WBCS Hybrid Course

RICE Education নিয়ে এসেছে WBCS হাইব্রিড কোর্স। প্রথমে জানতে হবে হাইব্রিড এডুকেশন কাকে বলে! এ এমন এক ধরণের শিক্ষাপদ্ধতি যা অফলাইন এবং অনলাইন শিক্ষাপদ্ধতির সংমিশ্রণ, যেখানে প্রথাগত অফলাইন শিক্ষার মত শিক্ষক ছাত্র মুখোমুখি সাক্ষাৎকার করেন আবার অনলাইন পড়াশুনোর সব সুযোগ সুবিধাও পাওয়া যায়। অ্যাডভান্স টেকনোলজি ব্যবহার করে স্মার্ট ক্লাস RICE-এর WBCS হাইব্রিড কোর্সের প্রধান বৈশিষ্ট্য। দূরত্ব বা অন্য নানা কারণে RICE-এর যেসব সেন্টারে এতদিন অফলাইনে WBCS পড়ানো হত না এখন থেকে হাইব্রিড ক্লাসের মাধ্যমে সেখানকার ছাত্রছাত্রীরাও WBCSএর জন্য প্রস্তুতি নিতে পারবে।

১ বছর মেয়াদের এই WBCS হাইব্রিড কোর্সটি আগস্ট ২০২৩ থেকে শুরু হতে চলেছে আসানসোল, তমলুক, হাওড়া ময়দান, বারাসত, সোনারপুর ইত্যাদি শাখায়।

  • WBCS Hybrid Course যা দেবেঃ

১। একজন WBCS পরীক্ষার্থী হাইব্রিড কোর্সে ভর্তি হয়ে নিয়মিত ক্লাস করতে পারবে, যা তার প্রস্তুতির জন্য প্রাথমিক শর্ত। এই ক্লাসগুলি অনলাইন হলেও ছাত্রছাত্রীরা ক্লাসরুমে উপস্থিত থাকবে, সেখানে বড় স্ক্রিনে সরাসরি ক্লাস নেবেন RICE-এর হেডঅফিস এবং সিটি অফিসের সেরা অভিজ্ঞতাসম্পন্ন শিক্ষকেরা। উন্নত প্রযুক্তির সাহায্যে ক্লাসে ছাত্র- শিক্ষক কথোপকথনও চলতে পারবে।

২। শিক্ষার্থীরা পাবে RICE-এর স্টাডি মেটেরিয়াল যা সাম্প্রতিক বছরগুলির পরীক্ষার ট্রেন্ডের উপর গবেষণা করে তৈরি করা হয়। স্টাডি মেটেরিয়ালের হার্ড কপি অর্থাৎ প্রিন্টেড স্টাডি মেটেরিয়াল ছাত্রছাত্রীদের দেওয়া হবে। ফলে পড়াশোনার জন্য সবসময় স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতে হবে না। বই বা খাতা থেকে পড়া সবসময়ই অনেক বেশী সুবিধাজনক।

৩। পড়াশোনা ঠিক পথে এগোচ্ছে কিনা বোঝার জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি পদক্ষেপ পরীক্ষা দেওয়া। WBCS হাইব্রিড কোর্সে শিক্ষার্থীদের প্রতি মাসে মান্থলি টেস্ট দিতে হবে এবং তা হবে অফলাইনে। তাছাড়াও অনলাইনে সেমিস্টার, মিশন 100 ইত্যাদি পরীক্ষা নেওয়া হবে। মকটেস্টগুলি নেওয়া হবে অফলাইন এবং অনলাইন উভয় মোডেই। পরীক্ষার মোড আগেই বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। পরীক্ষার বিশেষ ক্লাসও থাকবে।

৪। থাকবে ডাউট ক্লিয়ারিং সেশন।

৫। প্রতি মাসে কারেন্ট অ্যাফেয়ার্সের PDF দেওয়া হবে।

৬। হাইব্রিড কোর্সের শিক্ষার্থীরা RICE SMART অ্যাপও অ্যাকসেস করতে পারবে। 

৭। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সাধ্যের মধ্যে এই কোর্সটি শিক্ষার্থীকে সাফল্যের পথ দেখায়।

  • RICE WBCS Hybrid Model শিক্ষার্থীদের যেভাবে সাহায্য করে

শিক্ষার্থীদের পড়াশুনাকে সরল করতে হাইব্রিড কোর্সে থাকবে পরিবর্তনযোগ্যতা, ক্লাসগুলির রেকর্ডেড ভিডিও পাওয়া যাবে যা অফলাইন কোর্সে কখনো পাওয়া যায় না। ফলত কোন কারণবশত শিক্ষার্থী যদি কোন ক্লাস করতে না পারে পরে সে ওই বিশেষ ক্লাসের রেকর্ডেড ভিডিও দেখতে পাবে। আবার অফলাইন পড়াশোনার যে বৈশিষ্ট্য, শিক্ষককে সরাসরি প্রশ্ন জিজ্ঞাসা করতে পারা যা আবার অনলাইনে করা যায় না এখানে তা করা যাবে। ক্লাসগুলি এতটাই মনোজ্ঞ যে তা চলাকালে ছাত্রছাত্রীরা শেষপর্যন্ত মনযোগ ধরে রাখতে বাধ্য হবে। 

WBCS হাইব্রিড কোর্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক যেটা তা হল নেটওয়ার্কের দায়িত্ব প্রতিষ্ঠানের। অনেক সময় অনলাইন ক্লাস চলাকালীন ব্যক্তিগত ইন্টারনেটের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তখন ক্লাস করা হয়ে ওঠে না, হাইব্রিডে ক্লাস করতে না পারার সেই ভয় নেই। কারণ শিক্ষার্থী হাইব্রিড ক্লাস করছে প্রতিষ্ঠানে গিয়ে, তখন সব দায়িত্ব প্রতিষ্ঠানের।

প্রথমেই বলা হয়েছে হাইব্রিড শিক্ষণ হল অফলাইন এবং অনলাইন শিক্ষণ পদ্ধতির মিশ্রণ, কাজেই এই উভয় পদ্ধতির সেরা দিকগুলো হাইব্রিডে রয়েছে। একটা তুলনামূলক তালিকা করলে দেখা যাবে হাইব্রিডের সুবিধা বরং বেশীঃ-

WBCS Course

তাছাড়া শিক্ষার্থী হাইব্রিড কোর্সে পাবে লাইব্রেরী ব্যবহারের সুযোগ এবং রিডিং রুমের সুবিধা। প্রস্তুতির সবরকম সুবিধা দিয়ে কোর্সটি শেষ পর্যন্ত ছাত্রছাত্রীদের পরীক্ষার চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড় করিয়ে দেয় মকটেস্টের মাধ্যমে। মকটেস্টই প্রস্তুতির চূড়ান্ত পর্ব। বারবার মকটেস্ট দিয়ে দিয়ে পরীক্ষার্থী আত্মবিশ্বাস অর্জন করে তখনই সাফল্য আসে তার হাতের মুঠোয়!