WBCS Prelims 2023; বিজ্ঞপ্তি

WBCS হল West Bengal Administrative Service এবং অন্যান্য Civil Service পদের জন্য West Bengal Public Service Commission (WBPSC) কর্তৃক গৃহীত একটি প্রতিযোগিতামূলক পরীক্ষা যা প্রতি বছর তিনটি পর্যায়ে নেওয়া হয়। এই প্রক্রিয়ার প্রথমিক পর্যায় হল প্রিলিমিনারি পরীক্ষা। প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে তবে মেইনস এবং তারপর পার্সোনালিটি টেস্টে বসা যায়। 2023 সালে WBCS প্রিলিমিনারি পরীক্ষাটি 5 নভেম্বর অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করেছে WBPSC।

WBCS Prelims Exam Date 2023: সামগ্রিক তথ্য

সংস্থা

West Bengal Public Service Commission(WBPSC)

পরীক্ষার নাম

WBCS Prelims Exam

বিভাগ

Group A, B, C, D

WBCS Preliminary 2023; পরীক্ষার তারিখ

5 November 2023

WBCS নির্বাচনের স্তর

Preliminary Exam, Mains Exam, Interview

যোগ্যতা

Graduation

আবেদনের পদ্ধতি

Online

Official Website

www.wbpsc.gov.in

 

  • WBCS Prelims 2023; সিলেবাস ও প্যাটার্ন

WBCS Prelims-এ শুধুমাত্র একটি পেপারের উপর পরীক্ষা হয়- জেনারেল স্টাডিজ। এই পেপারে আটটি বিষয় থেকে 200টি অবজেক্টিভ ধরণের MCQ থাকে। এই ৮টি বিষয় হলঃ  ইংরেজি কম্প্রিহেনশন, সাধারণ বিজ্ঞান, সমকালীন জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ঘটনাসমূহ, ভারতের ইতিহাস, ভূগোল, ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকনমি, ভারতের জাতীয় আন্দোলন, এবং জেনারেল মেন্টাল এবিলিটি।  মোট 200 নম্বরের এই পরীক্ষার জন্য সময় পাওয়া যায় 2 ঘন্টা। নীচে প্রদত্ত টেবিলটি আসন্ন WBCS Prelims 2023 পরীক্ষার একটি সামগ্রিক চিত্র উপস্থাপন করেঃ

Subject Name

Marks

Questions

Duration 

English Composition

25

25

2 Hours

General Science

25

25

Current events of National & International Importance

25

25

History of India

25

25

Geography of India with special reference to West Bengal

25

25

Indian Polity and Economy

25

25

Indian National Movement

25

25

General Mental Ability

25

25

Total

200

200

2 Hours

 

এবার দেখে নেওয়া যাক WBCS Prelims এর আটটি বিষয়ের ভিতরে কি কি অন্তর্ভুক্তঃ

  1. English Composition
  • Synonyms and Antonyms
  • Idioms and Phrases
  • Vocabulary Test
  • Phrasal Verbs
  • Homophones
  • Fill in the qualifying words
  1. General Science
  • General appreciation
  • Understanding of science
  • Matters of everyday observation
  • Experience as expected from an educated person not having made special studies of scientific disciplines
  1. Current Events of National and International Importance
  • Significant events affecting India and its relations with the world
  1. History of India
  • Ancient
  • Medieval
  1. Geography of India with special reference to West Bengal
  • Physical Geography
  • Social Geography
  • Economic Geography
  1. Indian Polity and Economy
  • Indian Constitution
  • Panchayat Raj
  • Constitutional Bodies, etc.
  1. Indian National Movement
  • Nature and character of Nineteenth-Century Resurgence
  • Growth of Nationalism
  • Attainment of Independence
  1. General Mental Ability
  • Logical Reasoning
  • Common Aptitude
  • WBCS Prelims 2023; পরীক্ষার প্রস্তুতি

WBCS Prelims শুধুমাত্র একটি স্ক্রীনিং টেস্ট, এতে প্রাপ্ত নম্বর চূড়ান্ত নির্বাচনের জন্য বিবেচিত হয় না। কিন্তু মেইন পরীক্ষার প্রবেশদ্বার হিসেবে WBCS Prelims অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাই প্রিলি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে কোন খামতি রাখা চলে না। এমনিতেই WBCS একটি দীর্ঘ ও সময়সাপেক্ষ প্রক্রিয়া, সেখানে একই পরীক্ষা বারংবার দিয়ে সময় ও উদ্যোগ নষ্ট করার অর্থ হয় না। নিখাদ প্রস্তুতি হওয়া উচিত প্রথম থেকেই। RICE Education দীর্ঘ ৩৮ বছর ধরে ১.৫ লক্ষেরও বেশী সফল ছাত্রছাত্রী তৈরীর ঐতিহ্যকে বহন করছে, WBCS পরীক্ষায় RICE Education-এর সাফল্য প্রায় কিংবদন্তির পর্যায়ের। এবার RICE Education শুধুমাত্র WBCS Prelims পরীক্ষার জন্য শুরু করতে চলেছে WBCS PRELI 2023 Online Crash Course। এই ক্রাশ কোর্সটির সম্পর্কে কিছু জেনে নেওয়া যাকঃ-

  • কোর্সটির সময়সীমা

WBCS PRELI 2023 Online Crash Courseটি মাত্র তিন মাসের এবং তা শুরু হচ্ছে 1 আগস্ট 2023 থেকে। এটি খুবই ছোট্ট একটা কোর্স। যেহেতু প্রিলি পরীক্ষা খুব সামনে তাই প্রস্তুতি চূড়ান্ত করার জন্য অল্পদিনের কিন্তু সুপরিকল্পিত এই কোর্সটি ছাত্রছাত্রীদের জন্য খুবই লাভজনক হতে পারে।

  • WBCS PRELI 2023 Online Crash Courseটি যা যা দেয়

যারা প্রিলি পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছে তাদের জন্য নিজের বাড়িতে বসে RICE Education-এর অভিজ্ঞ শিক্ষকদের কাছে 150- ও বেশি Live classes করার এ এক সুবর্ণ সুযোগ। এই ক্লাসগুলো পরে রেকর্ডেড ভিডিও হিসেবেও পাওয়া যাবে যা শিক্ষার্থীরা ডাউনলোড করে ইচ্ছেমত বারবার দেখতে পারবে। 

WBCS PRELI 2023 পরীক্ষায় খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় হল সমকালীন জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ঘটনাসমূহ অর্থাৎ Current Affairs। পরীক্ষার্থীরা এই অনলাইন ক্রাশ কোর্সটি থেকে পেয়ে যাবে ১ বছরের Current Affairs-এর PDFসুতরাং খুঁজে-পেতে বই কেনা বা ইন্টারনেট থেকে খুঁজে বের করে খাতায় একত্রিত করার পরিশ্রম না করে সোজাসুজি বিষয়টি আয়ত্ত করায় মনোনিবেশ করা যাবে।

