১০০+ সাফল্য একাধিক সরকারি চাকরির পরীক্ষায় (100 + success in last 2 months from CGL, LIC ADO, Audit & Accounts)

গত কয়েকমাস যাবৎ বিগত বছরগুলির বিভিন্ন রাজ্য সরকারি এবং কেন্দ্র সরকারি চাকরির পরীক্ষা, যেমন, CGL, CHSL, LIC ADO, Audit & Accounts- ইত্যাদির ফল প্রকাশিত হচ্ছে, এবং খুবই আনন্দের ব্যাপার যে সেই তালিকার অনেক নামই RICE Education–এর ছাত্রছাত্রীদের। এই প্রতিষ্ঠানের দীর্ঘ ৩৮ বছরের সাফল্যের ঐতিহ্যে কখনোও ছেদ পড়েনি, এমনকি কোভিড পর্যায়ের প্রতিবন্ধকতা কাটিয়ে অনলাইন ক্লাস করেও RICE-এর ছাত্রছাত্রীরা সাফল্যের মুখ দেখেছেন- এই অভিজ্ঞতা তাঁরা নিজেরাই আমাদের সঙ্গে ভাগ করে নিয়েছেন।

RICE Education–এর এই ক্রমাগত সাফল্যের কারণ কী? এ কেবলমাত্র অভিনিবেশ সহকারে পড়াশোনাই নয়, এর নেপথ্যে আছে প্রতিষ্ঠানের অভিজ্ঞ শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম, শৃঙ্খলাবদ্ধ পাঠের পরিকাঠামো এবং অসংখ্য কর্মীর আপ্রাণ প্রয়াস। RICE Education–এর শিক্ষার্থীদের কথায়, এই প্রতিষ্ঠানই দিয়েছে কম্পিটিটিভ এক্সাম সম্পর্কে সামগ্রিক ধারণা। সরকারি চাকরির পরীক্ষার এই প্রতিযোগিতার ক্ষেত্র যে কতটা কঠিন তা বাইরে থেকে একা একা পড়ে ধারণাও করা সম্ভব না। RICE Education–এ সেই কঠিন পথকে সহজসাধ্য করে তোলার জন্য রয়েছে নানাবিধ পদক্ষেপ। প্রথমত, পরীক্ষার সমগ্র সিলেবাসকে বিভিন্ন স্টাডি মেটেরিয়ালে ভাগ করে দিয়ে তাকে সম্পূর্ণ পড়ানো, তারপর ক্লাস টেস্ট, মান্থলি টেস্ট, মকটেস্টের মধ্যে দিয়ে এই পাঠ্যবস্তুকে আত্মস্থ করানো হয়। কিন্তু আসল কৌশল আছে পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণের মধ্যে। সাম্প্রতিক বছরগুলির প্রশ্নের ট্রেন্ড গবেষণা করে এই স্টাডি মেটেরিয়াল প্রস্তুত করা হয়, ফলে সাফল্যের পথে অনেকখানি এগিয়ে থাকে শিক্ষার্থী।

RICE Education–এর কর্ণধার প্রফেসর (ডঃ) সমিত রায় বলেন, স্কুল কলেজ, বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার থেকে সম্পূর্ণ ভিন্ন এই সরকারি চাকরির পরীক্ষার ক্ষেত্র। স্কুল কলেজ স্তরে কে কেমন পড়াশোনা করেছে এখানে তা বিবেচ্য নয়। এমনকি যদি কেউ স্কুল কলেজ স্তরে পিছিয়েও থাকে তবু RICE Education–এর নিয়ম মাফিক পড়াশোনার মাধ্যমে সে সরকারি সম্মানজনক পদে চাকরি পেতে পারে এবং তা পায়ও। সুতরাং স্কুল- কলেজ –বিশ্ববিদ্যালয়ের পরেও পড়াশোনার আর একটা স্তর থাকে – তা হল সরকারি চাকরি পাওয়ার জন্য পড়াশোনা। এই স্তরটাই সবচেয়ে কঠিন এবং সফল জীবনের প্রবেশদ্বার। তাই এই দু-তিন বছরের পড়াশোনা সাধনা বা তপস্যার মত, দক্ষ নির্দেশনা ছাড়া একা একা তা কখনোই সম্ভব নয়। RICE Education দীর্ঘ ৩৮ বছর ধরে এই কাজটাই করে আসছে যার সাফল্যের পরিসংখ্যান পেরিয়ে গেছে ১.৫ লক্ষের উপরে।

এই পরীক্ষার ক্ষেত্র দিনকে দিন আরও কঠিন হচ্ছে, তাই খুব সম্প্রতি প্রকাশিত WBCS Prilim- এররেজাল্টে দেখা যাচ্ছে জেনারেল ক্যাটেগরিতে কাট অফ মার্কস উঠেছে 130.39। তবু যে ৫৫০০ জন ছাত্রছাত্রী WBCS Prilim পাশ করেছেন এবং তাঁদের মধ্যে ২০০ জন ছাত্রছাত্রী RICE Education–এর। তারা পরবর্তী পর্যায়গুলিতেও সফল হবেন এই প্রত্যয় RICE Education-এর আছে। আগামী ছাত্রছাত্রীদেরও RICE Education দিচ্ছে ডাক— তোমাদেরও প্রথাগত শিক্ষার পরে তৎপর হতে হবে, চাকরির পরীক্ষাকে জীবনে প্রাথমিক স্থান দিতে হবে, এবং সঠিক সময়ে নিতে হবে সঠিক সিদ্ধান্ত।

What are the changes required in the approach with the Evolving UPSC exam pattern? -PART 1

Charles Darwin in his book Origin of Species quoted the term- “Survival of the fittest”. The phrase denotes the similar idea that one’s survival during UPSC preparation is based on their capability to adapt to the changing exam patterns and demands of UPSC.

Since last few years we have witnessed certain changes in the examination pattern, the questions are now based more on one’s analytical skill rather than rote learning. Integration of several topics together and the increasing toughness of CSAT paper requires one to approach the exam differently and prepare himself or herself in a slight different manner.

So is the UPSC exam really Unpredictable? It is no longer possible to prepare for exams from existing sources?

Let's break this myth..!!!
UPSC itself guides you to prepare for the exam in the best possible way. Now after reading this line the first thing that come on your mind must be “Wait what”?

And we will say “Yes”, you already have the answer: it's the PREVIOUS YEAR QUESTION PAPER.
From time and again UPSC has brought home the fact that there is no other best possible way to understand its pattern than its own previous year question. However, we often end up exploring unrelated queries and resources, attributing this to the unpredictable nature of UPSC.

What kind of changes are we talking about when we witness the evolving and changing nature of the UPSC exam?

Let's summarize some key important changes that are required for you to fit in the exam process:-

Holistic and integrated coverage of topics - UPSC has become more multidisciplinary in its approach. You may find questions where topics of history are mixed with economics or may be society with history and so on.

Example: To what extent has the urban planning and culture of the Indus Valley Civilization provided inputs to the present day urbanization? Discuss? (The question is integration of history and society topic of urbanization).

