WBCS এ গণিত বিষয়টির গুরুত্ব

cd6eb3dcfab9faae30ececff5e5131dc

 

বিগত 38 বছর ধরে পশ্চিমবঙ্গের অন্যতম শিক্ষাবিদ, রাইস গ্রুপের কর্ণধার এবং অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর প্রফেসর (ড:) সমিত রায়ের নেতৃত্বে ও প্রায় 200 জন শিক্ষক-শিক্ষিকা ও 100 জনেরও বেশি শিক্ষাকর্মীর নিরলস তত্ত্বাবধানে পশ্চিমবঙ্গের কয়েক লক্ষ ছাত্র-ছাত্রী কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ চাকরির পরীক্ষায় সফল হয়ে আজ কর্মরত। RICE গ্রুপের 25 বছরের অভিজ্ঞ গণিতের শিক্ষক শুভেন্দু ময়রা, যাঁর হাত ধরে হাজার হাজার পরীক্ষার্থী সফল হয়েছেন বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায়। আজ তাঁর কলম থেকে জেনে নেওয়া যাক WBCS পরীক্ষায় ‘গণিত’ বিষয়টির গুরুত্ব।

পশ্চিমবঙ্গের প্রতিটি সরকারি চাকরিপ্রার্থীদের কাছে WBCS অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা, সামনেই এগিয়ে আসছে এই বছরের WBCS পরীক্ষা। আর এই পরীক্ষায় Preli এবং Main-এ Mathematics  অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয়।

প্রথমেই আসি প্রাথমিক পর্যায়ের আলোচনায়—এখানে আলাদা করে Mathematics পরীক্ষার সিলেবাসে অন্তর্ভুক্ত না থাকলেও  Mental Ability-তে যে ২৫ নম্বর থাকে, সেখানে Mathematics থেকে ১০ থেকে ১৫টি প্রশ্ন এসেই থাকে। মূলত Numbers, Fraction, Decimal Fraction, Simplification, Ratio-Proportion, Percentage, Profit and Loss, Average, Mixture, Interest, Time and Distance, Time and Work, H.C.F.-L.C.M, Partnership, Clock-Calendar, Mensuration-এই অধ্যায়গুলি থেকে বেশ কিছু  elementary প্রশ্ন আমরা পেয়ে থাকি। সঠিকভাবে প্রস্তুতি নিলে এখানকার সকল প্রশ্নগুলোরই উত্তর করা যাবে।

মেইন পরীক্ষার 6th Paper-এ ১০০টি প্রশ্ন গণিত থেকে আসে (এর আগের দুই বছরে একবার ২০০টির মধ্যে ১৬২টি আর একবার ১৩৫টি প্রশ্ন এসেছিল গণিত থেকে)। আগের উল্লেখিত বিষয়গুলি ছাড়াও Basic Geometry, Basic Trigonometry, Quadratic Equation, Co-ordinate Geometry, A.P.–G.P., Data Interpretation, Logarithm এখান থেকেও মেইন পরীক্ষায় প্রশ্ন আসবে।

প্রিলিমিনারি ও মেইন  পরীক্ষার জন্য MCQ প্রশ্ন আসবে। তাই প্রতিটি অধ্যায় থেকে সবরকমের প্রশ্ন সময় ধরে অভ্যাস করতে হবে। অভ্যাসই সাফল্যের চাবিকাঠি। প্রিলিমিনারি-এর ক্ষেত্রে উল্লেখিত অধ্যায়গুলি থেকে basic প্রশ্ন আসে। তাই সাধারণ মানের প্রশ্নগুলি অভ্যাস করতে হবে। ভালোভাবে অধ্যায় ধরে অনুশীলন করলে এখানকার নম্বর Cut-off-এ পৌঁছতে সাহায্য করবে।

মেইন পরীক্ষার ক্ষেত্রে সংখ্যাতত্ত্ব (Number System), শতকরা (Percentage), লাভ-ক্ষতি (Profit and Loss), সময় ও দূরত্ব (Time and Distance), সময় ও কাজ (Time and Work), Mixture and Allegation, Interest (Simple Interest and Compound Interest) গড় (Average)—এই অধ্যায়গুলি থেকে বেশি প্রশ্ন আসে। খুব সম্প্রতি বীজগণিত (Algebra), জ্যামিতি (Geometry), ত্রিকোণমিতি (Trigonometry) থেকেও বেশি সংখ্যায় প্রশ্ন আসছে। এছাড়াও উল্লেখিত বাকি অধ্যায়গুলি থেকেও কমবেশি 4/5টি করে প্রশ্ন আসে। এর আগের বছর Data Interpretation অধ্যায় থেকেও ১৮টি প্রশ্ন এসেছিল। এখানকার প্রশ্নগুলিও উত্তর করার অভ্যাস করতে হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে যে কোনো একটি বইয়ের উল্লেখিত অধ্যায়গুলি থেকে প্রত্যেকটি অঙ্ক সময় ধরে অভ্যাস করতে হবে। আমরা, আমাদের প্রতিষ্ঠানে সারা বছর ধরে এই অধ্যায়গুলি থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন ছাত্রছাত্রীদের অভ্যাস করিয়ে থাকি। 6th Paper-এ Mathematics ও Reasoning-এর থেকে যে ২০০ নম্বর আছে, এখান থেকে বেশি নম্বর তুলে আনতে হবে তবেই চূড়ান্ত সাফল্যলাভ সম্ভব। মনে রাখতে হবে মোট ৩ ঘণ্টায় (১৮০ মিনিট) ১০০টি Math ও ১০০টি Reasoning প্রশ্নের উত্তর করতে গেলে নিয়মিত Objective পদ্ধতিতে Math অনুশীলন করতে হবে। নিয়মিত অনুশীলনই আনবে কাঙ্ক্ষিত সাফল্য।

WBCS ঠিক অন্যান্য সরকারি চাকরির মত নয়, এটা একটা Dream Job, এটা একটা Passion। প্রশাসনিক কর্মজীবনের পথ, এটা অনেকেরই জীবনের কাঙ্ক্ষিত গতিপথ। কিন্তু তার জন্য চাই সঠিক প্রস্তুতি, সঠিক পরিকল্পনা।

যদি মাধ্যমিক পরীক্ষার মত বর্ণনামূলক (Descriptive) নিয়মে অঙ্ক সমাধান করা হয়, তাহলে হবে না, দরকার Objective নিয়মে MCQ পদ্ধতির সঠিক রূপায়ণ। তার জন্য প্রতিটি অধ্যায়-এর প্রতিটি অঙ্কের সঠিক Objective নিয়মে সমাধানের চেষ্টা করতে হবে। আর প্রতিদিন অঙ্ক করাটা অভ্যাসে পরিণত করতে হবে। এইভাবেই একটু একটু করে সাফল্য লাভের পথে এগিয়ে যেতে হবে। স্বপ্ন যেমন দেখবে WBCS অফিসার হবে, স্বপ্নটাকে বাস্তবে রূপায়ণ করার দায়িত্বটাও নিতে হবে। ভবিষ্যৎ জীবনের পথে সকলের সাফল্য কামনা করি।