RICE Education-এর অভিজ্ঞ শিক্ষকদের Note এবং Handouts পরীক্ষার্থীদের কাছে অত্যন্ত মূল্যবান মূলধনস্বরূপ। কারণ প্রতিবার নতুন করে পরীক্ষার ধরণ ও প্রশ্নপত্র গবেষণা করে এগুলো তৈরি করা হয়। একজন শিক্ষার্থী যেভাবে পড়লে পরীক্ষা নিশ্চিতভাবে পাশ করতে পারবে RICE Education সেইভাবেই সমস্ত স্টাডি-মেটেরিয়াল তাদের হাতে তুলে দেয়। ফলে পরীক্ষার্থী নির্ভাবনায় তার প্রিলি প্রস্তুতি নিতে পারবে RICE Education প্রদর্শিত পথে।

  • মকটেস্ট

শুধু পড়লেই তো হবে না, পড়ার পর প্রয়োজন নিজের প্রস্তুতিকে যাচাই করে নেওয়া। WBCS PRELI 2023 Online Crash Courseটিতে কেবল একবার নয় দেওয়া যাবে ২০টি online Mock Test। বারবার ভুল করা এবং শুধরে নেওয়ার পরই যখন আসল পরীক্ষা দিতে বসবে তখন আত্মবিশ্বাস থাকবে অটুট প্রতিটি প্রশ্নের জন্য থাকবে সুষ্ঠু প্রস্তুতি।

 WBCS PRELI 2023 Online Crash Course একটি সময়োপযোগী প্রস্তাবনা। কোর্সটি অল্প সময়ের হলেও খুব সযত্নে তৈরি করা যা ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত সুফলদায়ী এবং লাভজনক।

IBPS Clerk 2023; বিজ্ঞপ্তি প্রকাশিত

IBPS Clerk 2023-এর  বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে www.ibps.in এই ওয়েবসাইটে। IBPS Clerk 2023-এর বিজ্ঞপ্তি, পরীক্ষার তারিখ এবং নির্বাচন প্রক্রিয়া সম্পর্কিত তথ্যগুলি এই নিবন্ধে আলোচনা করা হল।  

IBPS কী?

IBPS –এর পুরো কথা হল Institute of Banking Personnel Selection। IBPS দ্বারা ব্যাঙ্কের ক্লারিক্যাল শূন্যপদগুলির জন্য কর্মী নিযুক্ত হয়।

  • যারা ব্যাঙ্কিং ক্ষেত্রে IBPS ক্লার্কের জন্য প্রার্থী এবার তাদের অপেক্ষার পালা শেষ। কারণ 27 জুন 2023 তারিখে অফিসিয়াল ওয়েবসাইট ibps.in-এ প্রকাশিত হয়েছে 2023 IBPS Clerk –এর বিজ্ঞপ্তি। প্রার্থীরা 1 জুলাই 2023 থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করার শেষ তারিখ 21 জুলাই 2023।
  • IBPS-এ অংশগ্রহণকারী ব্যাঙ্ক ১১টি-
  1. Bank of Baroda
  2. Bank of India
  3. Bank of Maharashtra
  4. Canara Bank
  5. Central Bank of India
  6. Indian Bank
  7. Indian Overseas Bank
  8. Punjab National bank
  9. Punjab and Sind Bank
  10. UCO Bank
  11. Union Bank of India

এই ১১টি ব্যাঙ্কের ক্লার্ক নিয়োগের জন্য সাধারণ নিয়োগ প্রক্রিয়া হল CRP অর্থাৎ Common Recruitment Prosses.   2023-এ হতে চলেছে ১৩তম নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ   CRP CLERKS-XIII যার দ্বারা নিয়োগ হবে 2024-25 অর্থবর্ষের শূন্যপদগুলিতে।

IBPS Clerk 2023 পরীক্ষার বিষয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলি হলঃ

IBPS Clerk 2023

পরিচালনা কর্তৃপক্ষ

Institute of Banking Personnel Selection

(ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন) (IBPS)

পরীক্ষার নাম

IBPS Clerk CRP XIII

পোস্ট

Clerical Cadre বা করণিক

পরীক্ষার স্তর

জাতীয়

অ্যাপ্লিকেশন মোড

অনলাইন

শূন্যপদ

4,545

বিভাগ

ব্যাঙ্ক

বিজ্ঞপ্তি

প্রকাশিত 

প্রশ্নের ভাষা

ইংরেজি এবং হিন্দি সহ 13টি ভাষা

প্রশ্নের প্রকৃতি

MCQ

পরীক্ষার মোড

অনলাইন

IBPS Clerk পরীক্ষার পর্যায়

Two tire প্রিলি ও মেইনস পরীক্ষা

শিক্ষাগত যোগ্যতা

স্নাতক

বয়সসীমা

20 বছর - 28 বছর

সরকারি ওয়েবসাইট

www.ibps.in

অফিসিয়াল ওয়েবসাইটে IBPS Clerk বিজ্ঞপ্তি থেকে শুরু করে প্রিলি এবং মেইন পরীক্ষাসহ সমস্ত গুরুত্বপূর্ণ তারিখের এইরকম একটি তালিকা প্রকাশিত হয়েছে --

IBPS Clerk 2023 পরীক্ষার তারিখ: গুরুত্বপূর্ণ বিবরণ

IBPS Clerk 2023 ইভেন্ট

তারিখ

IBPS Clerk 2023 বিজ্ঞপ্তি প্রকাশ

27 জুন 2023

IBPS Clerk 2023 অনলাইন আবেদন শুরু

1 জুলাই 2023

IBPS Clerk 2023 অনলাইনে আবেদন করার শেষ তারিখ

21 জুলাই 2023

IBPS Clerk 2023 প্রিলিমস অ্যাডমিট কার্ড 

-

প্রিলিমিনারি- অনলাইন পরীক্ষা 

26 ও  27 আগস্ট এবং 2 সেপ্টেম্বর 2023

আইবিপিএস ক্লার্ক মেইন অ্যাডমিট কার্ড

-

মেইন- অনলাইন পরীক্ষা 

অক্টোবর 2023

IBPS Clerk 2023 বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল 27 জুন 2023-এ। IBPS Clerk-এর জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া 1 জুলাই 2023-এ শুরু হয়েছে। আবেদনের শেষ দিন 2023-এর 21 জুলাই। আগ্রহী প্রার্থীদের জন্য এই সময়সীমা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই নির্দিষ্ট সময়সীমার মধ্যেই অনলাইন আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে।

IBPS ক্লার্ক 2023; শূন্যপদ

IBPS Clerk 2023 বিজ্ঞপ্তির সাথে শূন্যপদের যে বিবরণ প্রকাশ করেছে তা নিম্নরূপ। এরসঙ্গে পূর্ববর্তী বছরের শূন্যপদের তালিকারও তুলনা করা যেতে পারে।

বছর

শূন্যপদ

2024 - 25

4,545

2022 – 23

6,035

2021 – 22

7,855

2020 – 21

2,557

2019 – 20

12,075

IBPS Clerk 2023; অনলাইন আবেদন

IBPS Clerk 2023–এর অনলাইন আবেদন 1 জুলাই 2023 থেকে শুরু হয়েছে৷ প্রার্থীদের প্রয়োজনীয় নথি এবং নিজের হাতে লেখা বিবৃতিসহ অনলাইন আবেদন জমা দিতে হবে৷ IBPS Clerk CRP-XIII- এর জন্য অনলাইন আবেদন করার শেষ তারিখ 21 জুলাই 2023৷