We often see people saying - It's no more just the hard work rather the smart work now.. But how do we implement it?

"Employ your time in improving yourself by other men's writings so that you shall come easily by what others have labored hard for" - Socrates.

Hard work is when you give the ample amount of time required to cover the syllabus topics holistically. However smart work is when you smartly gather information from already existing sources

Example: Toppers notes, their answer sheets etc. Why do we have to work hard for something that has already been done by someone rather we can try to integrate and revise things multiple times. This is what we call value addition to our existing efforts.

Shall we really read newspapers or monthly magazines? This question has been asked by a multitude of aspirants...

Let's try to answer it.

Newspaper reading has multiple benefits from helping you to improve your English language to helping you improve your scores in reading comprehension in CSAT and also helping to articulate points for essay ethics and general studies paper. It's always an add on. Besides, it helps you to revise basics again and again.

Example: Reappearing topics like G20 , ASEAN, WHO ,WB, IMF,SCO- other international and inter-governmental bodies which upsc has been asking time and again.

In 2023 prelims we had a question on G20 and we are sure aspirants who have regularly read newspapers during their preparation can hardly get the answer of the question wrong. Apart from that, current affairs and magazines are helpful in covering topics in a holistic way but it gets monotonous .After 10 pages it seems nothing is comprehensible.

Let’s integrate both of them and make our preparation holistic. For example, make reading newspaper a habit in the morning for 1 month and you will feel the difference (I have always believed the घड़ी detergent tagline ad-'पहले इस्तेमाल करें फिर विश्वास करें…!)

The question regarding the increasing toughness of the CSAT paper still needs to be addressed…!!How we can approach it? Do we need to start preparing for CAT level math now? Is UPSC being unfair to the humanities students? How do one with a humanities background approach CSAT?

Let’s connect on our next blog to answer a few more interesting questions and unwind the changing approach needed for the preparation of the UPSC Examination.

Thank you.
I hope you enjoyed reading it.
Regards,
Megha Agrawalla (Sociology faculty)
RICE IAS Faculty.
Email address -agrawallamegha4@gmail.com(will love to hear from you)

How to stay motivated during UPSC preparation?

Aspirants have the highest level of motivation when they are thinking of preparing for the civil services exam. But gradually as they embark on this journey self-doubt and low phases pop up from time to time. However there is nothing to worry about this, as every aspirant including toppers, go through this, given the rigorous nature of this exam that demands discipline and consistency. In such phases it is best to think about what was in our mind when we started this journey and set a purpose for ourselves. This purpose itself is a motivation.

Another great motivation comes from 'observation'. To observe one's surroundings. This has two advantages - 1. It will make us more aware of our environment and motivate us to make it better and 2. This awareness will reflect in our answers which will help us both in mains as well as interview.

Further what can kept in mind are-

1. Set smaller goals, achieving which will motivate you to do more next time.
2. Talk to people who inspire and motivate you.
3. Stay away from people who demotivate you and make you feel low.
4. Exercise regularly because it will give you a sense of discipline and energy.
5. Sleep and wake up on time.
6. Pursue a hobby and take out time for it.
7. Don't watch too many motivational videos as it can draw you into a loop and you may end up losing more time.

Written By -

Jyoti Upadhyay
Faculty RICE IAS

How to Read Newspapers

"A newspaper is a circulating library with high blood pressure"
The quantum of news and opinions available in a newspaper is more than normal. It is difficult for a normal mind to digest all the news available there. So it becomes pertinent to decide the purpose of reading a newspaper which would ultimately help you in selecting the news relevant for you. To put things in context I would like to quote Michael Pena.

"I grew up reading the newspaper, mostly the sports section. I was a wrestler and I will check to see if I was ranked."

What should be the purpose of reading newspapers for UPSC aspirants?

UPSC CSE Examination as well as the job profile therefore demands you to be aware about the issues of national and international importance and which has bearing on the life of common citizens. In a welfare state like India, bureaucrats are working for the welfare of people and betterment of society. So, this exam is looking for problem solvers and agents of change and therefore the purpose of reading newspaper should be:-

● Awareness
● Understanding issues
● Identifying problems and challenges
● Exploring solutions
● Setting goals for future

How to select news?

The best guide who will help you in selecting the news that you should specifically read is the UPSC CSE Syllabus. It gives you the dimension of issues you need to be aware of. Proper understanding of the syllabus will help you in connecting news with static parts. While understanding the dynamic topics like environmental issues, economic issues, development in science and technology, international relations etc. will directly steer you to the relevant news.

How to approach the news?

Based on the events and their impact on the society, news should be categorised and different approaches should be applied for them:

Categories

● Incidence
● Initiative, national or international
● Reforms
● Rolling issues
● Matters in offing

Incidence

Those issues which happen suddenly are called incidence .The first step for this type of news is to analyse the impact that is temporal as well as special impact. In case if it has long term impact in large area, then it should be given special importance and treated accordingly.

Approach

● Cause or background should be identified with details of events
● Impact of events on various dimension like social, economic ,political, environmental etc. should be analysed
● Look for instant, intermediate ,and long term solutions
● Look for the role of citizens, administration, NGOs, political setup and international bodies

National and international initiatives

These are schemes, programs, policy, plan campaigns, drives etc. started by Government, NGOs, and international organisations.

Approach

● Details of initiative
● Institution involved
● Reason for that initiative or some study reports
● Target group or sectors
● Financial supports or man power support to implement that initiative
● Anticipated goal and target
● Timeline if any
● Track the progress and analyse the gap
● Identify the bottleneck or challenges
● Suggest solutions or steps for improvement

Reforms

Paradigm change in social, economic or political sphere

Approach

● Need of the reforms
● Detail of the reforms
● Problems with existing situation
● Related changes in law and constitution
● Anticipated goal
● Keep track of progress or impact of reforms
● Analyse the progress
● Analyse the bottleneck or challenges in the way of implementation
● Suggest the solution for the same

Rolling issues

Those issues which are evolving with time and going to be in the news for a long period of time are called rolling issues like climate change, water crisis , geopolitical issues etc.

Approach

● Genesis
● Details of the issue
● Dimensions and stakeholders
● Present condition
● Steps taken in that context
● Keep track of progress
● Way forward

Matters in offing

Those matters which are not the matter of concern in the present time but have potential to get bigger and more important in future are called matters in offing. Space debris, mass extinction, emerging technology etc. are the examples.

Approach

● Detail of the issue
● Genesis
● Present condition
● Anticipated impact
● Necessary steps
● Present response
● Way forward

You may not get everything in the Newspaper and here comes the role of the Internet. You can use Google to explore all dimensions of the issue and make an organised and structured notes and then eave space to incorporate the development.

Editorials and opinions should be read for enriching your knowledge and understanding of the issue.

However one must not be carried away by the views of the articles. You must try to know and understand each and every aspect of the issue before jumping to conclusions. Gandhi's quote is the guiding principle in this context.

"Newspapers should be read for the study of facts. They should not be allowed to kill the habit of independent thinking."

