Geography: As an optional Subject

Geography is the ground on which we stand, use it for your stand in UPSC.

Although selecting the optional subject for the UPSC civil service mains exam is a personal decision but that decision must have some logical ground.  The decision related to optional subjects must be based on one’s educational and professional background as well as strengths and weaknesses. Apart from this, a candidate must weigh the pros and cons of a particular optional subject and if the pros outweigh the cons, he should go with it.

In this article I will talk about Geography as an optional subject, and will give candidates an answer to the question, why is geography a good optional for UPSC CSE.

What attracts aspirants towards geography?

  • Geography is a blend of science and humanities. Due to this, it is preferred by many aspirants from science, medical and engineering as well as humanities backgrounds.
  • Geography also has a lot of overlap with subjects like economics, environment, ecology and conservation which makes it more interesting, relevant, and dynamic.
  • Geography is a scoring subject because unlike pure humanities subjects, there is not much requirement for mugging up and interpretation. Only concepts need to be understood. Also, diagrams, flowcharts, etc. can be used to get more marks. The map-based questions are also scoring.
  • The definite syllabus of Geography and availability of standard books and study materials make it easy for the candidates and encourages them to go for it.
  • Success Rate of the subject is very high. There have been toppers with this optional in the previous years. The most famous topper is Ira Singhal who topped the civil services exam in 2015. Also, in the 2016 UPSC exam, rank 4 holder Soumya Pandayhad taken Geography as her optional subject.

An analysis of success rate:

Year 

No. of candidate appeared in mains 

Finally Recommended

2017

2669

147

2016

4049

236

2015

4351

314

2014

3158

178

  • It has tremendous overlap with General Studies both in prelims and the mains. Candidates can also use what they learn in Geography in their essay paper on various topics. Even in the UPSC personality test, Geography will be useful as the board can ask questions on the local geography of a candidate’s home town like soil, vegetation, minerals, environmental issues, geopolitics, climate change
  • Contribution of geography at different level of exam.

How to maximize score?

  • Geography has a lot of overlap with subjects like economics, environment, ecology and conservation.Interlinking of these subjects will help in fetching good marks.
  • Use of geographical languages, use of maps and diagrams and substantiating the answer with examples will also maximize

RICE IAS Institute is here to guide you and make you ready to tackle any challenges that may come up. We have well planned and scientifically designed course and study materials along with periodic tests, sectional as well as comprehensive. The process which we follow here will keep you in resonance with the evolving pattern and difficulty level of the exam and will ensure your success in UPSC CSE exam.

Importance of NCERT in UPSC preparation

UPSC aspirants come from different backgrounds like science, commerce, humanities and the ones with technical degrees but if there is one common beginning point for all then it is NCERT.

Despite hearing several toppers mention NCERT in their recommended booklist, there are some aspirants who feel that NCERT books are for children and directly pick up standard books. This is a BIG mistake! Remember it is not for nothing that all toppers and even ex- UPSC chairman keeps mentioning them.

In this article we will deal with 'why', 'how' and 'what' of NCERT. Also we will see the important NCERT Books that are a must read! [Subject wise]

Why to read NCERT?

  • NCERTs are school level books designed to raise the curiosity of children. It is an excellent way to kickstart your preparation.
  • There are atleast 12-15 MCQs in prelims which are directly from NCERTs.
  • They help build the habit of asking 'why' which is fundamental in UPSC exam.
  • They build your foundation. They connect you to standard books.
  • Above all it makes you realise where you stand.

How to read NCERTs?

  • The best way to read NCERTs is to follow the three-round formula.
  • First, give it a fast reading. At this round don't spend more than 1-2 mins on a page. Just try to grasp what is the chapter talking about.
  • Second, this round is best done the same day of the first round but after some interval. In this round take a pencil and mark the important lines.
  • Finally, in this round take a highlighter and do final markings on each page. Keep in mind there should not be more than 5-6 underlines on the same page.
  • Next time you revise just read these highlighted lines.
  • This method will help you do multiple revisions.
  • You can follow this method for anything you are academically reading.

What are the most important NCERTs?

For Polity :

  • Democratic Politics -1
  • Democratic Politics -2
  • Indian constitution at work
  • Political Theory

For Geography:

  • All NCERTs 6 to 12
  • Try to link the topics given in each book with the previous one.

For History:

  • Class 6 and 7 NCERTS are a must.
  • Themes in Indian History Part 1, 2 and 3.
  • These are for New NCERTs, you can also refer to Old NCERTs.
  • For old NCERTS read - Ancient India class 11 by R.s. Sharma, Medieval India class 11 and Modern India Class 12

For Economy:

  • All NCERTs of class 9 to 12 though you can skip Introductory Microeconomics book.

For Society:

  • Social Change and Development in India
  • Understanding Society
  • Indian Society

For Environment:

  • Geography NCERTs along with class 12 Biology last 4 chapters.

For Art and Culture:

  • An Introduction to Indian Art, Part-1

I hope this article clears all your doubts related to NCERT and its role in UPSC preparation. Thank you.

Written By -

Jyoti Upadhyay
Faculty RICE IAS

WB Primary TET 2023

২০২২-এর পর এ বছর ডিসেম্বর মাসে আবার অনুষ্ঠিত হতে চলেছে প্রাইমারি TET পরীক্ষা। ১৩ সেপ্টেম্বর বুধবার প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল ঘোষণা করেছেন আগামী ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে প্রাথমিক শিক্ষক নিয়োগের TET পরীক্ষা। বুধবার সন্ধ্যাবেলা প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইটে TET পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রেজিস্ট্রেশন শুরু হবে বৃহস্পতিবার থেকেই । গৌতম পাল আরও জানিয়েছেন NCTE-র গাইডলাইন মেনে TET পরীক্ষা হবে। আপাতত আবেদন করার জন্য তিন সপ্তাহ বরাদ্দ করা হয়েছে পরে প্রয়োজনে দিন আরও বাড়ানো হতে পারে। প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে আগেই জানানো হয়েছিল যে, NCTE-র গাইডলাইন ও সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ মেনে প্রতি বছরই TET পরীক্ষা নেওয়া হবে। রাজ্যের তরফে  দ্রুত নিয়োগেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

  • WB Primary TET 2023; যোগ্যতা

D.El.Ed-সহ প্রাথমিক শিক্ষকের অন্যান্য প্রশিক্ষণ যাঁরা নিয়েছেন তাঁরা এ বছর TET দিতে পারবেন। গত বছর TET-এ যাঁরা অকৃতকার্য হয়েছিলেন তাঁরাও এ বছর আবেদন করতে পারবেন। আরও বেশি শূন্যপদে নিয়োগের সরকারি পরিকল্পনা অনুসারে এই পর্বের নিয়োগ শেষ হলেই পরের নিয়োগের বিজ্ঞপ্তি বেরোবে। তবে যাঁরা বর্তমানে বি.এড করছেন সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী তাঁরা এ বছর TET-এ বসতে পারবেন না।

 

  • WB Primary TET 2023; পরীক্ষারধরন

যাঁরা প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণিতে শিক্ষকতা করতে চান তাঁরাই Primary TET 2023 পরীক্ষাটি দেবেন। Primary TET-এ পরীক্ষার্থীদের কেবল ১টি পত্রের মোট ১৫০ নম্বরের পরীক্ষা দিতে হবে। পরীক্ষার সময় আড়াই ঘন্টা। এখানে অবজেক্টিভ MCQ ধরণের ১৫০টি প্রশ্নের উত্তর দিতে হবে পরীক্ষার্থীদের। প্রতিটি প্রশ্নের মান ১। তবে ভুল উত্তরে কোনও নেগেটিভ মার্কিং নেই।

 

  • WB Primary TET 2023; বিষয়

Primary TET 2023 পরীক্ষার জন্য যে যে বিষয়গুলি পরীক্ষার্থীদের পড়ে যেতে হবে সেগুলি হলঃ

১. শিশু বিকাশ ও শিশু শিক্ষাবিজ্ঞান/ পেডাগগি

২. আবশ্যিক ভাষা ১- বাংলা

৩. আবশ্যিক ভাষা ২- ইংরেজি

৪. অঙ্ক

৫. পরিবেশবিদ্যা

সরকার চাইছেন রাজ্যে স্কুলগুলিতে আরও বেশি শূন্যপদে নিয়োগ হোক৷ পর্ষদ সভাপতি গৌতম পাল আরও জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন যাতে নিয়োগ দ্রুত হয়। পর্ষদ সভাপতির কথা অনুযায়ী যদি সত্যিই TET-এর আয়োজন করে নিয়োগ প্রক্রিয়া ত্বরান্বিত করা হয়, তবে আগামী দিনে রাজ্যে প্রচুর চাকরির সুযোগ তৈরি হবে। 

UPSC Civil Services Exam Preparation Timeline

Suppose, you are planning to appear in Civil Services Examination, starting in May 2024(Pre):

 

Month GS-Prelims GS-Mains Optional
June '23 - October '23 NCERTs and Basic Standard books - one reading  Read books common to prelims & mains Start preparation of Optional Paper
October '23 - February '24 Revise the Basic Standard Books and start practising mock prelims tests Cover rest of the syllabus of main exam and start answer writing as well as mock prelims tests Revision and practice of optional subject
March '24- May '24 Exclusively for prelims (both GS and CSAT) and regular prelims test    
June '24 - Sep '24   Exclusively for Mains and regular answer writing as well as mock test for mains exam Revision and mock tests.

