থীরা এই বিষয়ের পরীক্ষা দেবেন।

(অবজেক্টিভ টাইপ এবং MCAQ)

(ছাড়: পেপার I এর বিভাগ III এর মডিউল II)

কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (CBT)

(অনলাইন)

  • RICE Education- এর বিরাট সাফল্য

সরকারি চাকরির পরীক্ষার প্রশিক্ষণের ক্ষেত্রে সবচেয়ে সফল, সবচেয়ে নির্ভরযোগ্য সংস্থা RICE Education গর্বিত যে আরও একবার সংস্থার ছাত্রছাত্রীরা পৌঁছতে পেরেছে সাফল্যের শিখরে। সদ্য প্রকাশিত হয়েছে SSC CGL 2022-এর রেজাল্ট, আর সেই  সাফল্যের তালিকা জুড়ে আছে RICE Education-এর কৃতি ছাত্রছাত্রীরা। কেন্দ্রীয় সরকারের অধীনে মাসিক প্রায় 50,000/- থেকে 1,50,000/- বেতনের চাকরি পেয়েছে RICE Education- এর ৬০ জনেরও বেশি ছাত্রছাত্রী।

  • RICE Education একটি স্বপ্নের বাস্তবায়ন

RICE Education-এর কর্ণধার প্রফেসর (ডঃ) সমিত রায় এই স্বপ্ন নিয়েই শুরু করেছিলেন যে সর্বভারতীয় স্তরের চাকরির পরীক্ষায় যেন বাংলার ছেলেমেয়েরা বসতে পারে এবং বিভিন্ন কেন্দ্রীয় সরকারি দপ্তরে বাঙালিরা নিয়োগ পায়। সেই লক্ষ্যে পৌঁছাতে RICE Education প্রত্যেক শিক্ষার্থীকে আলাদাভাবে যত্নের সঙ্গে গড়ে তোলে। সফল ছাত্রছাত্রীরাও অকুন্ঠভাবে স্বীকার করে তাদের সাফল্যের নেপথ্যে RICE Education- এর অবদান। যেমন, বেহালা থেকে রোহন ভঞ্জ চৌধুরী SSC CGL-2021, OTHER THAN AAOs/JSO/STATISTICAL INVESTIGATOR পদে নিয়োগ পেয়েছেন। তিনি জানিয়েছেন যে গ্র্যাজুয়েশনের আগেই ২০১৯ সালে তিনি RICE-এ ভর্তি হয়েছিলেন। তাঁর মতে সরকারি চাকরি পাওয়ার জন্য গাইডেন্স অত্যন্ত প্রয়োজনীয়, এই গাইডেন্স তিনি পেয়েছেন RICE Education-এ। তিনি বলেছেন এখানে টিচারদের কাছে সরাসরি পড়তে পেরেছেন তিনি। প্রতি সপ্তাহে টেস্ট, মান্থলি টেস্ট, মকটেস্ট ইত্যাদির মাধ্যমে রাইস তাকে আত্মবিশ্বাস দিয়েছে। CGL- এর দীর্ঘ বাছাই প্রক্রিয়া পার হতে উৎসাহ ও ধৈর্য দুটোই দরকার হয়। যখন RICE Education-এর গাইডেন্স থাকে তখন ছাত্রছাত্রীরা নিরন্তর উৎসাহ ও লেগে থাকার উদ্দীপনা পায় শিক্ষকদের থেকে, সহপাঠীদের থেকে।   