Written By -

Manish Kumar
Faculty RICE IAS

WBCS এ Information Technology (তথ্যপ্রযুক্তি) বিষয়টির গুরুত্ব

বিগত 38 বছর ধরে পশ্চিমবঙ্গের অন্যতম শিক্ষাবিদ, রাইস গ্রুপের কর্ণধার এবং অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর প্রফেসর (:) সমিত রায়ের নেতৃত্বে প্রায় 200 জন শিক্ষক-শিক্ষিকা 100 জনেরও বেশি শিক্ষাকর্মীর নিরলস তত্ত্বাবধানে পশ্চিমবঙ্গের কয়েক লক্ষ ছাত্র-ছাত্রী কেন্দ্রীয় রাজ্য সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ চাকরির পরীক্ষায় সফল হয়ে আজ কর্মরত RICE গ্রুপের 16 বছরের অভিজ্ঞ তথ্যপ্রযুক্তির শিক্ষক কৌশিক দে, যার হাত ধরে হাজার হাজার পরীক্ষার্থী সফল হয়েছেন বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায়। আজ তাঁর কলম থেকে জেনে নেওয়া যাক WBCS পরীক্ষায় ‘Information Technology (তথ্যপ্রযুক্তি)বিষয়টির গুরুত্ব।

 

পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতিরত সকল ছাত্রছাত্রীকে শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা জানাই। এই পরীক্ষা একটি দীর্ঘমেয়াদি তপস্যার ফলাফল। WBCS পরীক্ষার প্রস্তুতিপর্বে যে সকল বিষয়গুলি পড়তে হয় তার মধ্যে বিজ্ঞান একটি অন্যতম বিষয়। এই বিজ্ঞান-এর একটি শাখা হল ‘Information Technology’ বা ‘তথ্যপ্রযুক্তি’ ।

 

Information Technology থেকে WBCS Preliminary এবং Main উভয় পরীক্ষাতেই প্রশ্ন আসে। যদিও প্রিলিমিনারি পরীক্ষার ক্ষেত্রে বিজ্ঞান বিষয়ে মোট ২৫টি প্রশ্ন বরাদ্দ, তবুও বিগত কয়েক বছরের প্রশ্নপত্র বিবেচনা করলে কয়েকটি প্রশ্ন Information Technology থেকে অবশ্যই ছিল। আবার যদি WBCS Main পরীক্ষার দিকে তাকাই সেখানেও চতুর্থ পত্রে  Information Technology থেকে বেশ কিছু অবজেকটিভ প্রশ্ন আমরা পাই। ২০১৬ সালে সর্বাধিক ৪২টি প্রশ্ন এই বিষয় থেকে দিয়েছিল। Information Technology এখন আমাদের দৈনন্দিন জীবনের সাথে জড়িত। তাই যদি একটু পরিকল্পনা করে এই বিষয়টি পড়া যায় তাহলে সহজেই প্রশ্নের উত্তর করা যাবে।

 

বিগত বছরের প্রশ্নগুলি পর্যালোচনা করলে বোঝা যায় Information Technology থেকে দুটি ভাগে প্রশ্ন আসছে। একটি Static Information-এর উপর ভিত্তি করে, আরেকটি Current Trends-এর উপর ভিত্তি করে। Static Information-এ  মূলত Computer Fundamentals, Number System, Internet Technology, Softwares and Hardwares—এই বিষয়গুলির উপর ভিত্তি করেই প্রশ্ন এসেছে এবং আসবেও। Current Topic-গুলি মূলতই আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত Information Technology System এবং Device-গুলির উপর ভিত্তি করে, যেমন—Robotics, Cloud Computing, Mobile Ccomputing, AI, Social Networking ইত্যাদি। WBCS প্রিলিমিনারিতে Computer Number System-এর Conversion  থেকেও প্রশ্ন এসেছে। সুতরাং, Number System Conversion অবশ্যই অভ্যাস করতে হবে। উপরিউক্ত বিষয়গুলির জন্য একাদশ ও দ্বাদশ শ্রেণির ‘Computer Application’ বইটি সাহায্য করবে।

 

আরও একটি বিষয় Current Trends of IT-এর জন্য বিভিন্ন পত্রপত্রিকার বিজ্ঞান এবং প্রযুক্তির যে অংশটি থাকে, সেখান থেকে প্রযুক্তি সংক্রান্ত বিষয়গুলি যদি একত্রিত করে রাখা যায় তাহলে সুবিধা হবে। আমি আশাবাদী এই পদ্ধতিতে যদি তোমরা পড়াশোনা কর তাহলে অবশ্যই সাফল্য আসবে। সকলের জন্য শুভকামনা রইল।

WBCS-এ ভূগোলের গুরুত্ব

বিগত 38 বছর ধরে পশ্চিমবঙ্গের অন্যতম শিক্ষাবিদ, রাইস গ্রুপের কর্ণধার এবং অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর প্রফেসর (:) সমিত রায়ের নেতৃত্বে প্রায় 200 জন শিক্ষক-শিক্ষিকা 100 জনেরও বেশি শিক্ষাকর্মীর নিরলস তত্ত্বাবধানে পশ্চিমবঙ্গের কয়েক লক্ষ ছাত্র-ছাত্রী কেন্দ্রীয় রাজ্য সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ চাকরির পরীক্ষায় সফল হয়ে আজ কর্মরত RICE গ্রুপের 15 বছরের অভিজ্ঞ ভূগোলের শিক্ষক অরিত্র নায়ক, যার হাত ধরে হাজার হাজার পরীক্ষার্থী সফল হয়েছেন বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায়। আজ তার কলম থেকে জেনে নেওয়া যাক WBCS পরীক্ষায় ভূগোলবিষয়টির গুরুত্ব।

 

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন দ্বারা আয়োজিত WBCS পরীক্ষাটি রাজ্যের সকল চাকরিপ্রার্থীদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। এই পরীক্ষার মাধ্যমে পশ্চিমবঙ্গের বিভিন্ন দপ্তরে আমলা ও উচ্চপদস্থ প্রশাসনিক কর্মী নিয়োগ করা হয়ে থাকে। এই পরীক্ষাটি সাধারণত তিনটি পর্যায়ে হয়ে থাকে অর্থাৎ প্রিলিমিনারি, মেইন এবং পার্সোনালিটি টেস্ট এবং প্রতিটি ধাপেই বিভিন্ন বিষয় থেকে নানান ধরনের প্রশ্ন করা হয়ে থাকে পরীক্ষার্থীদের। WBCS পরীক্ষায় যে বিভিন্ন বিষয়গুলি থেকে প্রশ্ন করা হয়ে থাকে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয় হল ভূগোল। প্রিলিমিনারি থেকে পার্সোনালিটি টেস্ট, প্রতিটি স্তরেই ভূগোল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ জেনে নেওয়া যাক WBCS পরীক্ষায় ভূগোল বিষয়ের গুরুত্ব এবং বিষয়টি থেকে ভালো নম্বর তোলার সঠিক দিশা।

 