 

Before you sit for the prelims, it is typically advisable that you cover your mains syllabus once and give it at least one review. One of the simple ways to get ready for the main exam is to enroll for a mains test series. This is due to the fact that writing and with a set schedule make it easier to cover the material and identify the key points for the paper. Analysing one's issue areas for improvement also helps.

In order to cover them at a pace, that is preferable and to avoid monotony, it is necessary to group similar topics. For instance, you can combine topics like geography and environment, history and politics, and economics with current events. Given that ethics is becoming exponentially more important, it must be covered in great detail. With a solid reading list, you should aim to finish two subjects in two months.

As a result, it will take roughly six months to cover the entire syllabus in detail.You should structure your efforts so that you finish the entire mains course by the end of January, which was started in July. This preparation will offer you an advantage when preparing for the preliminary exams, and the writing answers you receive writing answers will keep you "mains ready."

Written By -

Amit Akshay
Faculty RICE IAS

ক্যারিয়ার কাউন্সেলিং RICE-এ

  • RICE Education–এর ক্যারিয়ার কাউন্সেলিং সেশন

আমাদের মধ্যবিত্ত পরিবারগুলিতে সাধারণত ছেলেমেয়েদের পড়াশোনার পাশাপাশি তাদের ভবিষ্যৎ কেরিয়ারের বিষয়ে গুরুত্বসহকারে ভাবনাচিন্তা করা হয় না। বেশীরভাগ ক্ষেত্রেই ছেলেমেয়েদের উচ্চশিক্ষা তথা ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া নিয়ে যে উদ্দীপনা থাকে তার সিকিভাগও সরকারি চাকরি পাওয়ার জন্য লক্ষ্য করা যায় না। অথচ WBCS, SSC, PSC, CGL, CHSL, Bank, Rail ইত্যাদি কেন্দ্রীয় ও রাজ্য সরকারি ক্ষেত্রে অত্যন্ত সম্মানজনক পদে চাকরি পাওয়া যায়। এর জন্য যেমন দায়ি সরকারি চাকরির পরীক্ষা সম্পর্কে একটা সাধারণ ভীতি তেমনই সরকারি চাকরির অনন্ত সম্ভাবনা সম্পর্কে অজ্ঞানতা।

 

  • সুদক্ষ কেরিয়ার কাউন্সেলারের ভূমিকা

ছাত্রছাত্রীদের হায়ার সেকেন্ডারি পরীক্ষা দেওয়ার পর থেকেই সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি বিষয়ে ভাবা উচিত। এরপর গ্র্যাজুয়েট হয়ে দিশেহারার মত না ঘুরে যাতে তারা সরকারি চাকরির বিশাল পরিসরে নিজেদের লক্ষ্যটা ঠিক করে নিতে পারে তার জন্য দরকার একজন সুদক্ষ কেরিয়ার কাউন্সেলারের নির্দেশনা। RICE Education –এর কর্ণধার প্রফেসর ডঃ সমিত রায় মহাশয় বলেন, দেশ চালাতে মন্ত্রীরাই যথেষ্ট নন আমলারাও গুরুত্বপূর্ণ। WBCS, UPSC, IAS ইত্যাদি পরীক্ষার দ্বারাই সেই আমলাদের চয়ন করা হয়, কাজেই রাজ্য তথা কেন্দ্রীয় স্তরে আমলা বা ব্যুরোক্রাট তৈরি করতে হলে পরীক্ষাগুলির বিষয়ে সঠিক ভাবে জানা এবং নিখাদ প্রস্তুতি গড়ে তোলা অবশ্য প্রয়োজন।

 

  • সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য দুর্মূল্য সময়

ডঃ সমিত রায় মহাশয় আরও বলেন, গত ৩৮ বছর ধরে RICE Education থেকে রাজ্যের ১.৫ লক্ষেরও বেশি শিক্ষার্থী কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে চাকরি পেয়েছে। কিন্তু এই দীর্ঘ সময়ের অভিজ্ঞতায় তিনি ছাত্রছাত্রীদের সাফল্য ও ব্যর্থতার নিরিখে চারটি শ্রেণিকে লক্ষ্য করেছেন, একদল যারা প্রথাগত শিক্ষাক্ষেত্রে সফল, তাদের একটা অহমিকা থাকে। ফলে সঠিক মেথডে না গিয়ে নিজের মত করে পড়ে সরকারি চাকরির পরীক্ষা ক্র্যাক করতে ব্যর্থ হয়। দ্বিতীয় একদল অদূরদর্শিতার কারণে সঠিক সময়ে প্রশিক্ষণ গ্রহণ না করে ব্যর্থ হয়। এবং তৃতীয় দল জীবনের সাথে পরীক্ষা-নিরীক্ষা করতে গিয়ে ব্যর্থ হয়। কিন্তু এরা ছাড়াও চতুর্থ এক ধরণের ছাত্রছাত্রী আছে। এরা মধ্যমেধার কিন্তু পরিশ্রমী অদম্য এদের ইচ্ছা, বিশ্বাস। দীর্ঘমেয়াদী পরিশ্রম ও সঠিক প্রতিষ্ঠনের উন্নত প্রশিক্ষণের দ্বারা এরাই কিন্তু সরকারি চাকরিক্ষেত্রে সাফল্য লাভ করে।

সুতরাং, প্রথাগত পড়াশোনা শেষ করার পর গা ভাসিয়ে দিলে চলবে না। খেয়ে–শুয়ে, ঘুরে–বেড়িয়ে তারপর পড়লে সরকারি চাকরির পরীক্ষার প্রতিযোগিতা জয় করা যায় না। স্কুল কলেজের পড়াশোনার থেকে সম্পূর্ণ পৃথক এই সরকারি চাকরি পাওয়ার জন্য পড়াশোনা। এই সময়টা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মূল্যবান কালপর্ব যখন দু-তিনটে বছর পড়াশোনার জন্য কৃচ্ছসাধন করলে বাকি জীবনটা স্বচ্ছন্দে, সানন্দে এবং সম্মানের সঙ্গে বাঁচা যায়।

 

  • থাকতে হবে পজ়িটিভ

এইজন্য দ্বাদশ শ্রেণী থেকে স্নাতক পর্বের ছাত্রছাত্রীদের সরকারি চাকরির পরীক্ষা দেওয়ার জন্য প্রথমেই মনস্থির করে নিতে হবে। তারপরে জানতে হবে কোন কোন শিক্ষাগত যোগ্যতায় কি কি পরীক্ষা দেওয়া যায়। আরও জানতে হবে পরীক্ষাগুলির জন্য সম্পূর্ণ সিলেবাস, পরীক্ষার খুঁটিনাটি, পড়ার পদ্ধতি, দ্রুত উত্তর করার কৌশল! আর এই সবকিছুর পরে দরকার মোটিভেশন, বিফলতার পরেও ধৈর্য ধরে লক্ষ্যে স্থির থাকলে সফলতা হাতে আসবেই।

 

  • প্রফেসর ডঃ সমিত রায় মহাশয়ের সঙ্গে সরাসরি দেখা করার সুযোগ

দ্বাদশ থেকে স্নাতকপর্বের শিক্ষার্থীদের সরকারি চাকরির পরীক্ষা সম্পর্কে যাবতীয় ধারণা তৈরি করে দেন এবং তাদের ভীষণভাবে উদ্বুদ্ধ করেন স্বয়ং ডঃ সমিত রায় মহাশয়। বেলঘড়িয়ায় RICE Education–এর হেড অফিস দিশারী ভবনে কেরিয়ার কাউন্সেলিং সেমিনারে তিনি শীক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলেন— দিশা দেন ভবিষ্যতের। যারা সত্যিই জীবনে সফল মানুষ হতে চায়, সম্মানের সঙ্গে মাথা উঁচু করে বাঁচতে চায় সেইসব তরুণদের জন্য RICE-এর এই ক্যারিয়ার কাউন্সেলিং সেশনে উপস্থিত হতে পারা সত্যিই এক দুর্দান্ত সুযোগ।

