WBPSC Food SI 2023 নিয়োগের বিজ্ঞপ্তি

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) 2023 সালের ফুড সাব ইন্সপেক্টরের (Food SI) ৪৮০টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এর মধ্যে ২২০টি পদ সাধারণের জন্য, তফশিলি জাতির জন্য ৯৭টি ,তফশিলি উপজাতির জন্য ২৯টি, OBC-র জন্য ৮২ টি, PWD-র কর্মীদের জন্য ১৯টি, প্রাক্তন সেনাদের জন্য ২৪টি এবং ক্রীড়া প্রতিভাবানদের জন্য ৯টি আসন সংরক্ষিত।

  • WBPSC Food SI 2023 নিয়োগের যোগ্যতা
    WBPSC Food SI 2023-এর অনলাইন আবেদন শুরু হয়েছে 23 আগস্ট 2023 থেকে। আবেদনের এর শেষ তারিখ 20 সেপ্টেম্বর 2023 পর্যন্ত। মাধ্যমিক পাস করলেই অনলাইনে আবেদন করা যাবে। যাদের মাতৃভাষা বাংলা তাদের বাংলা ভাষায় এবং যাদের মাতৃভাষা নেপালী তাদের নেপালী ভাষায় পড়া, লেখা এবং বলার দক্ষতা থাকতে হবে। পার্সনালিটি টেস্টের সময় মাতৃভাষায় দক্ষতাও পরীক্ষা করা হবে। তখন এই ভাষাজ্ঞানের অভাব পরিলক্ষিত হলে আবেদন বাতিল হয়েও যেতে পারে। ফুড সাব ইন্সপেক্টরের বয়স ১.১.২০২৩ তারিখ অনুসারে 18-40 বছরের মধ্যে হতে হবে। তবে বয়সসীমায় OBC-দের ৩ বছরের SC-ST-দের ৫ বছরের ছাড় আছে। প্রার্থীদের সুস্বাস্থ্য এবং সচ্চরিত্রের অধিকারী হতে হবে।
  • WBPSC Food SI 2023; পে স্কেল
    ৬ঠ পে লেভেলে ROPA-2019 অনুসারে একজন ফুড এস.আইয়ের বেতন ডি.এ, এম.এ এবং এইচ.আর.এ বাদ দিয়ে ২২,৭০০/- থেকে ৫৮,৫০০/-মধ্যে।
  • WBPSC Food SI 2023 নিয়োগের পদ্ধতি
    WBPSC Food SI 2023 অনলাইনে আবেদন করতে wbpsc.gov.in এই ওয়েবসাইটটি খুলে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে লগ ইন করতে হবে। এবার মোবাইল নম্বর ব্যবহার করে রেজিস্ট্রেশন করে এবং একটি পাসওয়ার্ড তৈরি করতে হবে। তারপর ফুড এস আই পোস্টের জন্য আবেদনপত্র পূরণ করে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনপত্র পূরণ করে স্বাক্ষর এবং ছবি আপলোড করতে হবে। তারপর আবেদন মূল্য দিলেই আবেদন সম্পূর্ণ। আবেদন মূল্য ১১০ টাকা । তবে SC-ST এবং PWD-র কর্মীদের জন্য কোন আবেদন মূল্য নেই।
  • WBPSC Food SI 2023 নিয়োগের প্রক্রিয়া
    WBPSC ফুড SI নির্বাচন প্রক্রিয়ার চারটি ধাপ। প্রত্যেক পর্যায়ের পরবর্তী পর্যায়ে পৌঁছাবার জন্য প্রতিটি পর্যায়ে ভাল নম্বর নিয়ে পাস করতে হবে। প্রথমে একটি লিখিত পরীক্ষা দিতে হবে। লিখিত পরীক্ষার সিলেবাস - ৫০ নম্বরের জেনারেল স্টাডিস্‌ (এর অন্তর্ভুক্ত জিকে, কারেন্ট ইভেন্টস, সায়েন্স, ইতিহাস এবং ভূগোল) এবং ৫০ নম্বরের অংক। মোট সম​য় পাওয়া যাবে ৯০ মিনিট। তাতে পাশ করলে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য পার্সোনালিটি টেস্টে ডাকা হয়। পার্সনালিটি টেস্টের জন্য ২০ নম্বর ধার্য। তারও পরের ধাপ হল মেডিকেল পরীক্ষা। এই ধাপে যোগ্যতা অর্জন করলে তবেই চূড়ান্ত তালিকায় নির্বাচিত হবে। ।