WBCS পরীক্ষায় ভূগোল বিষয়টি বিভিন্ন কারণে গুরুত্বপূর্ণ। কারণগুলি খুব সংক্ষেপে আলোচনার মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করব।

  • ভূগোল বিষয়টির সাহায্যে আমরা জানতে পারি—যেকোনো জায়গার অবস্থান, সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি। এই সকল বিষয়গুলি না জানা থাকলে সরকারি বিভিন্ন পরিকল্পনার প্রণয়ন ও রূপায়ণ যথাযথভাবে সফল করে তোলা সম্ভব হয় না। আর সেই কারণেই এই পরীক্ষার তিনটি স্তরেই অর্থাৎ প্রিলিমিনারি, মেইন এবং পার্সোনালিটি টেস্ট—ভূগোল বিষয়টি অপরিহার্য।
  • প্রিলিমিনারি পরীক্ষার জন্য 25টি MCQ এবং মেইন পরীক্ষার জন্য 100টি MCQ ভূগোল বিষয়ের ওপর থাকে। যদিও লক্ষ করা যায় প্রিলিমিনারি পরীক্ষায় 25টি প্রশ্ন বরাদ্দ থাকলেও প্রায় প্রত্যেক বছরই 27 থেকে 28টি করে প্রশ্ন ভূগোল থেকে করা হয়ে থাকে যার মধ্যে প্রায় 10-12টি প্রশ্ন পশ্চিমবঙ্গের ভূগোলকেন্দ্রীক হয়ে থাকে। মেইন পরীক্ষার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ ও ভারতের ভূগোল দুটি অংশ থেকেই প্রশ্ন করা হয়ে থাকে, তাই পশ্চিমবঙ্গের ও ভারতের ভূগোল উভয়ই সমান ভাবে গুরুত্বপূর্ণ। যদিও অনেক পরীক্ষার্থীর কাছে একটি ভুল ধারণা থাকে যে, পশ্চিমবঙ্গের ভূগোলটি হয়তো ভারতের ভূগোলের থেকে একটু বেশি গুরুত্বপূর্ণ—তা কিন্তু একেবারেই নয়। তাই পশ্চিমবঙ্গের ভূগোল ও ভারতের ভূগোল—দুটি Topic-ই সমান গুরুত্ব দিয়ে তৈরি করা উচিৎ। পাশাপাশি পার্সোনালিটি টেস্ট-এর ক্ষেত্রে নিজের জেলা ও ব্লক সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করে রাখা উচিৎ।
  • এছাড়া WBCS মেইন পরীক্ষার-এর ক্ষেত্রে যারা Group A ও B-এর প্রস্তুতি নেবে তাদের যেকোনো একটি Optional Subject অর্থাৎ ঐচ্ছিক বিষয় বেছে নিতে হয়, সেক্ষেত্রে ভূগোল বিষয়টি আরো কিছুটা ভূমিকা গ্রহণ করে থাকে। কারণ ঐচ্ছিক বিষয়ের দুটি পত্রে 200 × 2 = 400 নম্বর থাকে। আর তাই যারা ভূগোল বিষয়টিকে ঐচ্ছিক বিষয় হিসাবে বেছে নেয় তাদের ক্ষেত্রে এই বিষয়টির গুরুত্ব অন্যদের তুলনায় আরো কিছুটা বেশি।
  • পশ্চিমবঙ্গ ও ভারতের ভূগোলের যে চ্যাপ্টারগুলি থেকে প্রশ্নের সংখ্যা তুলনামূলক বেশি হয় সেগুলি হল- নদ, নদী, ভূ-প্রকৃতি, রাজনৈতিক বিভাগ, সীমানা, বহুমুখী নদী পরিকল্পনা ও নদীবাঁধ, আদমসুমারি (Population Census) , খনিজ, শিল্প, পরিবহণ ব্যবস্থা, জলবায়ু, চাষাবাদ-প্রভৃতি। তবে এই চ্যাপ্টারগুলির কোন জায়গাগুলি WBCS পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেটা সঠিক ভাবে জেনে নিয়ে পড়াশোনা করা উচিৎ, নচেৎ অযথা অতিরিক্ত তথ্য সংগ্রহ করলে সেগুলো যেমন মনে রাখা দুষ্কর তেমনি বেশিরভাগ তথ্যই অপ্রয়োজনীয় হয়ে পড়ে।টেক্সট বই পড়ার পাশাপাশি ভূগোলের ক্ষেত্রে মানচিত্রের সাহায্য নিয়ে পড়া অত্যন্ত জরুরী। WBCS-এর প্রিলিমিনারি এবং মেইন উভয়ক্ষেত্রেই বেশ কিছু প্রশ্ন করা হয়ে থাকে যেখানে মানচিত্র সম্পর্কে সঠিক ধারণা না থাকলে উত্তর দেওয়া বেশ কঠিন। সুতরাং WBCS পরীক্ষার জন্য ভূগোলের প্রস্তুতি নেওয়ার সময় মানচিত্রের সাহায্য নেওয়া একান্ত প্রয়োজন। সেই জন্যই Proper guidance-এর খুব প্রয়োজন হয় এই পরীক্ষায় খুব সহজেই কৃতকার্য হওয়ার জন্য।

           

এই আলোচনায় আশা করি এটা স্পষ্ট হয়েছে যে ভূগোল বিষয়টি WBCS পরীক্ষায় কৃতকার্য হওয়ার জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি কর্মরত অবস্থায় বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ ও বিভিন্ন পরিকল্পনার যথার্থভাবে রূপায়ণের ক্ষেত্রেও যথেষ্ট ইতিবাচক ভূমিকা গ্রহণ করে। সুতরাং এই বিষয়টিকে বাদ রেখে বা কম গুরুত্ব দিয়ে WBCS পরীক্ষায় কৃতাকার্য হওয়া এবং কর্মরত অবস্থায় থেকে সঠিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করা এককথায় অসম্ভব।

 

WBCS পরীক্ষার প্রস্তুতি তে ইংরেজি বিষয়টির গুরুত্ব

আজও পশ্চিমবঙ্গের ছেলে-মেয়েদের মধ্যে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রথম মানসিকতাটি তৈরি হয় WBCS পরীক্ষার হাত ধরে। সংবাদ মাধ্যমের প্রতি মুহূর্তের আলোড়নে যখন প্রতিদিন জেলায়-জেলায় বিভিন্ন স্তরের প্রশাসনের ভূমিকা মানুষের মননে একটা মানচিত্র তৈরি করে নেয় তখন BDO, BLRO, DSP, Revenue Officer-দের প্রশাসনিক দক্ষতাগুলি আজও সরকারি চাকরির প্রতিযোগীদের সর্বোত্তম উপায়ে আকৃষ্ট করে—স্বপ্ন দেখায় এক বিশেষ পদমর্যাদার যা রাজ্যস্তরের সরকারি প্রশাসনকে সর্বদা পাঁচ তারার প্রশংসায় ভরিয়ে দেয়—শুধু তাই নয়, জন্ম দেয় এক মানসিকতার যা সমাজের সকল স্তরের মানুষের কল্যাণ সাধনে বিশেষ ভূমিকা নেয়। 

