WBCS Prelims 2023; বিজ্ঞপ্তি

WBCS হল West Bengal Administrative Service এবং অন্যান্য Civil Service পদের জন্য West Bengal Public Service Commission (WBPSC) কর্তৃক গৃহীত একটি প্রতিযোগিতামূলক পরীক্ষা যা প্রতি বছর তিনটি পর্যায়ে নেওয়া হয়। এই প্রক্রিয়ার প্রথমিক পর্যায় হল প্রিলিমিনারি পরীক্ষা। প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে তবে মেইনস এবং তারপর পার্সোনালিটি টেস্টে বসা যায়। 2023 সালে WBCS প্রিলিমিনারি পরীক্ষাটি 5 নভেম্বর অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করেছে WBPSC।

WBCS Prelims Exam Date 2023: সামগ্রিক তথ্য

সংস্থা

West Bengal Public Service Commission(WBPSC)

পরীক্ষার নাম

WBCS Prelims Exam

বিভাগ

Group A, B, C, D

WBCS Preliminary 2023; পরীক্ষার তারিখ

5 November 2023

WBCS নির্বাচনের স্তর

Preliminary Exam, Mains Exam, Interview

যোগ্যতা

Graduation

আবেদনের পদ্ধতি

Online

Official Website

www.wbpsc.gov.in

 

  • WBCS Prelims 2023; সিলেবাস ও প্যাটার্ন

WBCS Prelims-এ শুধুমাত্র একটি পেপারের উপর পরীক্ষা হয়- জেনারেল স্টাডিজ। এই পেপারে আটটি বিষয় থেকে 200টি অবজেক্টিভ ধরণের MCQ থাকে। এই ৮টি বিষয় হলঃ  ইংরেজি কম্প্রিহেনশন, সাধারণ বিজ্ঞান, সমকালীন জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ঘটনাসমূহ, ভারতের ইতিহাস, ভূগোল, ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকনমি, ভারতের জাতীয় আন্দোলন, এবং জেনারেল মেন্টাল এবিলিটি।  মোট 200 নম্বরের এই পরীক্ষার জন্য সময় পাওয়া যায় 2 ঘন্টা। নীচে প্রদত্ত টেবিলটি আসন্ন WBCS Prelims 2023 পরীক্ষার একটি সামগ্রিক চিত্র উপস্থাপন করেঃ

Subject Name

Marks

Questions

Duration 

English Composition

25

25

2 Hours

General Science

25

25

Current events of National & International Importance

25

25

History of India

25

25

Geography of India with special reference to West Bengal

25

25

Indian Polity and Economy

25

25

Indian National Movement

25

25

General Mental Ability

25

25

Total

200

200

2 Hours

 

এবার দেখে নেওয়া যাক WBCS Prelims এর আটটি বিষয়ের ভিতরে কি কি অন্তর্ভুক্তঃ

  1. English Composition
  • Synonyms and Antonyms
  • Idioms and Phrases
  • Vocabulary Test
  • Phrasal Verbs
  • Homophones
  • Fill in the qualifying words
  1. General Science
  • General appreciation
  • Understanding of science
  • Matters of everyday observation
  • Experience as expected from an educated person not having made special studies of scientific disciplines
  1. Current Events of National and International Importance
  • Significant events affecting India and its relations with the world
  1. History of India
  • Ancient
  • Medieval
  1. Geography of India with special reference to West Bengal
  • Physical Geography
  • Social Geography
  • Economic Geography
  1. Indian Polity and Economy
  • Indian Constitution
  • Panchayat Raj
  • Constitutional Bodies, etc.
  1. Indian National Movement
  • Nature and character of Nineteenth-Century Resurgence
  • Growth of Nationalism
  • Attainment of Independence
  1. General Mental Ability
  • Logical Reasoning
  • Common Aptitude
  • WBCS Prelims 2023; পরীক্ষার প্রস্তুতি