উত্তরণের পথে

  • ইতিহাস গড়ার অনুপ্রেরণা

“উত্তরণের পথে” একটি এমন অধিবেশন যেখানে RICE গ্রুপের চেয়ারম্যান, অ্যাডামাস ইউনিভার্সিটির চ্যান্সেলর প্রফেসর ডঃ সমিত রায় মহাশয় বাংলার ছাত্রসমাজের সঙ্গে সরাসরি কথা বলেন, তাদের উদ্বোধিত করেন, অনুপ্রেরণার সঞ্চার করেন। পশ্চিমবঙ্গের জেলায় জেলায় RICE Education-এর যত শাখা আছে সমস্ত শাখার সকল ছাত্রছাত্রীদের কথা তিনি নিজে শোনেন, কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধিত করেন এবং সেই অঞ্চলের আশেপাশের কলেজ ছাত্রছাত্রীদের দিশা দেখান যে কীভাবে তারা একটি সরকারি চাকরি পেতে পারে এবং গড়তে পারে নিজের সফল ভবিষ্যৎ। খুব সম্প্রতি ৮ সেপ্টেম্বর, ২০২৩ RICE Education-এর বেহালা শাখার উদ্যোগে বেহালার শরৎসদনে অনুষ্ঠিত হয়ে গেল এমনই একটি অনুপ্রেরণাদায়ক অনুষ্ঠান।

  • পানিপথের যুদ্ধ

 স্যার একটি রবীন্দ্রসঙ্গীতকে তাঁর বক্তব্যের মূলসুর হিসেবে ধার্য করে আবৃত্তি করছিলেন-

          “বিপদে মোরে রক্ষা কর এ নহে মোর প্রার্থনা

        ….আমারে তুমি করিবে ত্রাণ এ নহে মোর প্রার্থনা

          তরিতে পারি শকতি যেন রয়।”

এই আত্মবিশ্বাস, এহেন আত্মনির্ভরতায় জেগে ওঠার জন্য তিনি ডাক দেন বাংলার যুবসমাজকে। তিনি জিজ্ঞাসা করেন ছাত্রছাত্রীদের তারা কি স্বপ্ন দেখে? স্বপ্ন, বড় কিছুর? ছাত্রছাত্রীরা পড়াশোনার দশ বছর পর যখন ১০ম ক্লাসে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা দিতে যায় তখন সেই পরীক্ষাকে মনে করে যেন পানিপথের ১ম যুদ্ধ। এইভাবে হায়ার সেকেন্ডারি এবং গ্র্যাজুয়েশনের পরে ২য় এবং ৩য় পানিপথের যুদ্ধ শেষ হয়। কিন্তু তাতে সাম্রাজ্য পাওয়া যায় না, বরং মাধ্যমিকের ‘সৌম্য’ বা গ্র্যাজুয়েশনের ‘মঞ্জরী’র পরিচয় ঘুচে গিয়ে তিন অক্ষরের একটি সামাজিক উপাধি পায় সে—“বেকার”। সে দিক থেকে RICE Education তো একটি মন্দির, যা তরুণদের বেকারত্বের অভিশাপ থেকে উত্তরণের পথ দেখায়।

  • কেরিয়ার ও সন্তুষ্টি

বাঙালি তরুণ প্রজন্ম যথেষ্ট বুদ্ধিমান কিন্তু উচ্চাকাঙ্ক্ষী নয়। তারা তলিয়ে চিন্তা করে না যে, ‘জীবন গঠন করতে আমি কোন সুনির্দিষ্ট পথে চলব’। প্রফেসর ডঃ সমিত রায় মহাশয় বলেন যে ছাত্রছাত্রীদের এটা ভাবার দরকার নেই যে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়াই কেরিয়ারের চরম সাফল্য। তাদের সমতুল্য সফল কেরিয়ার গড়ে তোলা যায় সরকারি চাকরির ক্ষেত্রে। যে কোন সরকারি চাকরির প্রথম বেতন শুরুই হয় প্রায় ৩৫০০০/- টাকা থেকে। CGL-এর ক্ষেত্রে তো প্রথম বেতনই ৭০০০০/- টাকার উপর থেকে শুরু। তাঁর পর্যবেক্ষণ অনুযায়ী খুব শিগগিরই নতুন পে-স্কেল তৈরী হবে যেখানে একজন WBCS অফিসারের বেতন হতে পারে ১,৪০,০০০/- টাকার কাছাকাছি এবং একজন IAS IPS এর মাসিক বেতন হবে অন্তত ৩,৫০,০০০/- টাকার মত। সেইসঙ্গে মান- সম্মান, নিরাপত্তা এবং দেশের জন্য কাজ করতে পারার সন্তুষ্টি তো আছেই।

  • স্বপ্ন বড় কিছুর

কিন্তু বাংলার ছাত্রছাত্রীরা বড় স্বপ্ন দেখতে শেখেনি, স্বপ্নের জন্য রাত জাগতে, ভোরে উঠতে শেখেনি। স্কুল কলেজের পড়াশোনা তারা যতটা গুরুত্ব দিয়ে করে সরকারি চাকরি পাওয়ার জন্য ততটা আদা জল খেয়ে লাগতে পারে না। অথচ পার্শ্ববর্তী রাজ্যগুলিতে ঠিক তার বিপরীতক্রম লক্ষ্য করা যায়। সেখানে স্কুল-কলেজের পড়াশোনা যেমনভাবেই করুক না কেন স্কুলের গন্ডি পার করেই ছাত্রছাত্রীরা একদম একনিষ্ঠতার সঙ্গে UPSC পরীক্ষার জন্য গ্রুপস্টাডি, কোচিং ইত্যাদি শুরু করে দেয়। স্যার অত্যন্ত দূরদর্শীতার সঙ্গে বারবার এমন কথা বলেন যে দেশ কেবল নেতা মন্ত্রীরা চালান না, তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আমলারা। তাই এই আমলাতন্ত্রে রাজ্য থেকে যত বেশী প্রতিনিধি  পাঠানো যাবে রাজ্যের বিভিন্ন পরিকল্পনা তত সফলভাবে রূপায়িত হবে। তাই শুধু রাজ্য সরকারি পরীক্ষাই নয় কেন্দ্র সরকারি চাকরির পরীক্ষাতেও বসার প্রস্তুতি শুরু করতে হবে স্কুল কলেজ স্তর থেকেই।

  • মেধার বিকাশ

২২ বছর বয়সে কলেজে উত্তীর্ণ হওয়ার পর থেকে ৩২ বছর পর্যন্ত সরকারি চাকরির পরীক্ষায় বসা যায় একাধিকবার। কিন্তু প্রফেসর ডঃ সমিত রায় বলেন এটা কোন রোমাঞ্চের যাত্রা নয় যে একাধিকবার তার অভিজ্ঞতা সঞ্চয় করতে হবে। যতবার খুশি ততবার পরীক্ষা দিয়ে মাধ্যমিক বা হায়ার সেকেন্ডারি পরীক্ষায় পাশ করার কথা কেউ তো ভাবে না, তাহলে চাকরির পরীক্ষার ক্ষেত্রে মস্তিষ্কের এই অবসাদ কেন? কেন প্রথমবারেই প্রাণ পণ করে পরীক্ষায় বসে না প্রার্থীরা? তিনি বলেন জীবনের মাত্র দু- তিনটে বছর গভীর অধ্যাবসায় দিয়ে পড়লেই সরকারি চাকরির মাধ্যমে নিশ্চিন্ত জীবন পাওয়া যেতে পারে। কিন্তু পড়াশোনায় হতে হবে কঠোর পরিশ্রমী, প্রস্তুতি হতে হবে নিখাদ। ঠিক এইখানেই ছাত্রছাত্রীদের অনেকদূর পর্যন্ত এগিয়ে দেয় RICE Education। কোন ছাত্রছাত্রী আর্টস্‌, সায়েন্স, টেকনোলজি যে ধারারই হোক না কেন RICE Education তাকে সরকারি চাকরির জন্য প্রস্তুত করে তোলে ক্যাপাসিটি বিল্ডিং পদ্ধতির মধ্য দিয়ে।