IBPS Clerk 2023; রেজিস্ট্রেশনের নানা ধাপ

IBPS Clerk Exam 2023- এর জন্য আবেদন করার ধাপগুলি হলঃ-

  1. অফিসিয়াল ওয়েবসাইট ibps.in এ প্রবেশ
  2. IBPS Clerk 2023 এর জন্য অনলাইন রেজিস্ট্রেশনের বিজ্ঞপ্তিতে ক্লিক করতে হবে।
  3. ব্যক্তিগত শংসাপত্র, ফোন নম্বর এবং ইমেল আইডি ব্যবহার করে রেজিস্ট্রেশন করতে হবে।
  4. রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে ব্যক্তিগত বিবরণ এবং যোগাযোগের বিবরণ পূরণ করতে হবে।
  5. রেজিস্ট্রেশন সফল হওয়ার পর একটি রেজিস্ট্রেশন আইডি এবং পাসওয়ার্ড পাওয়া যাবে।
  6. প্রাপ্ত রেজিস্ট্রেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে এবং ক্যাপচা ব্যবহার করে ভেরিফাই বা যাচাই করতে হবে।
  7. লগ ইন বাটনে ক্লিক করে ফর্মটির বিস্তারিত বিবরণ পূরণ করে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
  8. প্রয়োজনীয় আবেদন ফি অনলাইনেই দিতে হবে।
  9. ফর্ম ফিল আপ হয়ে গেলে তা নিজের কাছে এক কপি সেভ করে রাখতে হবে ভবিষ্যতে রেফারেন্সের জন্য।

প্রার্থীদের অবশ্যই সতর্ক থাকতে হবে শেষ তারিখের আগে আবেদন সম্পূর্ণ করার ব্যাপারে।

IBPS Clerk 2023; আবেদন ফি

IBPS Clerk 2023 পরীক্ষার আবেদনের ফি প্রার্থীর সামাজিক অবস্থান অনুযায়ী নির্ধারিত হয়। SC/ST/PWD বিভাগের অন্তর্গত প্রার্থীদের জন্য, আবেদন ফি হল 175/- টাকা। মনে রাখতে হবে যে এই ফি শুধুমাত্র ইনটিমেশন চার্জ । অন্যদিকে, সাধারণ এবং অন্যান্য বিভাগের প্রার্থীদের জন্য, আবেদন ফি হল 850/- টাকা। এই ফিতে ইনটিমেশন চার্জ এবং অ্যাপ্লিকেশন ফি উভয়ই অন্তর্ভুক্ত রয়েছে। আবেদন প্রক্রিয়া চলাকালীন প্রার্থীদের তাদের বিভাগ অনুযায়ী উপযুক্ত ফি দিতে হবে। আবেদন ফি জমা দিলে তবেই IBPS ক্লার্কের অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। বিভাগ অনুযায়ী আবেদন ফি-র সারণীঃ-

IBPS clerk 2023 আবেদন ফি

শ্রেণি

আবেদন ফি

SC/ST/ PwD

175/- (শুধুমাত্র ইনটিমেশন চার্জ)

সাধারণ এবং অন্যান্য

            850/- (সূচনা চার্জ সহ ফি)

IBPS Clerk 2023; যোগ্যতার মানদণ্ড

IBPS clerk- এর সাম্প্রতিক বিজ্ঞপ্তি 2023 অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা এবং বয়সসীমার একটি মানদণ্ড রয়েছে৷ প্রার্থীরা IBPS ক্লার্ক পরীক্ষা 2023-এর জন্য আবেদন করার জন্য যোগ্য যদি তিনি উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা এবং কম্পিউটার জ্ঞানের সমস্ত শর্তগুলি পূরণ করেন৷

IBPS Clerk 2023; শিক্ষাগত যোগ্যতা

IBPS Clerk Recruitment 2023-এর জন্য আবেদন করতে হলে ভারতের কেন্দ্রীয় সরকার কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে একটি স্নাতক বা সমতুল্য কোনো ডিগ্রি থাকতে হবে।

প্রার্থীদের অবশ্যই একটি বৈধ মার্ক-শিট বা ডিগ্রির শংসাপত্র থাকতে হবে যে তিনি নিবন্ধন করার দিনে স্নাতক হয়েছেন। IBPS Clerk 2023-র জন্য অনলাইনে আবেদন করার সময় স্নাতকের প্রাপ্ত নম্বরের শতাংশ নির্দেশ করতে হবে।

 IBPS Clerk 2023; কম্পিউটার জ্ঞান

কম্পিউটার সিস্টেম অপারেটিং এবং কম্পিউটারে কাজের জ্ঞান বাধ্যতামূলক, যেমন প্রার্থীদের কম্পিউটার অপারেশন বা কম্পিউটার ল্যাঙ্গুগুয়েজের সার্টিফিকেট, ডিপ্লোমা অথবা ডিগ্রি থাকতে হবে। হাই স্কুল, কলেজ, ইনস্টিটিউটে পাঠ্যবিষয়গুলির মধ্যে কম্পিউটার বা তথ্যপ্রযুক্তি অন্যতম একটি বিষয় হিসাবে থাকতে হবে।

যে রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের শূন্যপদগুলির জন্য প্রার্থী আবেদন করতে চান সেখানকার সরকারি ভাষায় দক্ষতা অর্থাৎ পড়তে, লিখতে এবং বলতে জানলে তা অগ্রাধিকার পাবে।

প্রাক্তন সৈনিকদের ক্ষেত্রে অন্তত ম্যাট্রিকুলেশন থাকতে হবে। প্রাক্তন সৈন্যরা যাঁরা সশস্ত্র বাহিনীতে কমপক্ষে 15 বছর চাকরি করার পরে নৌবাহিনী বা বিমান বাহিনীতে আর্মি স্পেশাল সার্টিফিকেট অফ এডুকেশন বা সংশ্লিষ্ট সার্টিফিকেট পেয়েছেন তাঁরা এই পোস্টটির জন্য আবেদন করার যোগ্য।

 IBPS Clerk 2023; বয়সসীমা

IBPS Clerk নিয়োগের নির্ধারিত বয়সসীমা এইরকম

ন্যূনতম বয়স: 20 বছর

সর্বোচ্চ বয়স: 28 বছর

IBPS Clerk 2023-এর জন্য বয়স শিথিলকরণ

বয়স শিথিলকরণ সারণি

ক্রম নং

শ্রেণি

বয়স শিথিলকরণ

01

তফসিলি জাতি / তফসিলি উপজাতি

5 বছর

02

অন্যান্য অনগ্রসর শ্রেণি (নন ক্রিমি লেয়ার)

3 বছর

03

প্রতিবন্ধী ব্যক্তি

10 বছর

04

প্রাক্তন - সার্ভিসম্যান / অক্ষম প্রাক্তন - সার্ভিসম্যান

প্রতিরক্ষা বাহিনীতে অবসর নেওয়ার থেকে 3 বছর পর্যন্ত   (SC/ST-এর অন্তর্গত প্রতিবন্ধী প্রাক্তন সেনাদের জন্য 8 বছর) সর্বোচ্চ বয়সসীমা 50 বছর 