 

প্রতিবছর একবার WBCS (Prelims + Mains) পরীক্ষাটি হয়ে থাকে। মূলত প্রিলিমিনারি পরীক্ষাটি 200 নম্বরের হয় বছরের শুরুর দিকে এবং তার ৩ থেকে ৪ মাস পরে নেওয়া হয় মেইন পরীক্ষাটি যার নম্বর 1600। মেইন পরীক্ষার রেজাল্ট বেরোনোর পর থাকে ইন্টারভিউ বা Personality Test (200/150/100 marks–group wise) । 

 

সমগ্র পদ্ধতিটি সাফল্যের সাথে যারা উত্তীর্ণ হতে পারছে তারাই স্থান পাচ্ছে প্রশাসনিক অন্দরমহলে। WBCS পরীক্ষার মূল 4টি গ্রুপে (A, B, C ও D) সুযোগ পাওয়ার জন্য ইংরেজির ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ। প্রিলিমিনারি-তে 25 নম্বরের 25টি objective প্রশ্ন এবং মেইন-এর ক্ষেত্রে 200 নম্বরের একটি আবশ্যিক Descriptive Writing-এর Paper face করতে হয় যেগুলি ভালো হলে Job Secure করা ও Merit List-এর উপর দিকে থাকার ক্ষেত্রে প্রতিযোগীরা বেশ কয়েক ধাপ এগিয়ে যেতে পারে। 

 

  • Objective English-এরজন্য 25টিপ্রশ্নের 25টিবাঅধিকাংশেরসঠিকভাবেউত্তরকরতেগেলেযেযেবিষয়গুলিভালোকরেতৈরিরাখতেহবেতাহলো—
  1. Parts of speech
  2. Tense
  • Subject-Verb Agreement ও Different Verb forms
  1. Blank fillers with various word and Tense usage
  2. Various Vocabulary Application (Synonym, Antonym, One Word Substitution, Idiomatic Application, Group Verbs, Homophones, Adjective Forms, Verb Forms, Simile, Proverbs, Phrase Usage, Spelling etc.)
  3. Voice
  • Narration
  • Transformation of Sentences
  1. Word-Swapping and Analogical Applications
  2. Appropriate Preposition and Phrasal Verbs.
  • Negative Marking = 3 : 1[প্রতি 3টিভুলে 1mark Negative] 
  • Descriptive English-এরজন্যবিশেষভাবেজোরদিতেহবে।Spontaneous Reading habit, upliftment of Basic Sentence Construction, Knowledge of GrammarএবংAppropriate Vocabulary ChoiceওStock of Word increasing- এরউপর।Descriptive–এর ক্ষেত্রে মূলতযেযেবিষয়গুলিরউপরজোরদেওয়াহয়তাহল—
  • Essay writing (400-450 words)
  1. ii) Letter writing (150-200 words)

iii) News-paper Report Writing (200-250 words) 

  1. iv) Translation (Bengali to English)
  2. v) Precis writing
  3. vi) Dialogue writing (200-250 words)

 

Composition ও Creative Writing-কে এক সঙ্গে মেইন পরীক্ষার হাতিয়ার করা যেতে পারে। তাই Descriptive Passage Comprehension ও তৈরি রাখা উচিৎ। 

 

WBCS English-এর বৈশিষ্ট্যই হল প্রিলিমস-এর ক্ষেত্রে পরীক্ষার্থীকে প্রলোভিত করে option-এর Confusion Trap-এ ফেলা এবং ভুল করানো। এতে Negative Marking বেড়ে গেলেই Cut-off –এ পৌঁছতে অসুবিধা হয়। তাই Basic Constructional Grammar এবং Vocab-stock–এর প্রচুর practice দরকার। নিরন্তর Class, Homework, Exercise ও Mock Practice ছাড়া যা সম্ভব নয়। আর Descriptive–এ ভালো স্কোর করতে গেলে সবার প্রথমে দরকার ভালো পড়া ও শোনা। Various Books, Articles এবং Regular Newspaper Reading এতে প্রচুর help করে। সাথে নিজে লেখা Practice ও Checking করানো খুব গুরুত্বপূর্ণ। আর এই সমস্ত কিছু এক সাথে regular basis-এ করতে পারলে ভালো marks পাওয়াটা সময়ের অপেক্ষামাত্র। সকলের জন্য শুভকামনা রইল। 

 

SSC পরীক্ষায় রিজনিং বা জেনারেল ইন্টেলিজেন্সের ভূমিকা

স্টাফ সিলেকশন কমিশন বা SSC কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পদে নিয়োগের জন্য বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা আয়োজন করে থাকে। এই পরীক্ষাগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল SSC CGL, SSC CHSL এবং SSC MTS। নতুন পরীক্ষা পদ্ধতি ও সিলেবাস অনুযায়ী এই তিনটি পরীক্ষাতেই রিজনিং বা জেনারেল ইন্টেলিজেন্সের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। CGL, CHSL এবং MTS পরীক্ষার Tier-I এবং Tier-II তে রিজনিং বা GI-এর Marks distribution বা নম্বর বিভাজন একটু ভিন্ন ধরনের। উল্লেখ্য যে MTS পরীক্ষায় Tier-I এবং Tier-II আলাদাভাবে থাকে না। এই বিষয়ে candidate কে আগে থেকেই জেনে নিতে হবে।

 

GI Subject টি এমন একটি বিষয়, যেখানে যেকোন level এর student একটু serious ভাবে প্রস্তুতি নিলে Full Marks পেতে পারে।এবারে আশা যাক central government এর যে পরীক্ষাগুলো হয়ে থাকে তাতে GI এর কোন কোন টপিকগুলো তাকে পড়াশুনো করে যেতে হবে। প্রথমেই coding-decoding সম্বন্ধে একটু আলোচনা করা যাক। CGL/CHSL/MTS এই ধরনের পরীক্ষাতে আগে যে ধরনের coding-decoding দিত এখন কিন্তু তার standard অনেক high হয়েছে। শুধু তাই নয় যেসব পরীক্ষাতে Tier-II আছে সেখানে weightage বেশি সেখানে আমরা আশা করতে পারি যে Tier-I এর থেকে Tier-II question এর মান একটু উন্নত হতে পারে। তাই যেকোনো chapter একদম basic level থেকে শুরু করে high level পর্যন্ত প্র্যাক্টিস করে যাওয়া উচিত। তার কারণ, আমরা Tier-I এ যে level আসুক না কেন সেটা তো আমি answer করতে পারবো আর Tier-II তে যদি একটু কঠিন question হয় সেটাও আমরা যাতে solve করতে পারি। Tier-I এর জন্য পরীক্ষার্থীরা প্রস্তুতি নিয়ে থাকে Tier-II তে গিয়ে ওই প্রস্তুতিটা আর প্রয়োজন পড়ে না। কারণ, আগে থেকে প্রস্তুতি নেওয়া আছে। তাহলে আমরা যদি একটু high level করে যাই তখন যাই আসুক না কেন আমরা solve করতে পারবো। Coding-decoding chapter থেকে দুটি থেকে তিনটি question Central government এর প্রায় প্রতিটা পরীক্ষাতে থাকে। পরবর্তী chapter গুলোর standard নিয়ে আমরা আগেই আলোচনা করেছি তাই আর chapter এর standard নিয়ে আলোচনা না করে আমরা এবারে কোন টপিক থেকে কতগুলি করে question আসতে পারে সেই নিয়েই আমরা আলোচনা করবো। এরপর আসা যাক number series নিয়ে। এখানে দুধরনের question আসে, কখনো wrong number identify করতে বলে অথবা পরবর্তী number কী হবে সেটা জিজ্ঞেস করতে পারে। এটাও আশা করা যায় দুই ধরনের question আসতে পারে।