WBCS Prelims শুধুমাত্র একটি স্ক্রীনিং টেস্ট, এতে প্রাপ্ত নম্বর চূড়ান্ত নির্বাচনের জন্য বিবেচিত হয় না। কিন্তু মেইন পরীক্ষার প্রবেশদ্বার হিসেবে WBCS Prelims অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাই প্রিলি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে কোন খামতি রাখা চলে না। এমনিতেই WBCS একটি দীর্ঘ ও সময়সাপেক্ষ প্রক্রিয়া, সেখানে একই পরীক্ষা বারংবার দিয়ে সময় ও উদ্যোগ নষ্ট করার অর্থ হয় না। নিখাদ প্রস্তুতি হওয়া উচিত প্রথম থেকেই। RICE Education দীর্ঘ ৩৮ বছর ধরে ১.৫ লক্ষেরও বেশী সফল ছাত্রছাত্রী তৈরীর ঐতিহ্যকে বহন করছে, WBCS পরীক্ষায় RICE Education-এর সাফল্য প্রায় কিংবদন্তির পর্যায়ের। এবার RICE Education শুধুমাত্র WBCS Prelims পরীক্ষার জন্য শুরু করতে চলেছে WBCS PRELI 2023 Online Crash Course। এই ক্রাশ কোর্সটির সম্পর্কে কিছু জেনে নেওয়া যাকঃ-

  • কোর্সটির সময়সীমা

WBCS PRELI 2023 Online Crash Courseটি মাত্র তিন মাসের এবং তা শুরু হচ্ছে 1 আগস্ট 2023 থেকে। এটি খুবই ছোট্ট একটা কোর্স। যেহেতু প্রিলি পরীক্ষা খুব সামনে তাই প্রস্তুতি চূড়ান্ত করার জন্য অল্পদিনের কিন্তু সুপরিকল্পিত এই কোর্সটি ছাত্রছাত্রীদের জন্য খুবই লাভজনক হতে পারে।

  • WBCS PRELI 2023 Online Crash Courseটি যা যা দেয়

যারা প্রিলি পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছে তাদের জন্য নিজের বাড়িতে বসে RICE Education-এর অভিজ্ঞ শিক্ষকদের কাছে 150- ও বেশি Live classes করার এ এক সুবর্ণ সুযোগ। এই ক্লাসগুলো পরে রেকর্ডেড ভিডিও হিসেবেও পাওয়া যাবে যা শিক্ষার্থীরা ডাউনলোড করে ইচ্ছেমত বারবার দেখতে পারবে। 

WBCS PRELI 2023 পরীক্ষায় খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় হল সমকালীন জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ঘটনাসমূহ অর্থাৎ Current Affairs। পরীক্ষার্থীরা এই অনলাইন ক্রাশ কোর্সটি থেকে পেয়ে যাবে ১ বছরের Current Affairs-এর PDFসুতরাং খুঁজে-পেতে বই কেনা বা ইন্টারনেট থেকে খুঁজে বের করে খাতায় একত্রিত করার পরিশ্রম না করে সোজাসুজি বিষয়টি আয়ত্ত করায় মনোনিবেশ করা যাবে।

RICE Education-এর অভিজ্ঞ শিক্ষকদের Note এবং Handouts পরীক্ষার্থীদের কাছে অত্যন্ত মূল্যবান মূলধনস্বরূপ। কারণ প্রতিবার নতুন করে পরীক্ষার ধরণ ও প্রশ্নপত্র গবেষণা করে এগুলো তৈরি করা হয়। একজন শিক্ষার্থী যেভাবে পড়লে পরীক্ষা নিশ্চিতভাবে পাশ করতে পারবে RICE Education সেইভাবেই সমস্ত স্টাডি-মেটেরিয়াল তাদের হাতে তুলে দেয়। ফলে পরীক্ষার্থী নির্ভাবনায় তার প্রিলি প্রস্তুতি নিতে পারবে RICE Education প্রদর্শিত পথে।

  • মকটেস্ট

শুধু পড়লেই তো হবে না, পড়ার পর প্রয়োজন নিজের প্রস্তুতিকে যাচাই করে নেওয়া। WBCS PRELI 2023 Online Crash Courseটিতে কেবল একবার নয় দেওয়া যাবে ২০টি online Mock Test। বারবার ভুল করা এবং শুধরে নেওয়ার পরই যখন আসল পরীক্ষা দিতে বসবে তখন আত্মবিশ্বাস থাকবে অটুট প্রতিটি প্রশ্নের জন্য থাকবে সুষ্ঠু প্রস্তুতি।

 WBCS PRELI 2023 Online Crash Course একটি সময়োপযোগী প্রস্তাবনা। কোর্সটি অল্প সময়ের হলেও খুব সযত্নে তৈরি করা যা ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত সুফলদায়ী এবং লাভজনক।