WBCS এ Information Technology (তথ্যপ্রযুক্তি) বিষয়টির গুরুত্ব

বিগত 38 বছর ধরে পশ্চিমবঙ্গের অন্যতম শিক্ষাবিদ, রাইস গ্রুপের কর্ণধার এবং অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর প্রফেসর (:) সমিত রায়ের নেতৃত্বে প্রায় 200 জন শিক্ষক-শিক্ষিকা 100 জনেরও বেশি শিক্ষাকর্মীর নিরলস তত্ত্বাবধানে পশ্চিমবঙ্গের কয়েক লক্ষ ছাত্র-ছাত্রী কেন্দ্রীয় রাজ্য সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ চাকরির পরীক্ষায় সফল হয়ে আজ কর্মরত RICE গ্রুপের 16 বছরের অভিজ্ঞ তথ্যপ্রযুক্তির শিক্ষক কৌশিক দে, যার হাত ধরে হাজার হাজার পরীক্ষার্থী সফল হয়েছেন বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায়। আজ তাঁর কলম থেকে জেনে নেওয়া যাক WBCS পরীক্ষায় ‘Information Technology (তথ্যপ্রযুক্তি)বিষয়টির গুরুত্ব।

 

পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতিরত সকল ছাত্রছাত্রীকে শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা জানাই। এই পরীক্ষা একটি দীর্ঘমেয়াদি তপস্যার ফলাফল। WBCS পরীক্ষার প্রস্তুতিপর্বে যে সকল বিষয়গুলি পড়তে হয় তার মধ্যে বিজ্ঞান একটি অন্যতম বিষয়। এই বিজ্ঞান-এর একটি শাখা হল ‘Information Technology’ বা ‘তথ্যপ্রযুক্তি’ ।

 

Information Technology থেকে WBCS Preliminary এবং Main উভয় পরীক্ষাতেই প্রশ্ন আসে। যদিও প্রিলিমিনারি পরীক্ষার ক্ষেত্রে বিজ্ঞান বিষয়ে মোট ২৫টি প্রশ্ন বরাদ্দ, তবুও বিগত কয়েক বছরের প্রশ্নপত্র বিবেচনা করলে কয়েকটি প্রশ্ন Information Technology থেকে অবশ্যই ছিল। আবার যদি WBCS Main পরীক্ষার দিকে তাকাই সেখানেও চতুর্থ পত্রে  Information Technology থেকে বেশ কিছু অবজেকটিভ প্রশ্ন আমরা পাই। ২০১৬ সালে সর্বাধিক ৪২টি প্রশ্ন এই বিষয় থেকে দিয়েছিল। Information Technology এখন আমাদের দৈনন্দিন জীবনের সাথে জড়িত। তাই যদি একটু পরিকল্পনা করে এই বিষয়টি পড়া যায় তাহলে সহজেই প্রশ্নের উত্তর করা যাবে।

 

বিগত বছরের প্রশ্নগুলি পর্যালোচনা করলে বোঝা যায় Information Technology থেকে দুটি ভাগে প্রশ্ন আসছে। একটি Static Information-এর উপর ভিত্তি করে, আরেকটি Current Trends-এর উপর ভিত্তি করে। Static Information-এ  মূলত Computer Fundamentals, Number System, Internet Technology, Softwares and Hardwares—এই বিষয়গুলির উপর ভিত্তি করেই প্রশ্ন এসেছে এবং আসবেও। Current Topic-গুলি মূলতই আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত Information Technology System এবং Device-গুলির উপর ভিত্তি করে, যেমন—Robotics, Cloud Computing, Mobile Ccomputing, AI, Social Networking ইত্যাদি। WBCS প্রিলিমিনারিতে Computer Number System-এর Conversion  থেকেও প্রশ্ন এসেছে। সুতরাং, Number System Conversion অবশ্যই অভ্যাস করতে হবে। উপরিউক্ত বিষয়গুলির জন্য একাদশ ও দ্বাদশ শ্রেণির ‘Computer Application’ বইটি সাহায্য করবে।

 

আরও একটি বিষয় Current Trends of IT-এর জন্য বিভিন্ন পত্রপত্রিকার বিজ্ঞান এবং প্রযুক্তির যে অংশটি থাকে, সেখান থেকে প্রযুক্তি সংক্রান্ত বিষয়গুলি যদি একত্রিত করে রাখা যায় তাহলে সুবিধা হবে। আমি আশাবাদী এই পদ্ধতিতে যদি তোমরা পড়াশোনা কর তাহলে অবশ্যই সাফল্য আসবে। সকলের জন্য শুভকামনা রইল।