05

বিধবা, বিবাহবিচ্ছিন্ন নারী এবং স্বামীবিচ্ছিন্ন যে নারীরা পুনরায় বিয়ে করেননি

9 বছর

06

1984 সালের দাঙ্গায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা

5 বছর

IBPS Clerk 2023; নির্বাচন প্রক্রিয়া

IBPS Clerk 2023-এর বিজ্ঞপ্তি অনুসারে, আইবিপিএস ক্লার্কের পদ নির্বাচনের জন্য কোনও ইন্টারভিউ প্রক্রিয়ার প্রয়োজন নেই, মেইন পরীক্ষার ফলাফলকে 100% গুরুত্ব দেওয়া হয় । যে প্রার্থীরা IBPS Clerk 2023 প্রিলিমিনারি পাশ করে তালিকাভুক্ত হবেন তারাই IBPS Clerk 2023-এর মেইন পরীক্ষা জন্য উপস্থিত হতে পারবেন।

IBPS Clerk 2023; পরীক্ষার প্যাটার্ন

IBPS Clerk 2023 পরীক্ষা  দুটি পর্যায়ে অনুষ্ঠিত হবে: প্রিলি এবং মেইন। IBPS Clerk 2023 প্রিলি পরীক্ষার প্যাটার্ন নিচে দেওয়া হল। প্রিলি পরীক্ষা 100 নম্বরের, সময় 1-ঘণ্টা এবং মেইন পরীক্ষা 200 নম্বরের তার জন্য বরাদ্দ সময় 160 মিনিট।

IBPS Clerk 2023 পরীক্ষার প্যাটার্ন

IBPS Clerk পরীক্ষার পর্যায়

বিষয়

প্রশ্নের সংখ্যা

নম্বর

সময়কাল

প্রিলিমিনারি পরীক্ষা

ইংরেজি ভাষা

30

30

20 মিনিট

নিউমেরিক্যাল এবিলিটি

35

35

20 মিনিট

রিজনিং এবিলিটি

35

35

20 মিনিট

মোট

 

100

100

1 ঘন্টা

মেইনস পরীক্ষা

ইংরেজি ভাষা

40

40

35 মিনিট

কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড

50

50

45 মিনিট

রিজনিং এবিলিটি অ্যান্ড কম্পিউটার

50

60

45 মিনিট

জেনারেল/ ফিনানশিয়াল অ্যাওয়ারনেস

50

50

35 মিনিট

মোট

 

190

200

2 ঘন্টা 40 মিনিট

IBPS Clerk 2023; নেগেটিভ মার্কিং

  • নেগেটিভ মার্কিং থাকবে। ভুল উত্তর দিলে নির্দিষ্ট প্রশ্নের জন্য নির্ধারিত নম্বরের ¼ বা 0.25 কাটা যাবে প্রধান এবং প্রিলিম উভয় ক্ষেত্রেই MCQ থাকবে ।
  • সাধারণ ইংরেজির পরীক্ষা ব্যতীত বস্তুনিষ্ঠ পরীক্ষার প্রশ্নগুলো হবে দ্বিভাষিক অর্থাৎ ইংরেজি ও হিন্দিতে।

IBPS Clerk 2023; সিলেবাস

সাধারণত, IBPS Clerk Bank Exam 2023-এ প্রাথমিক পরীক্ষার জন্য কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, রিজনিং এবং ইংরেজি থাকে। IBPS Clerk মেইনস পরীক্ষায় কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউড, রিজনিং এবং ইংরেজি ছাড়াও সাধারণ জ্ঞান এবং কম্পিউটার জ্ঞানের বিষয় থাকবে।

IBPS Clerk 2023; বেতন কাঠামো

একজন IBPS ক্লার্কের প্রাথমিক বেতন প্রতি মাসে 28,000 থেকে 30,000 টাকা। IBPS Clerk  2023-এর মহার্ঘ ভাতা, বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা এবং পরিবহন ভাতাসহ প্রারম্ভিক বেসিক বেতন হল 19,900 টাকা। IBPS ক্লার্কের বেতন কাঠামোর তালিকাঃ

IBPS Clerk বেতন কাঠামো

বেতন গঠন

পরিমাণ ( টাকায় ।)

মূল বেতন

19,900/-

মহার্ঘ ভাতা

পরিবর্তনশীল

বাড়ি ভাড়া ভাতা

পরিবর্তনশীল

মেডিকেল ভাতা

পরিবর্তনশীল

পরিবহন ভাতা

পরিবর্তনশীল

মোট বেতন (প্রায়)

28,000 – 30,000

IBPS Clerk 2023; প্রাক-পরীক্ষা প্রশিক্ষণ

IBPS নির্দিষ্ট কেন্দ্রে SC/ST/ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের প্রার্থীদের জন্য প্রাক্‌-পরীক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা করে। প্রার্থীরা প্রশিক্ষণ গ্রহণের জন্য অনলাইনে আবেদন করার সময় প্রাসঙ্গিক কলামের পাশের নির্দেশে ক্লিক করে এটি পেতে পারেন। নিচে প্রাক-পরীক্ষা প্রশিক্ষণ কেন্দ্রগুলির তালিকা রয়েছে:

উত্তর অঞ্চল কেন্দ্র

দক্ষিণ অঞ্চল কেন্দ্র

পূর্ব অঞ্চল কেন্দ্র

পশ্চিম অঞ্চল কেন্দ্র

আগ্রা

বেঙ্গালুরু

আগরতলা

আহমেদাবাদ

এলাহাবাদ

চেন্নাই

বালাসোর

ঔরঙ্গবাদ

অমৃতসর

কোয়েম্বাটুর

বেহরামপুর (গঞ্জাম)

ভোপাল

বরেলি

গুলবর্গা

ভুবনেশ্বর

ইন্দোর

চণ্ডীগড়

হায়দ্রাবাদ

ধানবাদ

জবলপুর

দেরাদুন

কাভারত্তি

গুয়াহাটি

জয়পুর

গোরখপুর

কোচি

হুলি

যোধপুর

জম্মু

মাদুরাই

কলকাতা

মুম্বই

কানপুর

ম্যাঙ্গালোর

মুজাফফরপুর

নাগপুর

কর্নাল

মহীশূর

পাটনা

পানাজি (গোয়া)

লখনউ

পোর্ট ব্লেয়ার

রাঁচি

পুনে

লুধিয়ানা

পুদুচেরি

সম্বলপুর

রায়পুর

নতুন দিল্লি

থিরুচিরাপল্লী

শিলং

রাজকোট

পাতিয়ালা

তিরুবনন্তপুরম

শিলিগুড়ি

ভাদোদরা

রোহতক

বিজয়ওয়াড়া

তিরুপতি

-

সিমলা

বিশাখাপত্তনম

-

-

বারাণসী

-

-

-

IBPS Clerk 2023; রেজাল্ট

IBPS Clerk 2023 পরীক্ষার ফলাফল প্রতিটি ধাপের জন্য আলাদাভাবে প্রকাশিত হবে। চূড়ান্ত রাজ্যভিত্তিক মেধা তালিকা এবং বিভাগ-ভিত্তিক মেধা তালিকা অনলাইন মেইন পরীক্ষায় প্রার্থীদের প্রাপ্ত নম্বরের ক্রম অনুসারে প্রস্তুত করা হবে। যে প্রার্থীদের নির্ধারিত মেধা তালিকায় থাকবে পরে তাদের ব্যাঙ্কগুলিতে ক্লার্ক পদে নিয়োগের জন্য বিবেচনা করা হবে।