 

এরপরে আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয়ে আসব, Analogy এবং Classification। এই দুটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো পরীক্ষার জন্য। এখানেও চারটে type থাকে। যেমন, word এর উপর হতে পারে, number এর উপর দিতে পারে, letter এর উপর আসতে পারে এবং group of words এর উপরেও হতে পারে। এই দুটি বিষয়ের ওপরে পরীক্ষার্থীদের কম করে 300 থেকে 400 questions practice করে যেতে হবে। পরবর্তী chapter গুলো Direction test, Dice, Letter series, Blood relations, Venn diagram, Calendar, Missing number, Clock, Sitting arrangement, Puzzle test, Alphabetical test, Mathematical operation, Syllogism, Statement and Conclusions, Statement and Assumptions, Statement and Arguments, Statement and Course of action, Data sufficiency ইত্যাদি। এই যে এতগুলো chapter একসাথে বলা হলো প্রত্যেকটি বিষয়ে আবার তিন-চারটি করে টাইপ থাকে তাই প্রত্যেক পরীক্ষার্থীকে প্রতিটা টপিক থেকে কমপক্ষে 50টি প্রশ্ন প্র্যাকটিস করে যেতে হবে। এরপরে আমরা একটু non-verbal section এ আসি। এই section থেকে যে টপিকগুলো থেকে সাধারণত question আসে সেগুলো হলো Series, Analogy, Classification, Mirror Image, Water Image, Paper Cutting, Paper Folding, Counting of Figures, Matrics, Embedded/Hidden figure, Grouping of Images, Pattern completion, Shape Construction ইত্যাদি। Recent যে পরীক্ষাগুলো হয়েছে তাতে কিন্তু non-verbal series এবং non-verbal analogy থেকে খুব standard questions এসেছে তাই আমি প্রতিটি পরীক্ষার্থীকে বলবো যে এমনভাবেই নিজেকে তৈরি করো যাতে কম দিনের মধ্যে সাফল্য পাওয়া যায়। কিন্তু, যদি পড়াশুনাতে ঘাটতি থাকে তাহলে পরীক্ষায় সুযোগ তো পাওয়া যাবে না এবং বারবার ব্যর্থ হতে হতে নিজের মধ্যে একটি হতাশা তোমাকে গ্রাস করে বসবে। প্রত্যেকদিন at least আট থেকে দশ ঘণ্টার প্রস্তুতি নাও তার ফলে তুমি আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষায় বসতে পারবে এবং সাফল্য পাবে।

 

শ্রীভক্তিপদ গিরি

(শিক্ষক, রাইস এডুকেশন)

IBPS-এ নিয়োগ প্রক্রিয়া শুরু ১১টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক সরকার সমর্থিত এবং ব্যাপক সুযোগ-সুবিধাসহ একটি স্থিতিশীল ও সম্মানজনক কর্মক্ষেত্র। বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের একাধিক পদে চাকরি পেতে হলে বসতেই হবে IBPS পরীক্ষায়। শুরু হতে চলেছে দেশের ১১টি ব্যাঙ্কে ২০২৪-২৫ অর্থবর্ষের জন্য ৩০৪৯টি শূন্যপদে প্রোবেশনারি অফিসার তথা ম্যানেজমেন্ট ট্রেনি নিয়োগ প্রক্রিয়া তথা IBPS CRP PO/ MT- 13।

এতে অংশগ্রহণকারী ১১টি ব্যাঙ্ক হল – ব্যাঙ্ক অফ বরোদা, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, কানাড়া ব্যাঙ্ক, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যাঙ্ক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক, ইউকো ব্যাঙ্ক এবং ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

প্রোবেশনারি অফিসার বা ম্যানেজমেন্ট ট্রেনি ছাড়াও IBPS-এর মাধ্যমেই উল্লিখিত ১১টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ২০২৪- ২৫ অর্থবর্ষে বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞ আধিকারিক তথা স্পেশালিস্ট অফিসার নিয়োগে ১৪০টি শূন্যপদে প্রার্থীবাছাইয়ের জন্য অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়েছে। পরীক্ষার নাম IBPS CRP SPL-13। যে সমস্ত ক্ষেত্রে স্পেশালিস্ট স্কেল ১ অফিসার নিয়োগ হবে, সেগুলি হল— আইটি অফিসার, এগ্রিকালচারাল ফিল্ড অফিসার, রাজভাষা অধিকারী, ল অফিসার, এইচ.আর/ পার্সেনেল অফিসার এবং মার্কেটিং অফিসার।

  • যোগ্যতা

IBPS CRP PO/ MT- 13 পরীক্ষায় বসার জন্য আবেদন করতে হলে প্রার্থীকে যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের থেকে গ্র্যাজুয়েট হতে হবে। পিসিকালচার, এগ্রিকালচারাল মার্কেটিং অ্যান্ড কোঅপারেশন, ইনফরমেশন টেকনোলজি, ম্যানেজমেন্ট, আইন, অর্থনীতি, বা অ্যাকাউন্ট্যান্সিতে ডিগ্রিধারী প্রার্থীদের IBPS CRP SPL-13 পরীক্ষা দিয়ে স্পেশালিস্ট স্কেল ১ অফিসার নিয়োগের ক্ষেত্রে (ম্যানেজমেন্টের প্রযোজ্য ক্ষেত্রে এমবিএ কিংবা পিজিডিবিএম) অগ্রাধিকার দেওয়া হবে। বিশদ শিক্ষাগত যোগ্যতা  IBPS-এর ওয়েবসাইটে দেওয়া আছে।

  • বয়সসীমা

১ অগস্ট, ২০২৩ তারিখের নিরিখে প্রার্থীর বয়স হতে হবে ২০ বছরের উপরে কিংবা ৩০ বছরের নিচে। সেক্ষেত্রে আবেদনকারীর জন্মতারিখ হওয়া উচিত ০২.০৮.১৯৯৩ থেকে ০১.০৮.২০০৩-এর মধ্যে। বয়সের ঊর্ধ্বসীমায় সরকারি নিয়মানুসারে তফসিলি জাতি ৫ বছর, ওবিসি ৩ বছর এবং প্রতিবন্ধীরা ১০ বছরের ছাড় পাবেন।