  • ক্যাপাসিটি বিল্ডিং

কি এই ‘ক্যাপাসিটি বিল্ডিং’? ক্যাপাসিটি বিল্ডিং হল একটি প্রক্রিয়া। সে যে ধারারই ছাত্রছাত্রী হোক না কেন তারা খুব বেশী হলে ৫ থেকে ৬টা সাবজেক্ট পড়াশোনা করে আসে অথচ চাকরির পরীক্ষায় প্রশ্ন আসে ১৫টা সাবজেক্ট থেকে। যারা আর্টস ব্যাকগ্রাউন্ডের ছাত্রছাত্রী তারা হয়তো অঙ্কে ভয় পায়। এমন কথাও অনেকে বলে “সরকারি চাকরি পেতে হলে অঙ্ক পরীক্ষা দিতে হয়, আমি তো অঙ্কের ভয়েই মাধ্যমিকের পরে আর্টস্‌ নিয়ে পড়েছিলাম।” প্রফেসর ডঃ রায় বলেন, “তোমরা ছাত্রছাত্রীরা এটা কেন বোঝ না ১৫- ১৬ বছর বয়সে যে অঙ্ক ভীষণ কঠিন লেগেছে ২২ বছরের পরিণত মস্তিষ্কে তা খুব সহজেই বুঝতে পারবে”। আর চাকরির পরীক্ষার ৬০% প্রশ্নই আসে মাধ্যমিক স্তর থেকে। বাকি ৩০% উচ্চ মাধ্যমিক স্তর এবং মাত্র ১০% প্রশ্ন আসে স্নাতক স্তরের থেকে। RICE Education ১৫টা সাবজেক্টের বিশাল সিলেবাসকে ১২টা স্টাডি মেটেরিয়ালে ভাগ করে তাকে আত্মস্থ করায় ক্লাস ওয়ার্ক, হোম ওয়ার্ক, উইকলি টেস্ট, মান্থলি টেস্ট, মিশন ১০০, মকটেস্ট ইত্যাদির মাধ্যমে। ধীরে ধীরে বিজ্ঞানসম্মত উপায়ে ছাত্রছাত্রীদের ভীতি দূর করে তাদের দুর্বলতর বিষয়টাতে পারদর্শী করে তোলে। একেই বলা হয় ‘ক্যাপাসিটি বিল্ডিং’। RICE Education  পাশে থাকে প্রিলিমস্‌, মেইনস্‌, ইন্টারভিউ ইত্যাদি পরীক্ষার প্রত্যেকটি ধাপে। RICE মেথডোলজি একজন মধ্যমেধার শিক্ষার্থীকেও চাকরির পরীক্ষায় সফল করে তোলার দাবি করতে পারে।

  • কৃতীদের প্রেরণা

RICE মেথডোলজি যে ছাত্রছাত্রীদের কতখানি আত্মবিশ্বাসী করে তুলেছে তা বোঝা যায় RICE Education-এর কৃতীদের কথায়। RICE- বেহালা শাখার ১৬ জন সফল শিক্ষার্থী, যাঁদের কেউ কেউ আবার একাধিক পরীক্ষায় সফল, কেউ চাকরিরত – তাদের প্রত্যেককে মঞ্চে ডেকে নিজের হাতে সম্বর্ধনা দেন প্রতিষ্ঠানের কর্ণধার প্রফেসর ডঃ সমিত রায় মহাশয়। মঞ্চে দাঁড়িয়ে তাঁরা মুক্তকন্ঠে স্বীকার করেন অদম্য জেদ, লেগে থাকার মানসিকতা, আর কঠোর পরিশ্রম ছাড়া সরকারি চাকরি পাওয়ার কোন বিকল্প পথ নেই। সে ক্ষেত্রে RICE Education তাদের পথপ্রদর্শক, সহায়ক এবং অনুপ্রেরণার প্রধান উৎস। RICE Education-এ ভর্তি হওয়া তাদের জীবনের অন্যতম সঠিক সিদ্ধান্ত। সেদিন যদি এই সিদ্ধান্ত নিতে দ্বিধা করতেন তাহলে সরকারি পদে বসার স্বপ্ন অধরাই থেকে যেত। এই সফল ছাত্রছাত্রীরাই নতুনদের স্বপ্ন দেখান, তাঁদের মধ্যে অন্যতম বিতান চৌধুরী যিনি WBCS-এ সফল হয়ে বর্তমানে কর্মরত, তিনি দর্শকের আসনে সমাসীন বর্তমান ছাত্রছাত্রীদের সম্বোধিত করে বলেন যে তাঁর অফিসে এখনও অনেক আসন ফাঁকা, এদের সকলকে বিতান তাঁর সহকর্মী হিসাবে সেই ফাঁকা আসনগুলিতে দেখতে চান। এ সাফল্য কেবল একার নয়, পশ্চিমবঙ্গের সমস্ত তরুণ সমাজকে এই সাফল্য এনে দিতে RICE Education বদ্ধপরিকর।

  • ম্যাথাম্যাজিক

‘উত্তরণের পথে’র আর একটি বিশেষ আকর্ষণ হল প্রফেসর ডঃ সমিত রায়ের ম্যাথস্‌ ট্রিকসের ক্লাস, যাকে বলা যায়— ‘ম্যাথাম্যাজিক’! দর্শকের আসনে বসে থাকা ছাত্রছাত্রীদের কাছে অডিটোরিয়াম তখন এক আশ্চর্য ক্লাসরুম যেখানে ৩৮ বছরের অভিজ্ঞতাসম্পন্ন একটি প্রথম শ্রেণীর শিক্ষা প্রতিষ্ঠানের প্রাণপুরুষ নিজে ক্লাস নিচ্ছেন। স্যার শেখালেন অঙ্কের অসাধারণ কিছু কৌশল যার মাধ্যমে চাকরির পরীক্ষায় বড় বড় অঙ্কের সমাধান করা যাবে খুব সহজে। এইভাবেই তিনি বুঝিয়ে দিলেন যতটা ভয় দূর থেকে লাগে রোজ অনুশীলন করলে দেখা যাবে অঙ্ককে ভয় পাওয়ার কিছু নেই। শুধু শেখালেন না, একদম শিক্ষকোচিত ভঙ্গিতে ছেলেমেয়েদের পড়া ধরলেন, তাদের অমনোযোগীতার জন্য বকলেন এবং সস্নেহে আশ্বাস দিলেন RICE Education সবার জন্য আছে। যতক্ষণ না সাফল্য মিলছে RICE Education ছাত্রছাত্রীদের পাশে আছে- থাকবে। এমনকী যে কোন সময় কিছু বুঝতে অসুবিধা হলে, বা পড়াশোনা করতে করতে অবসাদ এলে, বা মানসিক ভাবে ভেঙে পড়লে, হতাশ লাগলে ছাত্রছাত্রীরা যেন তাঁর সঙ্গে যোগাযোগ করে সেই উদ্দেশ্যে তিনি নিজের মোবাইল নম্বরটিও সকলের সামনে ঘোষণা করে দিলেন। এতখানি অনুপ্রেরণা, এতখানি নৈতিক বল, মানসিক অবলম্বন দিতে পারেন বলেই তিনি উত্তরণের কান্ডারী, RICE Education তরুণদের নবজাগরণের পথপ্রদর্শক।

  • ইতিহাস গড়ার অনুপ্রেরণা

“উত্তরণের পথে” একটি এমন অধিবেশন যেখানে RICE গ্রুপের চেয়ারম্যান, অ্যাডামাস ইউনিভার্সিটির চ্যান্সেলর প্রফেসর ডঃ সমিত রায় মহাশয় বাংলার ছাত্রসমাজের সঙ্গে সরাসরি কথা বলেন, তাদের উদ্বোধিত করেন, অনুপ্রেরণার সঞ্চার করেন। পশ্চিমবঙ্গের জেলায় জেলায় RICE Education-এর যত শাখা আছে সমস্ত শাখার সকল ছাত্রছাত্রীদের কথা তিনি নিজে শোনেন, কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধিত করেন এবং সেই অঞ্চলের আশেপাশের কলেজ ছাত্রছাত্রীদের দিশা দেখান যে কীভাবে তারা একটি সরকারি চাকরি পেতে পারে এবং গড়তে পারে নিজের সফল ভবিষ্যৎ। খুব সম্প্রতি ৮ সেপ্টেম্বর, ২০২৩ RICE Education-এর বেহালা শাখার উদ্যোগে বেহালার শরৎসদনে অনুষ্ঠিত হয়ে গেল এমনই একটি অনুপ্রেরণাদায়ক অনুষ্ঠান।

  • পানিপথের যুদ্ধ

 স্যার একটি রবীন্দ্রসঙ্গীতকে তাঁর বক্তব্যের মূলসুর হিসেবে ধার্য করে আবৃত্তি করছিলেন-

          “বিপদে মোরে রক্ষা কর এ নহে মোর প্রার্থনা

        ….আমারে তুমি করিবে ত্রাণ এ নহে মোর প্রার্থনা

          তরিতে পারি শকতি যেন রয়।”