IBPS Clerk 2023; কাট অফ

IBPS Clerk কাট-অফ হল প্রার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা যার ভিত্তিতে পরীক্ষায় প্রার্থীর চূড়ান্ত নির্বাচন হবে। পরীক্ষার ফলাফলের সাথে কাট-অফ বের হবে। কাট-অফ পূর্ববর্তী বছরের ফলাফল থেকে অনুমান করা যেতে পারে।

SSC CGL 2022-এ RICE Education-এর বিরাট সাফল্য

ভারতবর্ষের অন্যতম বৃহৎ নিয়োগকারি বোর্ড স্টাফ সিলেকশন কমিশন (SSC)। তারা প্রতি বছর CGL পরীক্ষা পরিচালনা করে এবং লক্ষ লক্ষ পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করেন। ভারত সরকারের শীর্ষ মন্ত্রণালয়, সরকারি দপ্তর এবং সরকারি সংস্থার বিভিন্ন পদে গ্রুপ B এবং C অফিসারদের নিয়োগ সংঘটিত হয় এই CGL পরীক্ষার মাধ্যমে। যারা একটি সুনিশ্চিত এবং স্থায়ী ভবিষ্যতের জন্য সরকারি চাকরির লক্ষ্যে এগোতে চান এমন প্রার্থীদের জন্য SSC CGL একটি চমৎকার সুযোগ। এর আকর্ষণীয় বেতন এবং সুযোগ-সুবিধা প্রার্থীদের SSC CGL পদের জন্য আবেদন করতে প্রাণিত করে। SSC CGL-এর অধীনে অসংখ্য পদ এবং তাতে প্রতি বছর হাজার হাজার কর্মী নিয়োগ করা হয়। SSC CGL একটি National level- এর পরীক্ষা। ১৮ থেকে ৩০ বছর বয়স পর্যন্ত এই পরীক্ষা দেওয়ার সুযোগ পাওয়া যায়।

  • Staff Selection Commission, SSC CGL-পরীক্ষার মাধ্যমে বিভিন্ন বিভাগে যে সব পদে নিয়োগ করে সেগুলো হলঃ
  1. Assistant in Ministries/Department, Attached and Subordinate office of the Government of India
  2. Postal Assistant/Sorting Assistant
  3. Inspector of Income Tax Research Assistant
  4. Preventive Officers in Customs10. Compiler in Registrar General of India
  5. Inspectors of Central Excise & Customs
  6. Tax Assistant in CBDT and CBEC
  7. Examiner in Customs12. Accountant/Junior Accountant
  8. Assistant Enforcement Officer in the Directorate of Enforcement, Department of Revenue
  9. Auditor Offices under C&AG, CGDA, CGA & Others
  10. Sub-Inspectors in Central Bureau of Narcotics & CBI
  11. Divisional Accountant, Jr. Accountant, Auditor & UDCs in various offices of the Government of India.
  • SSC CGL পরীক্ষার স্তরবিভাগ

CGL পরীক্ষা দুটি স্তর বা ধাপে সম্পাদিত হয়—প্রিলিম এবং মেইন। SSC CGL এ বিভিন্ন পদের জন্য যোগ্যতার মানদন্ড আলাদা, তার একটা তালিকা করা যেতে পারে—

জন্য যোগ্যতার মানদন্ড আলাদা, তার একটা তালিকা করা যেতে পারে—

SSC CGL 2023 শিক্ষাগত যোগ্যতা

পোস্ট

শিক্ষাগত যোগ্যতা

Assistant Audit Officer অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার    

কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অপরিহার্য। 

CS/CA/MBA/Cost Management Accountant/commerce-এ স্নাতকোত্তর এবং বিজনেস স্টাডিজে স্নাতকোত্তর কাঙ্ক্ষিত

Junior Statistical Officer (JSO)

জুনিয়ার স্ট্যাটিস্টিকাল অফিসার

একটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রী (ক্লাস ১২এ গণিতে ন্যূনতম 60%)

বা

যেকোন শাখায় স্নাতকের সঙ্গে একটি বিষয় হিসাবে স্ট্যাটিস্টিক থাকতে হবে। 

কম্পাইলার পোস্ট

কোন একটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রীতে অর্থনীতি বা

গণিত অথবা পরিসংখ্যান একটি কম্পালসারি বা ঐচ্ছিক বিষয় হিসাবে থাকতে হবে।

অন্যান্য সব পোস্ট

কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি।

 

  • SSC CGL নির্বাচন প্রক্রিয়া

SSC CGL পরীক্ষা দুটি স্তরে পরিচালিত হয়। ১ম স্তরে একটি অনলাইন এবং কম্পিউটার-ভিত্তিক পরীক্ষা হয়। এই ১ম স্তরটি যারা উত্তীর্ণ হয় শুধুমাত্র সেই সমস্ত প্রার্থীরাই SSC CGL টায়ার 2 বা ২য় স্তরের পরীক্ষায় বসতে পারে।

  • SSC CGL সিলেবাস

SSC CGL টায়ার 2-তে তিনটি পেপার থাকে— পেপার I, পেপার II এবং পেপার III।

পেপার I সকল পোস্টের জন্য বাধ্যতামূলক। পরিসংখ্যান এবং প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (Programme Implementation) মন্ত্রকের জুনিয়ার স্ট্যাটিস্টিকাল অফিসার (Junior Statistical Officer) পদের জন্য পেপার II এবং যারা সহকারী অডিট অফিসার বা সহকারী অ্যাকাউন্ট অফিসার পদের জন্য আবেদন করবেন তাদের জন্য পেপার III-র পরীক্ষা ধার্য।

SSC CGL-এ টিয়ার 2 পরীক্ষার পেপার I, পেপার II এবং পেপার III এর জন্য আলাদাভাবে কাট-অফ প্রকাশ করা হয়।

  • SSC CGL পরীক্ষা প্যাটার্নের সামগ্রিক বিবরণ সারণী

স্তর

পরীক্ষার প্রকারভেদ

পরীক্ষার মোড

টিয়ার I

মাল্টিপল চয়েস

কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (CBT)

(অনলাইন)

টিয়ার II

পেপার I: সমস্ত পদের জন্য বাধ্যতামূলক।

কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (CBT)

(অনলাইন)

প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন মন্ত্রকের জুনিয়ার স্ট্যাটিস্টিকাল অফিসার

কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (CBT)

(অনলাইন)

পেপার III: সহকারী অডিট অফিসার/সহকারী অ্যাকাউন্টস অফিসারের পদের জন্য আবেদনকারী প্রার্থীরা এই বিষয়ের পরীক্ষা দেবেন।

