WBCS পরীক্ষার প্রস্তুতি তে ইংরেজি বিষয়টির গুরুত্ব

আজও পশ্চিমবঙ্গের ছেলে-মেয়েদের মধ্যে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রথম মানসিকতাটি তৈরি হয় WBCS পরীক্ষার হাত ধরে। সংবাদ মাধ্যমের প্রতি মুহূর্তের আলোড়নে যখন প্রতিদিন জেলায়-জেলায় বিভিন্ন স্তরের প্রশাসনের ভূমিকা মানুষের মননে একটা মানচিত্র তৈরি করে নেয় তখন BDO, BLRO, DSP, Revenue Officer-দের প্রশাসনিক দক্ষতাগুলি আজও সরকারি চাকরির প্রতিযোগীদের সর্বোত্তম উপায়ে আকৃষ্ট করে—স্বপ্ন দেখায় এক বিশেষ পদমর্যাদার যা রাজ্যস্তরের সরকারি প্রশাসনকে সর্বদা পাঁচ তারার প্রশংসায় ভরিয়ে দেয়—শুধু তাই নয়, জন্ম দেয় এক মানসিকতার যা সমাজের সকল স্তরের মানুষের কল্যাণ সাধনে বিশেষ ভূমিকা নেয়। 

 

প্রতিবছর একবার WBCS (Prelims + Mains) পরীক্ষাটি হয়ে থাকে। মূলত প্রিলিমিনারি পরীক্ষাটি 200 নম্বরের হয় বছরের শুরুর দিকে এবং তার ৩ থেকে ৪ মাস পরে নেওয়া হয় মেইন পরীক্ষাটি যার নম্বর 1600। মেইন পরীক্ষার রেজাল্ট বেরোনোর পর থাকে ইন্টারভিউ বা Personality Test (200/150/100 marks–group wise) । 

 

সমগ্র পদ্ধতিটি সাফল্যের সাথে যারা উত্তীর্ণ হতে পারছে তারাই স্থান পাচ্ছে প্রশাসনিক অন্দরমহলে। WBCS পরীক্ষার মূল 4টি গ্রুপে (A, B, C ও D) সুযোগ পাওয়ার জন্য ইংরেজির ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ। প্রিলিমিনারি-তে 25 নম্বরের 25টি objective প্রশ্ন এবং মেইন-এর ক্ষেত্রে 200 নম্বরের একটি আবশ্যিক Descriptive Writing-এর Paper face করতে হয় যেগুলি ভালো হলে Job Secure করা ও Merit List-এর উপর দিকে থাকার ক্ষেত্রে প্রতিযোগীরা বেশ কয়েক ধাপ এগিয়ে যেতে পারে। 

 

  • Objective English-এরজন্য 25টিপ্রশ্নের 25টিবাঅধিকাংশেরসঠিকভাবেউত্তরকরতেগেলেযেযেবিষয়গুলিভালোকরেতৈরিরাখতেহবেতাহলো—
  1. Parts of speech
  2. Tense
  • Subject-Verb Agreement ও Different Verb forms
  1. Blank fillers with various word and Tense usage
  2. Various Vocabulary Application (Synonym, Antonym, One Word Substitution, Idiomatic Application, Group Verbs, Homophones, Adjective Forms, Verb Forms, Simile, Proverbs, Phrase Usage, Spelling etc.)
  3. Voice
  • Narration
  • Transformation of Sentences
  1. Word-Swapping and Analogical Applications
  2. Appropriate Preposition and Phrasal Verbs.
  • Negative Marking = 3 : 1[প্রতি 3টিভুলে 1mark Negative] 
  • Descriptive English-এরজন্যবিশেষভাবেজোরদিতেহবে।Spontaneous Reading habit, upliftment of Basic Sentence Construction, Knowledge of GrammarএবংAppropriate Vocabulary ChoiceওStock of Word increasing- এরউপর।Descriptive–এর ক্ষেত্রে মূলতযেযেবিষয়গুলিরউপরজোরদেওয়াহয়তাহল—
  • Essay writing (400-450 words)
  1. ii) Letter writing (150-200 words)

iii) News-paper Report Writing (200-250 words) 

  1. iv) Translation (Bengali to English)
  2. v) Precis writing
  3. vi) Dialogue writing (200-250 words)

 

Composition ও Creative Writing-কে এক সঙ্গে মেইন পরীক্ষার হাতিয়ার করা যেতে পারে। তাই Descriptive Passage Comprehension ও তৈরি রাখা উচিৎ। 

 

WBCS English-এর বৈশিষ্ট্যই হল প্রিলিমস-এর ক্ষেত্রে পরীক্ষার্থীকে প্রলোভিত করে option-এর Confusion Trap-এ ফেলা এবং ভুল করানো। এতে Negative Marking বেড়ে গেলেই Cut-off –এ পৌঁছতে অসুবিধা হয়। তাই Basic Constructional Grammar এবং Vocab-stock–এর প্রচুর practice দরকার। নিরন্তর Class, Homework, Exercise ও Mock Practice ছাড়া যা সম্ভব নয়। আর Descriptive–এ ভালো স্কোর করতে গেলে সবার প্রথমে দরকার ভালো পড়া ও শোনা। Various Books, Articles এবং Regular Newspaper Reading এতে প্রচুর help করে। সাথে নিজে লেখা Practice ও Checking করানো খুব গুরুত্বপূর্ণ। আর এই সমস্ত কিছু এক সাথে regular basis-এ করতে পারলে ভালো marks পাওয়াটা সময়ের অপেক্ষামাত্র। সকলের জন্য শুভকামনা রইল।