এই আত্মবিশ্বাস, এহেন আত্মনির্ভরতায় জেগে ওঠার জন্য তিনি ডাক দেন বাংলার যুবসমাজকে। তিনি জিজ্ঞাসা করেন ছাত্রছাত্রীদের তারা কি স্বপ্ন দেখে? স্বপ্ন, বড় কিছুর? ছাত্রছাত্রীরা পড়াশোনার দশ বছর পর যখন ১০ম ক্লাসে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা দিতে যায় তখন সেই পরীক্ষাকে মনে করে যেন পানিপথের ১ম যুদ্ধ। এইভাবে হায়ার সেকেন্ডারি এবং গ্র্যাজুয়েশনের পরে ২য় এবং ৩য় পানিপথের যুদ্ধ শেষ হয়। কিন্তু তাতে সাম্রাজ্য পাওয়া যায় না, বরং মাধ্যমিকের ‘সৌম্য’ বা গ্র্যাজুয়েশনের ‘মঞ্জরী’র পরিচয় ঘুচে গিয়ে তিন অক্ষরের একটি সামাজিক উপাধি পায় সে—“বেকার”। সে দিক থেকে RICE Education তো একটি মন্দির, যা তরুণদের বেকারত্বের অভিশাপ থেকে উত্তরণের পথ দেখায়।

  • কেরিয়ার ও সন্তুষ্টি

বাঙালি তরুণ প্রজন্ম যথেষ্ট বুদ্ধিমান কিন্তু উচ্চাকাঙ্ক্ষী নয়। তারা তলিয়ে চিন্তা করে না যে, ‘জীবন গঠন করতে আমি কোন সুনির্দিষ্ট পথে চলব’। প্রফেসর ডঃ সমিত রায় মহাশয় বলেন যে ছাত্রছাত্রীদের এটা ভাবার দরকার নেই যে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়াই কেরিয়ারের চরম সাফল্য। তাদের সমতুল্য সফল কেরিয়ার গড়ে তোলা যায় সরকারি চাকরির ক্ষেত্রে। যে কোন সরকারি চাকরির প্রথম বেতন শুরুই হয় প্রায় ৩৫০০০/- টাকা থেকে। CGL-এর ক্ষেত্রে তো প্রথম বেতনই ৭০০০০/- টাকার উপর থেকে শুরু। তাঁর পর্যবেক্ষণ অনুযায়ী খুব শিগগিরই নতুন পে-স্কেল তৈরী হবে যেখানে একজন WBCS অফিসারের বেতন হতে পারে ১,৪০,০০০/- টাকার কাছাকাছি এবং একজন IAS IPS এর মাসিক বেতন হবে অন্তত ৩,৫০,০০০/- টাকার মত। সেইসঙ্গে মান- সম্মান, নিরাপত্তা এবং দেশের জন্য কাজ করতে পারার সন্তুষ্টি তো আছেই।

  • স্বপ্ন বড় কিছুর

কিন্তু বাংলার ছাত্রছাত্রীরা বড় স্বপ্ন দেখতে শেখেনি, স্বপ্নের জন্য রাত জাগতে, ভোরে উঠতে শেখেনি। স্কুল কলেজের পড়াশোনা তারা যতটা গুরুত্ব দিয়ে করে সরকারি চাকরি পাওয়ার জন্য ততটা আদা জল খেয়ে লাগতে পারে না। অথচ পার্শ্ববর্তী রাজ্যগুলিতে ঠিক তার বিপরীতক্রম লক্ষ্য করা যায়। সেখানে স্কুল-কলেজের পড়াশোনা যেমনভাবেই করুক না কেন স্কুলের গন্ডি পার করেই ছাত্রছাত্রীরা একদম একনিষ্ঠতার সঙ্গে UPSC পরীক্ষার জন্য গ্রুপস্টাডি, কোচিং ইত্যাদি শুরু করে দেয়। স্যার অত্যন্ত দূরদর্শীতার সঙ্গে বারবার এমন কথা বলেন যে দেশ কেবল নেতা মন্ত্রীরা চালান না, তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আমলারা। তাই এই আমলাতন্ত্রে রাজ্য থেকে যত বেশী প্রতিনিধি  পাঠানো যাবে রাজ্যের বিভিন্ন পরিকল্পনা তত সফলভাবে রূপায়িত হবে। তাই শুধু রাজ্য সরকারি পরীক্ষাই নয় কেন্দ্র সরকারি চাকরির পরীক্ষাতেও বসার প্রস্তুতি শুরু করতে হবে স্কুল কলেজ স্তর থেকেই।

  • মেধার বিকাশ

২২ বছর বয়সে কলেজে উত্তীর্ণ হওয়ার পর থেকে ৩২ বছর পর্যন্ত সরকারি চাকরির পরীক্ষায় বসা যায় একাধিকবার। কিন্তু প্রফেসর ডঃ সমিত রায় বলেন এটা কোন রোমাঞ্চের যাত্রা নয় যে একাধিকবার তার অভিজ্ঞতা সঞ্চয় করতে হবে। যতবার খুশি ততবার পরীক্ষা দিয়ে মাধ্যমিক বা হায়ার সেকেন্ডারি পরীক্ষায় পাশ করার কথা কেউ তো ভাবে না, তাহলে চাকরির পরীক্ষার ক্ষেত্রে মস্তিষ্কের এই অবসাদ কেন? কেন প্রথমবারেই প্রাণ পণ করে পরীক্ষায় বসে না প্রার্থীরা? তিনি বলেন জীবনের মাত্র দু- তিনটে বছর গভীর অধ্যাবসায় দিয়ে পড়লেই সরকারি চাকরির মাধ্যমে নিশ্চিন্ত জীবন পাওয়া যেতে পারে। কিন্তু পড়াশোনায় হতে হবে কঠোর পরিশ্রমী, প্রস্তুতি হতে হবে নিখাদ। ঠিক এইখানেই ছাত্রছাত্রীদের অনেকদূর পর্যন্ত এগিয়ে দেয় RICE Education। কোন ছাত্রছাত্রী আর্টস্‌, সায়েন্স, টেকনোলজি যে ধারারই হোক না কেন RICE Education তাকে সরকারি চাকরির জন্য প্রস্তুত করে তোলে ক্যাপাসিটি বিল্ডিং পদ্ধতির মধ্য দিয়ে।

  • ক্যাপাসিটি বিল্ডিং

কি এই ‘ক্যাপাসিটি বিল্ডিং’? ক্যাপাসিটি বিল্ডিং হল একটি প্রক্রিয়া। সে যে ধারারই ছাত্রছাত্রী হোক না কেন তারা খুব বেশী হলে ৫ থেকে ৬টা সাবজেক্ট পড়াশোনা করে আসে অথচ চাকরির পরীক্ষায় প্রশ্ন আসে ১৫টা সাবজেক্ট থেকে। যারা আর্টস ব্যাকগ্রাউন্ডের ছাত্রছাত্রী তারা হয়তো অঙ্কে ভয় পায়। এমন কথাও অনেকে বলে “সরকারি চাকরি পেতে হলে অঙ্ক পরীক্ষা দিতে হয়, আমি তো অঙ্কের ভয়েই মাধ্যমিকের পরে আর্টস্‌ নিয়ে পড়েছিলাম।” প্রফেসর ডঃ রায় বলেন, “তোমরা ছাত্রছাত্রীরা এটা কেন বোঝ না ১৫- ১৬ বছর বয়সে যে অঙ্ক ভীষণ কঠিন লেগেছে ২২ বছরের পরিণত মস্তিষ্কে তা খুব সহজেই বুঝতে পারবে”। আর চাকরির পরীক্ষার ৬০% প্রশ্নই আসে মাধ্যমিক স্তর থেকে। বাকি ৩০% উচ্চ মাধ্যমিক স্তর এবং মাত্র ১০% প্রশ্ন আসে স্নাতক স্তরের থেকে। RICE Education ১৫টা সাবজেক্টের বিশাল সিলেবাসকে ১২টা স্টাডি মেটেরিয়ালে ভাগ করে তাকে আত্মস্থ করায় ক্লাস ওয়ার্ক, হোম ওয়ার্ক, উইকলি টেস্ট, মান্থলি টেস্ট, মিশন ১০০, মকটেস্ট ইত্যাদির মাধ্যমে। ধীরে ধীরে বিজ্ঞানসম্মত উপায়ে ছাত্রছাত্রীদের ভীতি দূর করে তাদের দুর্বলতর বিষয়টাতে পারদর্শী করে তোলে। একেই বলা হয় ‘ক্যাপাসিটি বিল্ডিং’। RICE Education  পাশে থাকে প্রিলিমস্‌, মেইনস্‌, ইন্টারভিউ ইত্যাদি পরীক্ষার প্রত্যেকটি ধাপে। RICE মেথডোলজি একজন মধ্যমেধার শিক্ষার্থীকেও চাকরির পরীক্ষায় সফল করে তোলার দাবি করতে পারে।