(অবজেক্টিভ টাইপ এবং MCAQ)

(ছাড়: পেপার I এর বিভাগ III এর মডিউল II)

কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (CBT)

(অনলাইন)

  • RICE Education- এর বিরাট সাফল্য

সরকারি চাকরির পরীক্ষার প্রশিক্ষণের ক্ষেত্রে সবচেয়ে সফল, সবচেয়ে নির্ভরযোগ্য সংস্থা RICE Education গর্বিত যে আরও একবার সংস্থার ছাত্রছাত্রীরা পৌঁছতে পেরেছে সাফল্যের শিখরে। সদ্য প্রকাশিত হয়েছে SSC CGL 2022-এর রেজাল্ট, আর সেই  সাফল্যের তালিকা জুড়ে আছে RICE Education-এর কৃতি ছাত্রছাত্রীরা। কেন্দ্রীয় সরকারের অধীনে মাসিক প্রায় 50,000/- থেকে 1,50,000/- বেতনের চাকরি পেয়েছে RICE Education- এর ৬০ জনেরও বেশি ছাত্রছাত্রী।

  • RICE Education একটি স্বপ্নের বাস্তবায়ন

RICE Education-এর কর্ণধার প্রফেসর (ডঃ) সমিত রায় এই স্বপ্ন নিয়েই শুরু করেছিলেন যে সর্বভারতীয় স্তরের চাকরির পরীক্ষায় যেন বাংলার ছেলেমেয়েরা বসতে পারে এবং বিভিন্ন কেন্দ্রীয় সরকারি দপ্তরে বাঙালিরা নিয়োগ পায়। সেই লক্ষ্যে পৌঁছাতে RICE Education প্রত্যেক শিক্ষার্থীকে আলাদাভাবে যত্নের সঙ্গে গড়ে তোলে। সফল ছাত্রছাত্রীরাও অকুন্ঠভাবে স্বীকার করে তাদের সাফল্যের নেপথ্যে RICE Education- এর অবদান। যেমন, বেহালা থেকে রোহন ভঞ্জ চৌধুরী SSC CGL-2021, OTHER THAN AAOs/JSO/STATISTICAL INVESTIGATOR পদে নিয়োগ পেয়েছেন। তিনি জানিয়েছেন যে গ্র্যাজুয়েশনের আগেই ২০১৯ সালে তিনি RICE-এ ভর্তি হয়েছিলেন। তাঁর মতে সরকারি চাকরি পাওয়ার জন্য গাইডেন্স অত্যন্ত প্রয়োজনীয়, এই গাইডেন্স তিনি পেয়েছেন RICE Education-এ। তিনি বলেছেন এখানে টিচারদের কাছে সরাসরি পড়তে পেরেছেন তিনি। প্রতি সপ্তাহে টেস্ট, মান্থলি টেস্ট, মকটেস্ট ইত্যাদির মাধ্যমে রাইস তাকে আত্মবিশ্বাস দিয়েছে। CGL- এর দীর্ঘ বাছাই প্রক্রিয়া পার হতে উৎসাহ ও ধৈর্য দুটোই দরকার হয়। যখন RICE Education-এর গাইডেন্স থাকে তখন ছাত্রছাত্রীরা নিরন্তর উৎসাহ ও লেগে থাকার উদ্দীপনা পায় শিক্ষকদের থেকে, সহপাঠীদের থেকে।   

UPSC-র ঠিক পরেই যেসব কেন্দ্রীয় সরকারি দপ্তর তাতে নিয়োগের জন্য SSC যে CGL (Combined Graduate Level) পরীক্ষাটা নেয় তাতে চারটে গুরুত্বপূর্ণ বিষয় অংক, ইংরেজি, রিজনিং এবং G.K- G.I। প্রত্যেক সফল শিক্ষার্থী একবাক্যে স্বীকার করেছেন যে RICE Education-এ গুরুত্বপূর্ণ প্রত্যেকটা সাবজেক্টই এত ভালোভাবে পড়ানো হয়েছে, ক্লাস ওয়ার্ক, হোম ওয়ার্ক, উইকলি ও মান্থলি পরীক্ষার মাধ্যমে ভিত্তি শক্ত করা হয়েছে যে তাঁরা প্রত্যেকটা সাবজেক্টেই ভালো মার্কস তুলতে পেরেছেন। সবচেয়ে বড়কথা অনেকে গ্র্যাজুয়েশনের পরে প্রথম সুযোগেই এই কঠিন পরীক্ষাটি পাশ করেছেন। যেমন, শিলিগুড়ির ছাত্র শুভার্থী নন্দী AAO/AAO,Assistant Audit Officer পদে নিয়োগ পেয়েছেন, বলেছেন এটা তাঁর জীবনের শ্রেষ্ঠ এচিভমেন্ট। কারণ তিনি একবারেই গেজেটেড অফিসার হতে পেরেছেন। তাঁর মা-বাবা গর্বিত। শুভার্থী RICE-এর ১০০% স্কলারশিপ নিয়ে পড়তে এসেছিলেন। অত্যন্ত ট্যালেন্টেড শুভার্থী বলেনঃ “আমার যেটুকু ট্যালেন্ট ছিল RICE সেটাকে কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে আর সাকসেস এনে দিয়েছে”। তিনি আশাতিরিক্ত সাহায্য পেয়েছেন অংক, G.I-এর স্যারেদের থেকে- এঁদের কাছে রাত দুটো তিনটেতেও যদি তিনি কোন অংক বা প্রবলেম whatsapp করে পাঠাতেন তবে সবসময়ই তাঁরা উত্তর দিতেন। শুভার্থীর মতে ভবিষ্যৎ পরীক্ষার্থী যারা সফল হতে বদ্ধপরিকর তাদের আসতেই হবে RICE-এ। RICE Education –কে তিনি ১০-এ ১০ রেটিং দিয়েছেন।

বেলঘড়িয়ার স্বর্ণাভ হালদার Other than AAO/JSO,Tax Assistant পদে চাকরি পেয়েছেন। ২০২০তে লকডাউনের সময় যখন হোয়াটসঅ্যাপে ক্লাস হত সেই সময়কার ছাত্র স্বর্ণাভ। CGL পরীক্ষা দিয়েছিলেন মরিয়া হয়ে। WBCS- এর লম্বা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে যেতে হতাশ স্বর্ণাভ যখন CGL পাশ করলেন, প্রথমেই মনে হল জীবনে যেন শান্তি এল। এখানে এসে প্রথমদিনেই বুঝেছিলেন যে কম্পিটিশনটা কোন পর্যায়ের! স্যার ম্যামরা কি পড়তে হবে আর কি পড়তে হবে না এটা প্রথমেই বুঝিয়ে দিয়েছিলেন। তাঁর মতে ‘কি পড়তে হবে না’ এটা বোঝা বেশি জরুরী কারণ এখানে নষ্ট করার মত সময় নেই। ইতিহাসের সুরজিৎ স্যার অসাধারণ, ক্লাসেই পড়া তৈরি হয়ে যেত। কনস্টিটিউশনের অনুরাধা ম্যাম, ইকনমিক্সের  বিপ্লব স্যার, কারেন্ট অ্যাফেয়ার্সের প্রতাপ স্যার খুব হেল্প করেছিলেন। স্বর্ণাভ মনে করেন, একা একা পড়ে বা এদিক ওদিকে তাকিয়ে চাকরির পরীক্ষার ব্যাপক প্রতিযোগিতার কোন ধারণা তৈরি হয় না। এটা বোঝার জন্য এবং কোনটা না পড়লেও হবে জানার জন্য ভবিষ্যৎ পরীক্ষার্থীদের তিনি RICE-এ ভর্তি হওয়ার পরামর্শ দেন। ইন্টারনেটে ক্লাস করেও তিনি RICEকে ১০-এর মধ্যে ৮ রেটিং দিয়েছেন।