UPSC-র ঠিক পরেই যেসব কেন্দ্রীয় সরকারি দপ্তর তাতে নিয়োগের জন্য SSC যে CGL (Combined Graduate Level) পরীক্ষাটা নেয় তাতে চারটে গুরুত্বপূর্ণ বিষয় অংক, ইংরেজি, রিজনিং এবং G.K- G.I। প্রত্যেক সফল শিক্ষার্থী একবাক্যে স্বীকার করেছেন যে RICE Education-এ গুরুত্বপূর্ণ প্রত্যেকটা সাবজেক্টই এত ভালোভাবে পড়ানো হয়েছে, ক্লাস ওয়ার্ক, হোম ওয়ার্ক, উইকলি ও মান্থলি পরীক্ষার মাধ্যমে ভিত্তি শক্ত করা হয়েছে যে তাঁরা প্রত্যেকটা সাবজেক্টেই ভালো মার্কস তুলতে পেরেছেন। সবচেয়ে বড়কথা অনেকে গ্র্যাজুয়েশনের পরে প্রথম সুযোগেই এই কঠিন পরীক্ষাটি পাশ করেছেন। যেমন, শিলিগুড়ির ছাত্র শুভার্থী নন্দী AAO/AAO,Assistant Audit Officer পদে নিয়োগ পেয়েছেন, বলেছেন এটা তাঁর জীবনের শ্রেষ্ঠ এচিভমেন্ট। কারণ তিনি একবারেই গেজেটেড অফিসার হতে পেরেছেন। তাঁর মা-বাবা গর্বিত। শুভার্থী RICE-এর ১০০% স্কলারশিপ নিয়ে পড়তে এসেছিলেন। অত্যন্ত ট্যালেন্টেড শুভার্থী বলেনঃ “আমার যেটুকু ট্যালেন্ট ছিল RICE সেটাকে কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে আর সাকসেস এনে দিয়েছে”। তিনি আশাতিরিক্ত সাহায্য পেয়েছেন অংক, G.I-এর স্যারেদের থেকে- এঁদের কাছে রাত দুটো তিনটেতেও যদি তিনি কোন অংক বা প্রবলেম whatsapp করে পাঠাতেন তবে সবসময়ই তাঁরা উত্তর দিতেন। শুভার্থীর মতে ভবিষ্যৎ পরীক্ষার্থী যারা সফল হতে বদ্ধপরিকর তাদের আসতেই হবে RICE-এ। RICE Education –কে তিনি ১০-এ ১০ রেটিং দিয়েছেন।

বেলঘড়িয়ার স্বর্ণাভ হালদার Other than AAO/JSO,Tax Assistant পদে চাকরি পেয়েছেন। ২০২০তে লকডাউনের সময় যখন হোয়াটসঅ্যাপে ক্লাস হত সেই সময়কার ছাত্র স্বর্ণাভ। CGL পরীক্ষা দিয়েছিলেন মরিয়া হয়ে। WBCS- এর লম্বা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে যেতে হতাশ স্বর্ণাভ যখন CGL পাশ করলেন, প্রথমেই মনে হল জীবনে যেন শান্তি এল। এখানে এসে প্রথমদিনেই বুঝেছিলেন যে কম্পিটিশনটা কোন পর্যায়ের! স্যার ম্যামরা কি পড়তে হবে আর কি পড়তে হবে না এটা প্রথমেই বুঝিয়ে দিয়েছিলেন। তাঁর মতে ‘কি পড়তে হবে না’ এটা বোঝা বেশি জরুরী কারণ এখানে নষ্ট করার মত সময় নেই। ইতিহাসের সুরজিৎ স্যার অসাধারণ, ক্লাসেই পড়া তৈরি হয়ে যেত। কনস্টিটিউশনের অনুরাধা ম্যাম, ইকনমিক্সের  বিপ্লব স্যার, কারেন্ট অ্যাফেয়ার্সের প্রতাপ স্যার খুব হেল্প করেছিলেন। স্বর্ণাভ মনে করেন, একা একা পড়ে বা এদিক ওদিকে তাকিয়ে চাকরির পরীক্ষার ব্যাপক প্রতিযোগিতার কোন ধারণা তৈরি হয় না। এটা বোঝার জন্য এবং কোনটা না পড়লেও হবে জানার জন্য ভবিষ্যৎ পরীক্ষার্থীদের তিনি RICE-এ ভর্তি হওয়ার পরামর্শ দেন। ইন্টারনেটে ক্লাস করেও তিনি RICEকে ১০-এর মধ্যে ৮ রেটিং দিয়েছেন।

