WB Primary TET 2023

২০২২-এর পর এ বছর ডিসেম্বর মাসে আবার অনুষ্ঠিত হতে চলেছে প্রাইমারি TET পরীক্ষা। ১৩ সেপ্টেম্বর বুধবার প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল ঘোষণা করেছেন আগামী ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে প্রাথমিক শিক্ষক নিয়োগের TET পরীক্ষা। বুধবার সন্ধ্যাবেলা প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইটে TET পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রেজিস্ট্রেশন শুরু হবে বৃহস্পতিবার থেকেই । গৌতম পাল আরও জানিয়েছেন NCTE-র গাইডলাইন মেনে TET পরীক্ষা হবে। আপাতত আবেদন করার জন্য তিন সপ্তাহ বরাদ্দ করা হয়েছে পরে প্রয়োজনে দিন আরও বাড়ানো হতে পারে। প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে আগেই জানানো হয়েছিল যে, NCTE-র গাইডলাইন ও সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ মেনে প্রতি বছরই TET পরীক্ষা নেওয়া হবে। রাজ্যের তরফে  দ্রুত নিয়োগেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

  • WB Primary TET 2023; যোগ্যতা

D.El.Ed-সহ প্রাথমিক শিক্ষকের অন্যান্য প্রশিক্ষণ যাঁরা নিয়েছেন তাঁরা এ বছর TET দিতে পারবেন। গত বছর TET-এ যাঁরা অকৃতকার্য হয়েছিলেন তাঁরাও এ বছর আবেদন করতে পারবেন। আরও বেশি শূন্যপদে নিয়োগের সরকারি পরিকল্পনা অনুসারে এই পর্বের নিয়োগ শেষ হলেই পরের নিয়োগের বিজ্ঞপ্তি বেরোবে। তবে যাঁরা বর্তমানে বি.এড করছেন সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী তাঁরা এ বছর TET-এ বসতে পারবেন না।

 

  • WB Primary TET 2023; পরীক্ষারধরন

যাঁরা প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণিতে শিক্ষকতা করতে চান তাঁরাই Primary TET 2023 পরীক্ষাটি দেবেন। Primary TET-এ পরীক্ষার্থীদের কেবল ১টি পত্রের মোট ১৫০ নম্বরের পরীক্ষা দিতে হবে। পরীক্ষার সময় আড়াই ঘন্টা। এখানে অবজেক্টিভ MCQ ধরণের ১৫০টি প্রশ্নের উত্তর দিতে হবে পরীক্ষার্থীদের। প্রতিটি প্রশ্নের মান ১। তবে ভুল উত্তরে কোনও নেগেটিভ মার্কিং নেই।

 

  • WB Primary TET 2023; বিষয়

Primary TET 2023 পরীক্ষার জন্য যে যে বিষয়গুলি পরীক্ষার্থীদের পড়ে যেতে হবে সেগুলি হলঃ

১. শিশু বিকাশ ও শিশু শিক্ষাবিজ্ঞান/ পেডাগগি

২. আবশ্যিক ভাষা ১- বাংলা

৩. আবশ্যিক ভাষা ২- ইংরেজি

৪. অঙ্ক

৫. পরিবেশবিদ্যা

সরকার চাইছেন রাজ্যে স্কুলগুলিতে আরও বেশি শূন্যপদে নিয়োগ হোক৷ পর্ষদ সভাপতি গৌতম পাল আরও জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন যাতে নিয়োগ দ্রুত হয়। পর্ষদ সভাপতির কথা অনুযায়ী যদি সত্যিই TET-এর আয়োজন করে নিয়োগ প্রক্রিয়া ত্বরান্বিত করা হয়, তবে আগামী দিনে রাজ্যে প্রচুর চাকরির সুযোগ তৈরি হবে।