IBPS CRP SPL-13 পরীক্ষা দিয়ে স্পেশালিস্ট স্কেল ১ অফিসার বাছাইয়ে ক্ষেত্রেও বয়সসীমা ১ আগস্ট, ২০২৩-এর নিরিখে ২০ থেকে ৩০ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণিভুক্তরা সরকারি নিয়মানুসার বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

  • বাছাই প্রক্রিয়া

IBPS CRP PO/ MT- 13 পরীক্ষাটির তিনটি পর্যায়। প্রথম পর্যায় প্রিলিমিনারি, যা আসলে কেবলমাত্র যোগ্যতা নির্ধারক। তার পর মেইন এবং একদম চূড়ান্ত পর্বে ইন্টারভিউ। দুটি লিখিত পরীক্ষাই সর্বভারতীয় স্তরে অনলাইন পদ্ধতিতে নেওয়া হবে। চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরে প্রিলিমিনারি হতে পারে বলে আশা করা যায়। মেইন পরীক্ষা হওয়ার সম্ভাবনা নভেম্বর মাসে। সেক্ষেত্রে, ইন্টারভিউ ২০২৪ সালের জানুয়ারি- ফেব্রুয়ারিতে হওয়ার সম্ভাবনা আছে।

স্পেশালিস্ট স্কেল ১ অফিসার প্রার্থী বাছাইয়েও তিনটি পর্যায়— প্রিলিমস, মেইন এবং ইন্টারভিউ। চলতি বছরের ৩০ ও ৩১ ডিসেম্বর প্রিলিমস, 28 জানুয়ারি, ২০২৪ মেইন এবং আগামী বছরের ফেব্রুয়ারি- মার্চ মাসে ইন্টারভিউ আয়োজিত হওয়ার সম্ভাবনা আছে।

  • পরীক্ষার প্যাটার্ন

সর্বপ্রথম প্রিলিনস পরীক্ষা ৬০ মিনিটের যেখানে ১০০টি মাল্টিপল চয়েস প্রশ্নের উত্তর করতে হবে। এখানে ইংলিশ ল্যাঙ্গোয়েজ থেকে ৩০টি প্রশ্ন, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড থেকে  ৩৫টি প্রশ্ন এবং রিজনিং এবিলিটি থেকে ৩৫টি প্রশ্নের বিষয়ভিত্তিক বিভাজন থাকে। প্রতিটি প্রশ্নের মান ১ এবং প্রতিটি ভুল উত্তরে ০.২৫ নম্বর নেগেটিভ মার্কিং আছে। প্রিলিমসে একজন পরীক্ষার্থীকে প্রতিটি বিষয়ে আলাদাভাবে কাট অফ মার্ক স্কোর করতে হবে, তবেই মেন পরীক্ষায় বসার ছাড়পত্র মিলবে। প্রিলিমস পরীক্ষার সর্বভারতীয় পরীক্ষাকেন্দ্রগুলির মধ্যে পশ্চিমবঙ্গের কেন্দ্রগুলি হল—হুগলি, হাওড়া, কল্যাণী, বৃহত্তর কলকাতা, আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, পশ্চিম মেদিনীপুর এবং শিলিগুড়ি।

যেসব প্রার্থীরা প্রিলিমসে পাস করবে কেবল তারাই বসতে পারবে মেইন পরীক্ষায়, যার পূর্ণমান ২০০ এবং মেয়াদ ৩ ঘণ্টা ৩০ মিনিট। মেইনসের বিষয় বিভাজন এরকম: রিজনিং অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউড থেকে ৪৫টি প্রশ্ন-  ৬০ মিনিট, ইংলিশ ল্যাঙ্গোয়েজ ৩৫টি প্রশ্ন- ৪০ মিনিট, জেনারেল ইকনমি / ব্যাঙ্কিং অ্যাওয়ারনেস ৪০টি প্রশ্ন- ৩৫ মিনিট, ডেটা অ্যানালিসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন ৩৫টি প্রশ্ন- ৪৫ মিনিট। প্রতিটি প্রশ্নের মান ১ এবং এখানেও প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর নেগেটিভ মার্কিং আছে। এর সঙ্গেই থাকবে আরও ২৫ নম্বরের ইংলিশ ল্যাঙ্গোয়েজে লেটার এবং এসে রাইটিং যার জন্য বরাদ্দ সময় ৩০ মিনিট। আগের মত এই মেইন সেকশনেও উত্তীর্ণ হিসেবে বিবেচিত হতে গেলে একজন পরীক্ষার্থীকে প্রতিটি বিষয়ে আলাদাভাবে কাট অব মার্ক বা তার বেশি নম্বর পেতে হবে।

উপরিউক্ত শর্তগুলি পূরণ করে উত্তীর্ণ হিসেবে বিবেচিত প্রার্থীদের মেধাতালিকা তৈরি করা হবে কেবলমাত্র মেন পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে। মেধাতালিকাভুক্ত প্রার্থীদের ক্যাটেগরি অনুযায়ী ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। ইন্টারভিউর পূর্ণমান ১০০ নম্বর। এখানে একজন প্রার্থীকে কমপক্ষে ৪০% (সংরক্ষিত ক্যাটেগরিভুক্তদের ক্ষেত্রে কমপক্ষে ৩৫%) নম্বর পেতে হবে। মেইন পরীক্ষায় পাওয়া নম্বর এবং ইন্টারভিউতে পাওয়া নম্বর ৮০: ২০ অনুপাতে বিচার করে চূড়ান্ত মেধাতালিকা তৈরি করা হবে। CRP PO/ MT- 13-র স্কোর কার্ড বৈধ থাকবে ৩১ মার্চ, ২০২৫ পর্যন্ত।

  • আবেদন প্রক্রিয়া

আবেদন করতে হবে www.ibps.in ওয়েবসাইটের মাধ্যমে। প্রার্থীর সাম্প্রতিক পাসপোর্ট মাপের রঙিন ছবি এবং অক্ষর নির্ধারিত ফরম্যাট ও সাইজে (ছবি: ২,০০×২৩০ পিক্সেল, ২০-৫০ কেবি; স্বাক্ষর: ১৪×৬০ পিক্সেল, ১০-২০ কেবি; বাম হাতের বুড়ো আঙুলের ছাপ: ২৪০×২৪০ পিক্সেল, ২০-৫০ কেবি, নিজের হাতে লেখা নির্ধারিত বয়ানে ঘোষণাপত্র বা ডিক্লারেশন: ৮০০×৪০০ পিক্সেল, ৫০-১০০ কেবি) স্ক্যান করে রাখতে হবে। প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি এবং চালু মোবাইল নম্বর থাকা আবশ্যক।

রেজিস্ট্রেশনের শেষ তারিখ ২১ আগস্ট। পরীক্ষার ফি ৮৫০ টাকা। সংরক্ষিত তালিকাভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে পরীক্ষার ফি ১৭৫ টাকা। বিশদে জানতে IBPS-এর ওয়েবসাইটে লগ ইন করতে হবে।