  • কৃতীদের প্রেরণা

RICE মেথডোলজি যে ছাত্রছাত্রীদের কতখানি আত্মবিশ্বাসী করে তুলেছে তা বোঝা যায় RICE Education-এর কৃতীদের কথায়। RICE- বেহালা শাখার ১৬ জন সফল শিক্ষার্থী, যাঁদের কেউ কেউ আবার একাধিক পরীক্ষায় সফল, কেউ চাকরিরত – তাদের প্রত্যেককে মঞ্চে ডেকে নিজের হাতে সম্বর্ধনা দেন প্রতিষ্ঠানের কর্ণধার প্রফেসর ডঃ সমিত রায় মহাশয়। মঞ্চে দাঁড়িয়ে তাঁরা মুক্তকন্ঠে স্বীকার করেন অদম্য জেদ, লেগে থাকার মানসিকতা, আর কঠোর পরিশ্রম ছাড়া সরকারি চাকরি পাওয়ার কোন বিকল্প পথ নেই। সে ক্ষেত্রে RICE Education তাদের পথপ্রদর্শক, সহায়ক এবং অনুপ্রেরণার প্রধান উৎস। RICE Education-এ ভর্তি হওয়া তাদের জীবনের অন্যতম সঠিক সিদ্ধান্ত। সেদিন যদি এই সিদ্ধান্ত নিতে দ্বিধা করতেন তাহলে সরকারি পদে বসার স্বপ্ন অধরাই থেকে যেত। এই সফল ছাত্রছাত্রীরাই নতুনদের স্বপ্ন দেখান, তাঁদের মধ্যে অন্যতম বিতান চৌধুরী যিনি WBCS-এ সফল হয়ে বর্তমানে কর্মরত, তিনি দর্শকের আসনে সমাসীন বর্তমান ছাত্রছাত্রীদের সম্বোধিত করে বলেন যে তাঁর অফিসে এখনও অনেক আসন ফাঁকা, এদের সকলকে বিতান তাঁর সহকর্মী হিসাবে সেই ফাঁকা আসনগুলিতে দেখতে চান। এ সাফল্য কেবল একার নয়, পশ্চিমবঙ্গের সমস্ত তরুণ সমাজকে এই সাফল্য এনে দিতে RICE Education বদ্ধপরিকর।

  • ম্যাথাম্যাজিক

‘উত্তরণের পথে’র আর একটি বিশেষ আকর্ষণ হল প্রফেসর ডঃ সমিত রায়ের ম্যাথস্‌ ট্রিকসের ক্লাস, যাকে বলা যায়— ‘ম্যাথাম্যাজিক’! দর্শকের আসনে বসে থাকা ছাত্রছাত্রীদের কাছে অডিটোরিয়াম তখন এক আশ্চর্য ক্লাসরুম যেখানে ৩৮ বছরের অভিজ্ঞতাসম্পন্ন একটি প্রথম শ্রেণীর শিক্ষা প্রতিষ্ঠানের প্রাণপুরুষ নিজে ক্লাস নিচ্ছেন। স্যার শেখালেন অঙ্কের অসাধারণ কিছু কৌশল যার মাধ্যমে চাকরির পরীক্ষায় বড় বড় অঙ্কের সমাধান করা যাবে খুব সহজে। এইভাবেই তিনি বুঝিয়ে দিলেন যতটা ভয় দূর থেকে লাগে রোজ অনুশীলন করলে দেখা যাবে অঙ্ককে ভয় পাওয়ার কিছু নেই। শুধু শেখালেন না, একদম শিক্ষকোচিত ভঙ্গিতে ছেলেমেয়েদের পড়া ধরলেন, তাদের অমনোযোগীতার জন্য বকলেন এবং সস্নেহে আশ্বাস দিলেন RICE Education সবার জন্য আছে। যতক্ষণ না সাফল্য মিলছে RICE Education ছাত্রছাত্রীদের পাশে আছে- থাকবে। এমনকী যে কোন সময় কিছু বুঝতে অসুবিধা হলে, বা পড়াশোনা করতে করতে অবসাদ এলে, বা মানসিক ভাবে ভেঙে পড়লে, হতাশ লাগলে ছাত্রছাত্রীরা যেন তাঁর সঙ্গে যোগাযোগ করে সেই উদ্দেশ্যে তিনি নিজের মোবাইল নম্বরটিও সকলের সামনে ঘোষণা করে দিলেন। এতখানি অনুপ্রেরণা, এতখানি নৈতিক বল, মানসিক অবলম্বন দিতে পারেন বলেই তিনি উত্তরণের কান্ডারী, RICE Education তরুণদের নবজাগরণের পথপ্রদর্শক।

WBPSC Food SI 2023 নিয়োগের বিজ্ঞপ্তি

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) 2023 সালের ফুড সাব ইন্সপেক্টরের (Food SI) ৪৮০টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এর মধ্যে ২২০টি পদ সাধারণের জন্য, তফশিলি জাতির জন্য ৯৭টি ,তফশিলি উপজাতির জন্য ২৯টি, OBC-র জন্য ৮২ টি, PWD-র কর্মীদের জন্য ১৯টি, প্রাক্তন সেনাদের জন্য ২৪টি এবং ক্রীড়া প্রতিভাবানদের জন্য ৯টি আসন সংরক্ষিত।

  • WBPSC Food SI 2023 নিয়োগের যোগ্যতা
    WBPSC Food SI 2023-এর অনলাইন আবেদন শুরু হয়েছে 23 আগস্ট 2023 থেকে। আবেদনের এর শেষ তারিখ 20 সেপ্টেম্বর 2023 পর্যন্ত। মাধ্যমিক পাস করলেই অনলাইনে আবেদন করা যাবে। যাদের মাতৃভাষা বাংলা তাদের বাংলা ভাষায় এবং যাদের মাতৃভাষা নেপালী তাদের নেপালী ভাষায় পড়া, লেখা এবং বলার দক্ষতা থাকতে হবে। পার্সনালিটি টেস্টের সময় মাতৃভাষায় দক্ষতাও পরীক্ষা করা হবে। তখন এই ভাষাজ্ঞানের অভাব পরিলক্ষিত হলে আবেদন বাতিল হয়েও যেতে পারে। ফুড সাব ইন্সপেক্টরের বয়স ১.১.২০২৩ তারিখ অনুসারে 18-40 বছরের মধ্যে হতে হবে। তবে বয়সসীমায় OBC-দের ৩ বছরের SC-ST-দের ৫ বছরের ছাড় আছে। প্রার্থীদের সুস্বাস্থ্য এবং সচ্চরিত্রের অধিকারী হতে হবে।
  • WBPSC Food SI 2023; পে স্কেল
    ৬ঠ পে লেভেলে ROPA-2019 অনুসারে একজন ফুড এস.আইয়ের বেতন ডি.এ, এম.এ এবং এইচ.আর.এ বাদ দিয়ে ২২,৭০০/- থেকে ৫৮,৫০০/-মধ্যে।
  • WBPSC Food SI 2023 নিয়োগের পদ্ধতি
    WBPSC Food SI 2023 অনলাইনে আবেদন করতে wbpsc.gov.in এই ওয়েবসাইটটি খুলে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে লগ ইন করতে হবে। এবার মোবাইল নম্বর ব্যবহার করে রেজিস্ট্রেশন করে এবং একটি পাসওয়ার্ড তৈরি করতে হবে। তারপর ফুড এস আই পোস্টের জন্য আবেদনপত্র পূরণ করে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনপত্র পূরণ করে স্বাক্ষর এবং ছবি আপলোড করতে হবে। তারপর আবেদন মূল্য দিলেই আবেদন সম্পূর্ণ। আবেদন মূল্য ১১০ টাকা । তবে SC-ST এবং PWD-র কর্মীদের জন্য কোন আবেদন মূল্য নেই।
  • WBPSC Food SI 2023 নিয়োগের প্রক্রিয়া
    WBPSC ফুড SI নির্বাচন প্রক্রিয়ার চারটি ধাপ। প্রত্যেক পর্যায়ের পরবর্তী পর্যায়ে পৌঁছাবার জন্য প্রতিটি পর্যায়ে ভাল নম্বর নিয়ে পাস করতে হবে। প্রথমে একটি লিখিত পরীক্ষা দিতে হবে। লিখিত পরীক্ষার সিলেবাস - ৫০ নম্বরের জেনারেল স্টাডিস্‌ (এর অন্তর্ভুক্ত জিকে, কারেন্ট ইভেন্টস, সায়েন্স, ইতিহাস এবং ভূগোল) এবং ৫০ নম্বরের অংক। মোট সম​য় পাওয়া যাবে ৯০ মিনিট। তাতে পাশ করলে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য পার্সোনালিটি টেস্টে ডাকা হয়। পার্সনালিটি টেস্টের জন্য ২০ নম্বর ধার্য। তারও পরের ধাপ হল মেডিকেল পরীক্ষা। এই ধাপে যোগ্যতা অর্জন করলে তবেই চূড়ান্ত তালিকায় নির্বাচিত হবে। ।

