WBCS এ General Intelligence বিষয়টির গুরুত্ব

বিগত 38 বছর ধরে পশ্চিমবঙ্গের অন্যতম শিক্ষাবিদ, রাইস গ্রুপের কর্ণধার এবং অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর প্রফেসর (ড:) সমিত রায়ের নেতৃত্বে ও প্রায় 200 জন শিক্ষক-শিক্ষিকা ও 100 জনেরও বেশি শিক্ষাকর্মীর নিরলস তত্ত্বাবধানে পশ্চিমবঙ্গের কয়েক লক্ষ ছাত্র-ছাত্রী কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ চাকরির পরীক্ষায় সফল হয়ে আজ কর্মরত। RICE গ্রুপের 35 বছরের অভিজ্ঞ General Intelligence-এর শিক্ষক ভক্তিপদ গিরি, যার হাত ধরে হাজার হাজার পরীক্ষার্থী সফল হয়েছেন বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায়। আজ তাঁর কলম থেকে জেনে নেওয়া যাক WBCS পরীক্ষায় ‘General Intelligence’ বিষয়টির গুরুত্ব।

WBCS পরীক্ষায় General Intelligence বিষয়টির প্রয়োজনীয়তা

WBCS পরীক্ষা হল পশ্চিমবঙ্গের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ প্রশাসনিক কর্মী নিয়োগের পরীক্ষা। সুতরাং এই পরীক্ষায় সফল হতে গেলে অবশ্যই সঠিক পরিকল্পনা করেই পড়াশোনা করতে হবে। WBCS পরীক্ষায় বসার আগে পরীক্ষার্থীকে জানতে হবে কোন কোন বিষয় গুলোতে সে দক্ষ যেখান থেকে সর্বোচ্চ নাম্বার তোলা যেতে পারে।

এরপরে আসা যাক General Intelligence বা Reasoning-এর বিষয়ে। এই বিষয়ে একজন পরীক্ষার্থী পুরো নম্বরটাই পেতে পারে। তার জন্য দরকার অবশ্যই এই বিষয়কে একটু গুরুত্ব দেওয়া। WBCS পরীক্ষা দুটি স্তরে হয়, প্রিলিমিনারি এবং মেইন—যেখানে G.I. এখনো পর্যন্ত MCQ প্যাটার্নের হয়ে থাকে।WBCS প্রিলিমিনারিতে G.I.-এর ওপর  ২৫ নম্বর বরাদ্দ আছে। কিন্তু পুরো ২৫ নম্বরই G.I. থাকে না, এর মধ্যে কিছু Basic Mathematics-এর প্রশ্ন থাকে।

WBCS প্রিলিমিনারিতে G.I.-এর উপর যে কটা টপিক পড়ে যেতে হবে সেগুলি হল Coding-Decoding, Direction Test, Number Series, Letter Series, Classification, Analogy, Blood Relation, Missing Number, Dice and Cubes, Logical Venn Diagram, Syllogism, Sitting Arrangement, Alphabetical Test etc. তাই পরীক্ষার্থীকে এই সমস্ত বিষয়গুলো সম্বন্ধে   ভালো করে পড়াশুনা এবং অনুশীলন করে যেতে হবে। আরো একটি বিষয়, Prelims-এর এই প্রিপারেশন মেইন পরীক্ষার ক্ষেত্রেও কাজে লাগবে। G.I.-এর ক্ষেত্রে প্রত্যেকদিন সঠিকভাবে অনুশীলন করা অত্যন্ত প্রয়োজনীয়।

এবারে আসা যাক মেইন পরীক্ষা সম্পর্কে কিছু আলোচনায়, যেখানে G.I. থেকে ১০০ নম্বরের প্রশ্ন থাকছে।তাহলে এই বিষয়টিতে গুরুত্বটা কতটা দিতে হবে নিশ্চই বোঝা যাচ্ছে।প্রতিটি পরীক্ষার্থীর টার্গেট থাকে এই বিষয় থেকে সর্বোচ্চ নাম্বার তোলার, কমপক্ষে ৮০ নাম্বার।তাহলে আমাদের করণীয় কি? প্রিলিমিনারিতে যে বিষয়গুলো বলা হয়েছে সেগুলো তো ভালো করে পড়তেই হবে, সেই সঙ্গে  Puzzle Test, Analytical  Reasoning, Non Verbal Reasoning খুবই গুরুত্ব সহকারে পড়তে হবে। Analogy এবং Classification থেকে প্রায় ২০টির মতো প্রশ্ন আসে। আগের বছরে মেইন পরীক্ষায়, ব্যাঙ্কের পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসে সেই একই ধরনের প্রশ্ন বেশ কয়েকটি এসেছিল। তাই প্রতিটি অধ্যায়-এর প্রতিটি বিষয় থেকে কমপক্ষে ৫০ টি করে প্রশ্ন অভ্যাস করে যেতে হবে। আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতার ভিত্তিতে বলতে পারি উপরিউক্ত পদ্ধতি মেনে তোমরা যদি পড়াশোনা করো  সাফল্য তোমাদের জীবনে আসবেই। সকলের জন্য রইল শুভেচ্ছা ও শুভকামনা।