Other than AAO/JSO, Auditor  পদে সুযোগ পেয়ে বহরমপুরের বাণী কোনাই এত উচ্ছ্বসিত যে কথা বলার ভাষা পাচ্ছিলেন না। জানালেন, চর্চার অভাবে তাঁর ইতিহাস, ভূগোল, ইকোনমিক্স, পলিটি ইত্যাদি আর্টস সাবজেক্টে ভীতি চলে এসেছিল। সেটা দূর করেছে RICE-এর শিক্ষকদের অসামান্য শিক্ষাদানের পদ্ধতি। RICE-এর গাইডেন্সই তাঁর উদ্দেশ্য সফল করতে সাহায্য করেছে, এজন্য তিনি RICE Education-এর কাছে কৃতজ্ঞতা জানান।

SSC CGL 2021-এ পশ্চিমবঙ্গ থেকে ফার্স্ট হয়ে বর্তমানে এসিস্ট্যান্ট অডিট অফিসার রিয়া দত্ত RICE Education শিয়ালদহের স্টুডেন্ট ছিলেন। তিনি এই ব্যাপক সাফল্যের বিষয়ে কথা বলতে গিয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরেছেন। বলেছেন, একথা ঠিক যে, নিজের প্রচেষ্টা ছাড়া সফলতা পাওয়া যায় না কিন্তু সেই প্রচেষ্টা হতে হবে সঠিক দিশায়। RICE-এর কাজ ভিত্তি তৈরি করে দেওয়া। RICE-এর গাইডেন্স এবং টিচারদের সাহায্য তাঁকেও একটি শক্ত ভিত্তি তৈরি করে দিয়েছিল। তাঁর এখনও মনে আছে ইকনমিক্সের জয়িতা ম্যামের অসাধারণ পড়ানোর কথা। তাঁর মাইক্রোইকনমিক্সের ক্লাসটা রিয়া আজও ভুলতে পারেননি এমন একটা স্বচ্ছ ধারণা ম্যাডাম তৈরি করে দিয়েছেন। CGL-এর টীয়ার ২ অর্থাৎ ফাইনালে ফাইনান্স এবং ইকনমিক্স পরীক্ষায় তাই আর কোন ভয় ছিল না তাঁর। RICE Education-এ অসাধারণ G.K-র ক্লাস স্মরণ করে তিনি বলেছেন অপশন এলিমিনেট করে কিভাবে সঠিক উত্তর খুঁজে নিতে হয় সেটা শিখিয়ে আত্মবিশ্বাসী করে তুলেছিল রাইস। নতুনদের তিনি বলতে চান RICE Education-এ ভর্তি হতেই হবে কিন্তু সেটাই শেষ কথা নয়, RICE যেমনভাবে গাইড করে নিজেকে পরিশ্রম করে তেমনভাবেই তৈরি হতে হবে তবেই সাফল্য ধরা দেবে। তিনি RICE-কে ১০এর মধ্যে ৯ রেটিং দিয়েছেন।

বাবা মায়েরা অনেক আশা নিয়ে তাঁদের সন্তানকে এই প্রতিষ্ঠানে পড়তে পাঠান। সার্থকভাবে তাঁদের প্রত্যাশা পূরণ করে RICE Education। রোহনের বাবা শ্রীযুক্ত প্রতুল ভঞ্জ চৌধুরী তাঁর পুত্রের সাফল্যের পিছনে RICE Education-এর সকলরকম সহায়তার কথা উল্লেখ করে বিশেষভাবে RICE Education-এর কর্ণধার প্রফেসর (ডঃ) সমিত রায়ের কাছে বিনম্র কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। সততার সঙ্গে ছাত্রদের সফলতার জন্য RICE Education-এর সকল শিক্ষক, কর্মী যে আন্তরিক প্রচেষ্টা করেন এই গৌরব, এই প্রাপ্তি তাঁদের সকলের।

RICE Residential (আবাসিক)

“ছাত্রানাং অধ্যয়নং তপ” এই মূলমন্ত্র নিয়ে যদি কোন শিক্ষার্থী জীবনপণ করতে পারে তবে RICE Residential program তারই জন্য। এটি তাকে সাফল্যের চৌকাঠ পার করে দেবেই—সেই বিশ্বাস থেকেই RICE Education-এর এই সর্বোচ্চ কার্যক্রম। RICE Education-এর কাছে শিক্ষার্থীরাই অগ্রগণ্য। তাদের উজ্জ্বল এবং সফল ভবিষ্যতের জন্য অত্যন্ত সযত্ন ও সর্বোচ্চ মানের প্রশিক্ষণ প্রয়োজন। আর সেই শিক্ষাকে একাগ্রভাবে গ্রহণ করার জন্য প্রয়োজন নিরবিচ্ছিন্ন পড়াশোনার পরিবেশ- যা গুরুগৃহে থেকে বিদ্যার্জনের প্রাচীন ভারতীয় ঐতিহ্যকে স্মরণ করায়, RICE Residential তেমনই উচ্চপরিকল্পনার ফসল।

RICE Residential- এ বিভিন্ন Competitive পরীক্ষার প্রস্তুতি PSC এবং WBCS-এর মতো রাজ্য সরকারি চাকরির পরীক্ষা যেমন কঠিন তেমনি তাতে প্রভূত সুযোগ- সুবিধা আছে। একইভাবে কেন্দ্রীয় সরকার পরিচালিত CGL এবং CHSL-এর মতো চাকরিতেও সুযোগসুবিধা অনেক বেশি। সুতরাং প্রস্তুতির জন্য চাই একাধারে মেধা ও নিষ্ঠা। RICE-এর প্রতিশ্রুতি এই যে RICE Residential program-এ কেবল দুটি মাত্র বছরের সংযম, একাগ্রতা যদি শিক্ষাব্রতের মত পালন করতে পারে কোন শিক্ষার্থী তবে তাকে সাফল্যের সন্তুষ্টি এনে দেবেই দেবে RICE Education।