সরকারি চাকরির পরীক্ষায় সাফল্যের কাণ্ডারীঃ RICE Education-এর শিক্ষকমণ্ডলী

  • RICE Education-এর শিক্ষকদের শিক্ষার্থীকে পরিবর্তিত করার শক্তি
    সরকারি পরীক্ষায় সফলতার যাত্রাপথ খুব একটা সহজ নয়, বিশেষত, তীব্র প্রতিযোগিতা এবং বিশাল সিলেবাসের ভয় পরীক্ষার্থীকে কয়েক কদম পিছিয়ে দেয়। কিন্তু RICE Education হল সেই বাতিঘর যা উজ্জ্বল আলোতে জ্বলজ্বল করে সাফল্যের পথ প্রদর্শন করে। সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতিতে ভীতি কাটিয়ে আত্মবিশ্বাস গড়ে দেওয়াই আমরা শিক্ষকের মুখ্য ভূমিকা বলে মনে করি। ৩৮ বছরে RICE Education-এর ১.৫ লক্ষেরও বেশি ছাত্রছাত্রীর বিজয়যাত্রা এই অসাধারণ শিক্ষকতাকেই তো নির্দেশ করে।
  • RICE Education-এ শিক্ষকতার গভীর অর্থ
    সরকারী পরীক্ষার প্রস্তুতিতে শিক্ষক একটি ভিত্তি স্বরূপ। নিছক একাডেমিক নির্দেশনাকে অতিক্রম করে তাঁরা শিক্ষার্থীকে মানসিক সমর্থন যোগান। কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে তাঁরা এতটাই অভিজ্ঞ যে তাড়াতাড়ি উত্তর করার কৌশলগত অধ্যয়ন পদ্ধতি একমাত্র তাঁরাই শিখিয়ে দিতে পারেন ছাত্রছাত্রীদের। শিক্ষার্থীর মধ্যে শ্রেষ্ঠত্বকে কিভাবে জাগিয়ে তুলতে হয়, প্রতিটি ছাত্রছাত্রীর অন্তর্নিহিত সেই শক্তিকে উদ্বুদ্ধ করতেও RICE Education-এর শিক্ষকেরা জানেন। তার শিক্ষকদের সমর্থনেই ৩৮ বছরের অভিজ্ঞতায় সমৃদ্ধ প্রতিযোগিতামূলক পঠনের এই প্রতিষ্ঠানটি প্রতিশ্রুতিবান সরকারি চাকরির পরীক্ষায় দেশের অগণিত তরুণের স্বপ্ন সফল করতে।
  • সাফল্যের যাত্রা
    RICE Education-এর শিক্ষার ঐতিহ্যময় স্তম্ভ কেন্দ্র ও রাজ্য-স্তরের পরীক্ষায় সফল ১.৫ লক্ষেরও বেশী ছাত্রছাত্রীদের কৃতিত্বের দ্বারা নির্মিত। শিক্ষকদের ব্যক্তিগত প্রজ্ঞা ও আন্তরিক প্রচেষ্টার মাধ্যমেই শিক্ষার্থীরা অন্তর্দৃষ্টি এবং জ্ঞানের ভান্ডার পায়। শিক্ষকেরা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তৈরি করেন স্টাডি মেটেরিয়াল, নোটস্‌, হ্যান্ড আউটস্‌, ছাত্রছাত্রীদের সঙ্গে দীর্ঘ দীর্ঘ সব সেশন। পড়তে পড়তে শিক্ষার্থী যেকোন জায়গায় আটকে গেলে সেই সন্দেহ নিরসনের জন্য তাঁরা সদা প্রস্তুত। তাঁদের ব্যক্তিগত এত শ্রম ও ত্যাগের উপরেই তো দাঁড়িয়ে আছে সাফল্যের মর্মর প্রস্তর!
  • মানবিক স্পর্শঃ মানসিক এবং শিক্ষাগত সহায়তা
    শিক্ষক-ছাত্রের সম্পর্ক পুঁথিগত শিক্ষার বাইরেও প্রসারিত হয়। RICE Education-এর শিক্ষকরা আত্মবিশ্বাসী, প্রথাগত স্কুল- কলেজের শিক্ষায় মধ্য এবং নিম্নমেধার ছাত্রছাত্রীদেরও এমনভাবে গাইড করেন যে কম্পিটিটিভ পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে তারাও হয়ে ওঠে যথেষ্ট সাবলীল। RICE Education-এর শিক্ষকমন্ডলী স্বেচ্ছায় তাদের সমর্থন বাড়িয়ে দেন শিক্ষার্থীর দিকে, অনেক সফল ছাত্রছাত্রীই তাঁদের স্মৃতিচারণায় বলেছেন কোন কঠিন বিষয়ে পড়তে পড়তে আটকে গেলে সাহায্যের জন্য ফোন করলে এমনকি অনেক রাতেও RICE-এর শিক্ষকরা ফিরিয়ে দিতেন না। তাঁদের এই সমর্থনই একটি শক্তিশালী ধারণা তৈরি করে যে- সাফল্য একটি সম্মিলিত যাত্রা।
  • সাফল্যের শংসাপত্র
    অসংখ্য সফল শিক্ষার্থী তাদের সাফল্যের কৃতিত্ব দিয়েছেন RICE Education-এর শিক্ষকদের। তাঁদের গল্পগুলি এখানকার শিক্ষকদের সাহচর্যের অনুভূতিকে সুন্দরভাবে ফুটিয়ে তোলে। তাঁরা বলেন কেবল কী পড়তে হবে তা নয়, কিছু বিষয় না পড়াও কম্পিটিটিভ এক্সামের সময়ের সঙ্গে তাল মেলাতে প্রয়োজনীয়। RICE Education-এর শিক্ষকদের অভিজ্ঞতা ছাড়া কে তা এত নিশ্চিত করে শেখাতে পারত? পড়ানো একটা শিল্প এবং তাতে RICE Education-এর শিক্ষকরা দক্ষ। পরীক্ষার ধরণ গভীরভাবে বোঝা, সেইসঙ্গে দ্রুত এবং কৌশলগতভাবে প্রশ্নগুলির মোকাবেলা করা এই সবকিছুই তাঁদের হাতে ধরে শেখানো।
  • গৌরবের পথ প্রশস্ত করা
    সরকারি চাকরির পরীক্ষায় সাফল্যের লক্ষ্যে প্রার্থীরা প্রায়ই বিশাল সিলেবাস আয়ত্ত করার চ্যালেঞ্জের সম্মুখীন হয়। কিন্তু RICE Education-এর শিক্ষকরা বিভিন্ন স্টাডি মেটেরিয়াল, ক্লাস টেস্ট, মকটেস্টের মাধ্যমে সেই বিরাট বিষয়কে যেন ক্যাপসুলের আকারে সুচারুরূপে গলাধঃকরণ করিয়ে দিতে পারেন। এই জাদু RICE Education-এর শিক্ষকদের। তিন দশকেরও বেশি সময় ধরে, এই প্রতিষ্ঠানটি কেবল প্রতিযোগিতামূলক শিক্ষাই দেয়নি বরং শিক্ষার্থীদের মানসিক সুস্থতাও লালন করেছে। RICE Education-এর শিক্ষকদের নিয়ে নানা গল্পের বাইরেও তাঁদের আর একটি সক্ষমতা আছে, তা হল অমনোযোগী বা বিমনা শিক্ষার্থীদের প্রতি তাঁরা আলাদাভাবে লক্ষ করেন এবং ব্যক্তিগত বোঝাপড়ার মাধ্যমে তাকে আবার লক্ষ্যবৃত্তের মধ্যে টেনে আনেন—এরকম অসংখ্য গল্পও সফলদের মুখে মুখে প্রতিষ্ঠানের আনাচে কানাচে ছড়িয়ে থাকে! তাই বলা চলে RICE Education-এর শিক্ষকরা শুধু প্রতিষ্ঠানের একটি অংশমাত্র নয়—তাঁরা ভবিষ্যতের কারিগর, শিক্ষার্থীদের গুরু এবং পরীক্ষার্থীদের বিশ্বাস!

RICE Residential-এ একজন WBCS পরীক্ষার্থীর রোজনামচা

  • “বড় হয়ে তুমি কি হবে?”
    এই প্রশ্ন ছোটবেলায় অর্জুনকে (নাম পরিবর্তিত) কেউ জিজ্ঞেস করলেই সে নির্দ্বিধায় জবাব দিত “বাবার মত বিডিও হব”। এখন অর্জুন ভাবে তার অ্যাম্বিশনটা নেহাতই ছেলের হাতের মোয়া নয়— কিছু না ভেবেই শৈশবে হয়ত একথা বলত, কিন্তু এখন সে বোঝে WBCS পাশ করে চাকরি পাওয়ার ক্ষেত্রে কতখানি কঠিন এই কম্পিটিশন!