Other than AAO/JSO, Auditor  পদে সুযোগ পেয়ে বহরমপুরের বাণী কোনাই এত উচ্ছ্বসিত যে কথা বলার ভাষা পাচ্ছিলেন না। জানালেন, চর্চার অভাবে তাঁর ইতিহাস, ভূগোল, ইকোনমিক্স, পলিটি ইত্যাদি আর্টস সাবজেক্টে ভীতি চলে এসেছিল। সেটা দূর করেছে RICE-এর শিক্ষকদের অসামান্য শিক্ষাদানের পদ্ধতি। RICE-এর গাইডেন্সই তাঁর উদ্দেশ্য সফল করতে সাহায্য করেছে, এজন্য তিনি RICE Education-এর কাছে কৃতজ্ঞতা জানান।

SSC CGL 2021-এ পশ্চিমবঙ্গ থেকে ফার্স্ট হয়ে বর্তমানে এসিস্ট্যান্ট অডিট অফিসার রিয়া দত্ত RICE Education শিয়ালদহের স্টুডেন্ট ছিলেন। তিনি এই ব্যাপক সাফল্যের বিষয়ে কথা বলতে গিয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরেছেন। বলেছেন, একথা ঠিক যে, নিজের প্রচেষ্টা ছাড়া সফলতা পাওয়া যায় না কিন্তু সেই প্রচেষ্টা হতে হবে সঠিক দিশায়। RICE-এর কাজ ভিত্তি তৈরি করে দেওয়া। RICE-এর গাইডেন্স এবং টিচারদের সাহায্য তাঁকেও একটি শক্ত ভিত্তি তৈরি করে দিয়েছিল। তাঁর এখনও মনে আছে ইকনমিক্সের জয়িতা ম্যামের অসাধারণ পড়ানোর কথা। তাঁর মাইক্রোইকনমিক্সের ক্লাসটা রিয়া আজও ভুলতে পারেননি এমন একটা স্বচ্ছ ধারণা ম্যাডাম তৈরি করে দিয়েছেন। CGL-এর টীয়ার ২ অর্থাৎ ফাইনালে ফাইনান্স এবং ইকনমিক্স পরীক্ষায় তাই আর কোন ভয় ছিল না তাঁর। RICE Education-এ অসাধারণ G.K-র ক্লাস স্মরণ করে তিনি বলেছেন অপশন এলিমিনেট করে কিভাবে সঠিক উত্তর খুঁজে নিতে হয় সেটা শিখিয়ে আত্মবিশ্বাসী করে তুলেছিল রাইস। নতুনদের তিনি বলতে চান RICE Education-এ ভর্তি হতেই হবে কিন্তু সেটাই শেষ কথা নয়, RICE যেমনভাবে গাইড করে নিজেকে পরিশ্রম করে তেমনভাবেই তৈরি হতে হবে তবেই সাফল্য ধরা দেবে। তিনি RICE-কে ১০এর মধ্যে ৯ রেটিং দিয়েছেন।

বাবা মায়েরা অনেক আশা নিয়ে তাঁদের সন্তানকে এই প্রতিষ্ঠানে পড়তে পাঠান। সার্থকভাবে তাঁদের প্রত্যাশা পূরণ করে RICE Education। রোহনের বাবা শ্রীযুক্ত প্রতুল ভঞ্জ চৌধুরী তাঁর পুত্রের সাফল্যের পিছনে RICE Education-এর সকলরকম সহায়তার কথা উল্লেখ করে বিশেষভাবে RICE Education-এর কর্ণধার প্রফেসর (ডঃ) সমিত রায়ের কাছে বিনম্র কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। সততার সঙ্গে ছাত্রদের সফলতার জন্য RICE Education-এর সকল শিক্ষক, কর্মী যে আন্তরিক প্রচেষ্টা করেন এই গৌরব, এই প্রাপ্তি তাঁদের সকলের।