RICE-এর সূক্ষ্ম নির্বাচন প্রক্রিয়া শুধুমাত্র মেধা ও শ্রেষ্ঠত্বকে তুলে ধরে না, বরং আগামীকালের সবচেয়ে উজ্জ্বল, উচ্চাকাঙ্ক্ষী তরুণ নক্ষত্রকে খুঁজে নিয়ে তাকে কঠোর পরিশ্রম ও প্রশিক্ষণ দ্বারা রাজ্য Civil Service-এর পাশাপাশি Banking, Rail, Staff Selection Commission, PSC, ইতাদির মত আরও অনেক প্রতিযোগিতামূলক পরীক্ষার চ্যালেঞ্জের মোকাবিলা করতে শেখায়।
RICE Residential- এর সুযোগসুবিধা RICE এডুকেশনের সাফল্যের মুকুটে অন্যতম একটি পালক হল RICE Residential – এটি এমন একটি প্রিমিয়াম প্রোগ্রাম যা শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য সামগ্রিক প্রশিক্ষণ দ্বারা সর্বোত্তম লক্ষ্যমাত্রা বেঁধে দেয়। অগ্রগণ্য শিক্ষকদের দ্বারা সযত্নে সাজানো একটি চূড়ান্ত প্রশিক্ষণক্রম যা শিক্ষার্থীদের প্রত্যেককে এক একটি অনন্য ক্ষেত্রে প্রতিষ্ঠিত করে। RICE Residential আর সবার থেকে স্বতন্ত্র যেভাবে—

1. বারাসাতের অ্যাডামাস নলেজ সিটি ক্যাম্পাসে RICE আবাসিক প্রোগ্রাম শিক্ষার্থীর সামগ্রিক বিকাশ ও সুরক্ষাকে নিশ্চিত করে নির্বিঘ্নে পড়াশোনার পরিবেশ তৈরি করে দেয়। উচ্চাভিলাষী তরুণ প্রজন্মের স্বপ্ন বাস্তবায়িত করবার জন্য তাদের জীবনকে একটি সুশৃঙ্খল নিয়মানুবর্তীতায় বেঁধে দেয়। পাঠকেন্দ্রিক জীবনের উপযুক্ত সমস্ত রকম পরিকাঠামো নিয়ে তৈরি এই পাঠকেন্দ্র - RICE Residential।

2. ক্যাম্পাসের ভিতরেই আছে বইয়ের সম্ভারে সুসজ্জিত লাইব্রেরি যেখানে সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত শিক্ষার্থীদের অবাধ প্রবেশাধিকার।

3. RICE আবাসিক-এ শিক্ষক এবং সহপাঠীদের সাথে নিয়মিত গঠনমূলক যোগাযোগকে অত্যন্ত উৎসাহিত করা হয়। group study, পড়ালেখা নিয়ে আলোচনা, সুস্থ প্রতিযোগিতামূলক এই পরিবেশ।

4. পাঠ্য সংক্রান্ত কোনও সংশয় থাকলে তখনই সংশ্লিষ্ট শিক্ষকের সঙ্গে যোগাযোগ করে তার সমাধান করা এখানে সম্ভব, কেননা শিক্ষকেরাও এখানে আবাসিক। শিক্ষক-শিক্ষার্থীর সরাসরি যোগাযোগ এই তো সাফল্যের গোড়ার কথা।

5. একনাগাড়ে শুধু পড়াশোনা করলে ক্লান্তি আসবেই, এই ক্লান্তি অপনোদনের জন্য দরকার বিরতি। বিরতিতে ছাত্রছাত্রীরা খেলাধূলা, শরীর চর্চার মাধ্যমে অবসাদ দূর করলে তা তাদের মানসিক একাগ্রতার দিকে কয়েক ধাপ এগিয়ে দেয়। এই উপলক্ষ্যেই এখানে আছে জিম পরিষেবা, খেলার মাঠ।

6. ক্যাম্পাসে আছে থাকার সুব্যবস্থা।

7. উচ্চ-গতিসম্পন্ন ওয়াইফাই।

8. খাওয়াদাওয়ার জন্য ক্যান্টিনের সুবিধা। এবং

9. শারীরিক কোন অসুস্থতায় স্বাস্থ্য পরিষেবা।

RICE Residential- এ সারাদিনের কর্মসূচি সকাল 6.00 টা থেকে মধ্যরাত 12টা পর্যন্ত যে কোন সময় লাইব্রেরী ব্যবহারযোগ্য প্রতিদিন সকাল ৮.৩০ থেকে বিকেল ৫টা পর্যন্ত ক্লাস দুপুর ২টো থেকে বিকেল ৩টে পর্যন্ত ডাউট ক্লিয়ারিং ক্লাস সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত অনুশীলন ও টেস্ট রাত ৮.৩০ থেকে স্ব-অধ্যয়ন এবং হোমওয়ার্ক গত ৩৮ বছরে দেড় লক্ষের বেশি সাফল্য ইতিমধ্যেই RICE-এর শিক্ষণ পদ্ধতিকে প্রমাণিত করেছে। তার থেকেও একধাপ এগিয়ে উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্যে RICE-এর একটি আন্তরিক প্রচেষ্টা- RICE Residential, সারা বাংলার সেরা ছাত্রদলকে সাফল্যের দিকে নিয়ে যাওয়ার একটি আত্যন্তিক প্রয়াস। স্বপ্ন দেখবে তুমি পথ দেখাবে RICE। 

RICE স্বপ্নকে সত্যি করতে সাহায্য করে। RICE- এর স্টাডি মেটেরিয়াল সাফল্যকে নিশ্চিত করে। সরকারি চাকরির পরীক্ষার প্রতিযোগিতায় সফল হতে প্রায় ২০টি বিষয়ে পুঙ্খানুপুঙ্খ জ্ঞান প্রয়োজন। এই ২০টি বিষয় RICE-এ কেবল পড়ানো হয় না বরং "ক্যাপাসিটি বিল্ড-আপ" প্রক্রিয়ার মাধ্যমে RICE শিক্ষার্থীর দুর্বলতাকে দক্ষতায় পরিণত করে। RICE- এর সাফল্যের রহস্য নিহিত রয়েছেঃ-

1. ক্লাসে ছাত্র-শিক্ষকের সরাসরি সংযোগ

2. সযত্ন গবেষণায় তৈরি পাঠ্যবস্তু বা Content

3. শিক্ষার্থীদের দেওয়া উচ্চমানের পাঠ্য- উপকরণ বা Study Material

4. অভিজ্ঞ শিক্ষকমণ্ডলীর পাঠদান

5. হোমওয়ার্ক

6. ক্লাস টেস্ট

7. মিশন 100

8. সাপ্তাহিক বর্ণনামূলক লেখার পরীক্ষা

9. মাসিক পরীক্ষা এবং মক টেস্ট ইত্যাদির মধ্যে।

RICE-এর নিয়মিত মূল্যায়ন ও সুপরিকল্পিত পাঠ্যক্রম ছাত্রদের স্বপ্ন পূরণে সহায়তা করে। RICE Residential- এর মূল কথা হল পড়াশোনার প্রতি একনিষ্ঠতা। যে কোনও প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের জন্য এটাই একমাত্র ও সর্বোত্তম উপায় বলে প্রমাণিত। RICE Residential-এর ক্যাম্পাসের সামগ্রিক অধ্যয়নের উপযোগী পরিবেশ শিক্ষার্থীদের কেবলমাত্র পড়াশোনার প্রতি দৃষ্টি নিবদ্ধ করে তাদের সাফল্যকে সুনিশ্চিত করে।