 

  • লক্ষ্যভেদের সেরা গুরুকুল
    শৈশবে তৈরি হলেও লক্ষ্য ছিল মজবুত। তাই গ্র্যাজুয়েশনের পর সাত-পাঁচ না ভেবে অর্জুন প্রথমেই খোঁজ করেছিল কোথায় WBCS- এর জন্য সেরা কোচিং করানো হয়, তখনই জানতে পারে RICE-এর কথা। দীর্ঘ ৩৮ বছর ধরে যে প্রতিষ্ঠান সরকারি চাকরির পরীক্ষার কোচিং দিয়ে আসছে এবং যার সফল ছাত্রছাত্রীর সংখ্যা ১.৫ লক্ষেরও বেশি স্বভাবতই সেই প্রতিষ্ঠান ছেড়ে অন্য কোন দিকে তাকানোর মানেই হয় না। মনস্থির করার পর অর্জুন আরও জানতে পারল RICE-এর এমন একটি প্রিমিয়াম প্রোগ্রাম আছে যা শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য সামগ্রিক প্রশিক্ষণ দ্বারা সর্বোত্তম লক্ষ্যমাত্রা বেঁধে দেয়। অগ্রগণ্য শিক্ষকদের দ্বারা সযত্নে সাজানো এই চূড়ান্ত প্রশিক্ষণক্রম শিক্ষার্থীদের প্রত্যেককে এক একটি অনন্য ক্ষেত্রে প্রতিষ্ঠিত করতে আর সবার থেকে স্বতন্ত্র এবং তার নাম RICE Residential। আর কোনদিকে তাকায়নি অর্জুন, “ছাত্রানাং অধ্যয়নং তপ” এই বীজমন্ত্র নিয়ে সে ভর্তি হয়ে গেছে RICE Residential প্রোগ্রামে।

 

  • লক্ষ্য যখন দেশসেবা প্রস্তুতি তার হোক সেরা
    দেশের সেবা তার উদ্দেশ্য, WBCS পাশ করে সরকারি আধিকারিক হওয়া অর্জুনের কাছে মাছের চোখ, যাকে সে বিদ্ধ করবেই। বারাসাতের অ্যাডামাস নলেজ সিটি ক্যাম্পাসে RICE Residential প্রোগ্রামের অন্তর্ভুক্ত হয়ে অর্জুন পেয়েছে নির্বিঘ্নে পড়াশোনা করার পরিবেশ। RICE Residential ক্যাম্পাসের ভিতরেই আছে নিজস্ব জিম। সকাল ছ’টায় ঘুম থেকে উঠেই জিমে চলে যায় সে, কারণ দিনভর এনার্জেটিক থাকতে সকাল সকাল শরীর চর্চার কোন বিকল্প হয় না। আধঘন্টা পঁয়তাল্লিশ মিনিট জিম করার পর হস্টেলে ফিরে ফ্রেশ হয়ে একেবারে তৈরী হয়ে সে চলে যায় ক্যান্টিনে।

 

  • “অন্নচিন্তা চমৎকারা”
    কথায় বলে, “অন্নচিন্তা চমৎকারা”। RICE Residential-এর ক্যান্টিনে এমন সুব্যবস্থা যে খাবারের চিন্তা করতেই হয় না। অর্জুন ভাবে, যদি এই খাবারের ব্যবস্থা না থাকত মা তাকে বাড়ি ছড়ে আসতেই দিত না হস্টেলে। আর সত্যিই তো পেটে ক্ষিদে থাকলে পড়াশোনায় কি মন বসানো যায়? কোথায় সে ঘুরে ঘুরে খাবার খুঁজত! এখানে তিনবেলা খোয়ার চিন্তা নেই, কাজেই মা নিশ্চিন্ত আর সেও। এরপর ক্লাসে চলে যাওয়া।

 

  • পাঠে মনোনিবেশ
    ঠিক ৮.৩০ থেকে ক্লাস শুরু হয়ে যায়। প্রতিদিন সকাল ৮.৩০ থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে ক্লাস। স্যার ম্যাডামরা আসাধারণ পড়ান, অর্জুন খুব উৎসাহ বোধ করে। টানা দুঘন্টার গভীর আলোচনামূলক ক্লাসে এতটুকু অন্যমনস্ক হওয়ার জো নেই, এতোটাই সমৃদ্ধ সেই আলোচনা। তাদের যে স্টাডি মেটেরিয়াল দেওয়া হয় তা অত্যন্ত যত্নের সঙ্গে গবেষণালব্ধ তথ্যের সাহায্যে তৈরি। পরীক্ষার বিরাট সিলেবাসকে খুব বিজ্ঞানসম্মতভাবে বিভিন্ন S.M (Study Materiyal)-এ বিন্যস্ত করে দেওয়া হয়েছে। এগুলো হাতে পেয়ে আর শিক্ষকদের পড়ানোর পদ্ধতিতে অর্জুনের মনে হচ্ছে সিলেবাস সম্পূর্ণ করা একটুও অসম্ভব হবে না। এর পরেও কারোও যদি বুঝতে অসুবিধা হয় তবে দুপুর ২টো থেকে বিকেল ৩টে পর্যন্ত ডাউট ক্লিয়ারিং ক্লাসে সে আরও একবার বুঝে নিতে পারবে। এখানে সরাসরি শিক্ষকের সঙ্গে কথা বলতে কোনোও দ্বিধা নেই, তাঁদের মধুর ব্যবহার শিক্ষার্থীদের সবসময় অনুপ্রাণিত করে আরও বেশি করে পড়বার জন্য, আরও অক্লান্ত পরিশ্রম করার জন্য।

 

  • স্বাধ্যায়- নিজের পড়াশোনা
    এর পর কোনদিন অর্জুন লাইব্রেরিতে যায়, ক্লাসে সেদিন যা শিখল সে বিষয়ে নিবিড় অধ্যয়ন করতে। ক্যাম্পাসের বিশাল, বইয়ের সম্ভারে সুসজ্জিত লাইব্রেরি সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৮ ঘন্টাই ছাত্রছাত্রীদের জন্য খোলা। আবার কোন কোন দিন সহপাঠীদের সাথে চলে পাঠ্য বিষয় নিয়ে group study। এর ফলে পড়াশোনার প্রতি আরো বেশি ঝোঁক অনুভব করে অর্জুন- অমুক এই বিষয়ে কতটা এগিয়ে গেছে, বা, ও কত ভালো করে ওই বিষয়টা পড়েছে- ‘আমাকেও পারতে হবে’ এই ভাবনাটা অর্জুনের পড়ার জেদকে বাড়িয়ে তোলে। সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত নিয়মিত অনুশীলন করে এবং বিভিন্ন টেস্ট দেয় অর্জুন- কখনো ক্লাস টেস্ট, কখনো মিশন 100, সাপ্তাহিক  বর্ণনামূলক লেখার পরীক্ষা, মাসিক পরীক্ষা বা মক টেস্ট ইত্যাদি। তার পর রাতের খাবার খেয়ে শুরু হয় ৮.৩০ থেকে স্ব-অধ্যয়ন এবং হোমওয়ার্ক। অর্জুন বুঝতেই পারেনা এই নিয়মানুবর্তীতার মধ্যে দিয়ে কখন RICE তার মেথোডলজির মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে "ক্যাপাসিটি বিল্ড-আপ" করতে থাকে এবং প্রত্যেকটি শিক্ষার্থীর দুর্বলতার ক্ষেত্রকে দক্ষতায় পরিণত করে।

 

  • ঘরের আহ্বান
    আজ অর্জুন বাড়ি এসেছে, প্রতি তিনমাস অন্তর বাড়ি যাওয়ার অবসর পায় তারা। মা তো খুব উদ্বিগ্ন গলায় বলল, “কি রে, এতখানি অসুখ করল বাড়ি চলে এলি না কেন?” অর্জুন মায়ের গলা জড়িয়ে বলল “এতো বড় অসুখ কোথায় মা, সামান্য ভাইরাল ফিভার! তাছাড়া মা, RICE Residential প্রোগ্রামে ক্যাম্পাসের ভিতরেই ডাক্তারও আছেন, তিনিই তো ওষুধ দিয়ে ভালো করলেন! তুমি শুধু শুধুই চিন্তা করছো।” হাসতে হাসতে বাবাও বেড়িয়ে এলেন, বললেন “শুধু শুধুই কি আর ছেলেকে RICE Residential প্রোগ্রামে ভর্তি করেছি? প্রথম প্রথম আমারও সন্দেহ ছিল। RICE-ই আমাকে আশ্বস্ত করেছে যে, ছেলের ভবিষ্যৎ তৈরির লক্ষ্যে RICE Residential প্রোগ্রামই সবচেয়ে নিরাপদ, সুশৃঙ্খল ও সাফল্যের পথে একটি নিশ্চিত পদক্ষেপ। এবার শুধু অর্জুনের লক্ষ্যভেদ করার পালা! কি বাবা পারবি তো?” অর্জুন প্রত্যয়ের সঙ্গে বলল “হ্যাঁ বাবা, আমি পারব!”