WBCS Hybrid Course

RICE Education নিয়ে এসেছে WBCS হাইব্রিড কোর্স। প্রথমে জানতে হবে হাইব্রিড এডুকেশন কাকে বলে! এ এমন এক ধরণের শিক্ষাপদ্ধতি যা অফলাইন এবং অনলাইন শিক্ষাপদ্ধতির সংমিশ্রণ, যেখানে প্রথাগত অফলাইন শিক্ষার মত শিক্ষক ছাত্র মুখোমুখি সাক্ষাৎকার করেন আবার অনলাইন পড়াশুনোর সব সুযোগ সুবিধাও পাওয়া যায়। অ্যাডভান্স টেকনোলজি ব্যবহার করে স্মার্ট ক্লাস RICE-এর WBCS হাইব্রিড কোর্সের প্রধান বৈশিষ্ট্য। দূরত্ব বা অন্য নানা কারণে RICE-এর যেসব সেন্টারে এতদিন অফলাইনে WBCS পড়ানো হত না এখন থেকে হাইব্রিড ক্লাসের মাধ্যমে সেখানকার ছাত্রছাত্রীরাও WBCSএর জন্য প্রস্তুতি নিতে পারবে।

১ বছর মেয়াদের এই WBCS হাইব্রিড কোর্সটি আগস্ট ২০২৩ থেকে শুরু হতে চলেছে আসানসোল, তমলুক, হাওড়া ময়দান, বারাসত, সোনারপুর ইত্যাদি শাখায়।

  • WBCS Hybrid Course যা দেবেঃ

১। একজন WBCS পরীক্ষার্থী হাইব্রিড কোর্সে ভর্তি হয়ে নিয়মিত ক্লাস করতে পারবে, যা তার প্রস্তুতির জন্য প্রাথমিক শর্ত। এই ক্লাসগুলি অনলাইন হলেও ছাত্রছাত্রীরা ক্লাসরুমে উপস্থিত থাকবে, সেখানে বড় স্ক্রিনে সরাসরি ক্লাস নেবেন RICE-এর হেডঅফিস এবং সিটি অফিসের সেরা অভিজ্ঞতাসম্পন্ন শিক্ষকেরা। উন্নত প্রযুক্তির সাহায্যে ক্লাসে ছাত্র- শিক্ষক কথোপকথনও চলতে পারবে।

২। শিক্ষার্থীরা পাবে RICE-এর স্টাডি মেটেরিয়াল যা সাম্প্রতিক বছরগুলির পরীক্ষার ট্রেন্ডের উপর গবেষণা করে তৈরি করা হয়। স্টাডি মেটেরিয়ালের হার্ড কপি অর্থাৎ প্রিন্টেড স্টাডি মেটেরিয়াল ছাত্রছাত্রীদের দেওয়া হবে। ফলে পড়াশোনার জন্য সবসময় স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতে হবে না। বই বা খাতা থেকে পড়া সবসময়ই অনেক বেশী সুবিধাজনক।

৩। পড়াশোনা ঠিক পথে এগোচ্ছে কিনা বোঝার জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি পদক্ষেপ পরীক্ষা দেওয়া। WBCS হাইব্রিড কোর্সে শিক্ষার্থীদের প্রতি মাসে মান্থলি টেস্ট দিতে হবে এবং তা হবে অফলাইনে। তাছাড়াও অনলাইনে সেমিস্টার, মিশন 100 ইত্যাদি পরীক্ষা নেওয়া হবে। মকটেস্টগুলি নেওয়া হবে অফলাইন এবং অনলাইন উভয় মোডেই। পরীক্ষার মোড আগেই বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। পরীক্ষার বিশেষ ক্লাসও থাকবে।

৪। থাকবে ডাউট ক্লিয়ারিং সেশন।

৫। প্রতি মাসে কারেন্ট অ্যাফেয়ার্সের PDF দেওয়া হবে।

৬। হাইব্রিড কোর্সের শিক্ষার্থীরা RICE SMART অ্যাপও অ্যাকসেস করতে পারবে। 

৭। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সাধ্যের মধ্যে এই কোর্সটি শিক্ষার্থীকে সাফল্যের পথ দেখায়।

  • RICE WBCS Hybrid Model শিক্ষার্থীদের যেভাবে সাহায্য করে

শিক্ষার্থীদের পড়াশুনাকে সরল করতে হাইব্রিড কোর্সে থাকবে পরিবর্তনযোগ্যতা, ক্লাসগুলির রেকর্ডেড ভিডিও পাওয়া যাবে যা অফলাইন কোর্সে কখনো পাওয়া যায় না। ফলত কোন কারণবশত শিক্ষার্থী যদি কোন ক্লাস করতে না পারে পরে সে ওই বিশেষ ক্লাসের রেকর্ডেড ভিডিও দেখতে পাবে। আবার অফলাইন পড়াশোনার যে বৈশিষ্ট্য, শিক্ষককে সরাসরি প্রশ্ন জিজ্ঞাসা করতে পারা যা আবার অনলাইনে করা যায় না এখানে তা করা যাবে। ক্লাসগুলি এতটাই মনোজ্ঞ যে তা চলাকালে ছাত্রছাত্রীরা শেষপর্যন্ত মনযোগ ধরে রাখতে বাধ্য হবে। 

WBCS হাইব্রিড কোর্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক যেটা তা হল নেটওয়ার্কের দায়িত্ব প্রতিষ্ঠানের। অনেক সময় অনলাইন ক্লাস চলাকালীন ব্যক্তিগত ইন্টারনেটের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তখন ক্লাস করা হয়ে ওঠে না, হাইব্রিডে ক্লাস করতে না পারার সেই ভয় নেই। কারণ শিক্ষার্থী হাইব্রিড ক্লাস করছে প্রতিষ্ঠানে গিয়ে, তখন সব দায়িত্ব প্রতিষ্ঠানের।

প্রথমেই বলা হয়েছে হাইব্রিড শিক্ষণ হল অফলাইন এবং অনলাইন শিক্ষণ পদ্ধতির মিশ্রণ, কাজেই এই উভয় পদ্ধতির সেরা দিকগুলো হাইব্রিডে রয়েছে। একটা তুলনামূলক তালিকা করলে দেখা যাবে হাইব্রিডের সুবিধা বরং বেশীঃ-

WBCS Course

তাছাড়া শিক্ষার্থী হাইব্রিড কোর্সে পাবে লাইব্রেরী ব্যবহারের সুযোগ এবং রিডিং রুমের সুবিধা। প্রস্তুতির সবরকম সুবিধা দিয়ে কোর্সটি শেষ পর্যন্ত ছাত্রছাত্রীদের পরীক্ষার চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড় করিয়ে দেয় মকটেস্টের মাধ্যমে। মকটেস্টই প্রস্তুতির চূড়ান্ত পর্ব। বারবার মকটেস্ট দিয়ে দিয়ে পরীক্ষার্থী আত্মবিশ্বাস অর্জন করে তখনই সাফল্য আসে তার হাতের মুঠোয়!